ভারতে বুলেট ট্রেন প্রকল্পের কাজ চলছে বিগত বেশ কয়েক বছর ধরেই। এরই মাঝে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে দাবি করেন, শীঘ্রই ভারতে বুলেট ট্রেন চালু হতে চলেছে। উল্লেখ্য, গতকাল ওড়িশা, তেলাঙ্গানা এবং জম্মু ও কাশ্মীরের একাধিক রেল প্রকল্পের উদ্বোধন করেন মোদী। সেখানেই তিনি বন্দে ভারতের নয়া স্লিপার ট্রেন ভার্শনের কথাও বলেন। তাঁর কথায়, 'ভারতীয় রেলের এই হাইস্পিড প্রকল্পগুলি শুধুমাত্র আমার জন্যে নয়, বরং গোটা গেশের জন্যে গৌরবের বিষয়।' (আরও পড়ুন: জাল ছড়িয়ে আরও গভীরে? প্রাক্তনের পর পাসপোর্ট জালিয়াতিতে এবার নজরে ৪ পুলিশকর্মী)
আরও পড়ুন: '…এর জন্যে আপনাকে সরকারে বসানো হয়নি', ইউনুসকে চাপ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
আরও পড়ুন: কলকাতা ও সল্টলেকে কোন রুটে বাড়ছে কটা সরকারি বাস? এখনই বা চলে কটা?
মোদী বলেন, '২ থেকে ৩ দিন আগে আমি একটা ভিডিয়ো দেখছিলাম - তাতে বন্দে ভারত ট্রেনের নতুন স্লিপার কোচ ভার্শনটি দেখা যাচ্ছিল। সেটি ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটছিল। সেটা দেখে আমার খুব ভালো লেগেছিল। তবে এটা তো শুধুমাত্র সূচনা। সেই সময় বেশি দূরে নয়, যখন দেশে বুলেট টেন ছুটবে।' (আরও পড়ুন: 'চট করে বাংলাদেশে আসবেন…', শেখ হাসিনাকে নিয়ে দিবাস্বপ্ন দেখছেন 'বিপ্লবী' সারজিস?)
আরও পড়ুন: বৃষ্টি হবে ৪ জেলায়, এরই সঙ্গে হু হু করে নামবে পারদ, জানুন আবহাওয়ার পূর্বাভাস
এদিকে ক'দিন আগেই দাবি করা হয়, বন্দে ভারতে এবার আসতে পারে বুলেট ট্রেনের টুইস্ট। মিন্টের রিপোর্ট অনুযায়ী, সরকারের শীর্ষ পদে থাকা দুই আধিকারিক জানিয়েছেন, বর্তমানের বন্দে ভারতকে দ্রুত হাই স্পিডের স্ট্যাটাসে পরিণত করার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। ভবিষ্যতে বুলেট ট্রেন করিডরে এই 'হাই স্পিড' বন্দে ভারত চালানো হতে পারে। জনা গিয়েছ, আইসিএফ এবং বিইএমএল একসঙ্গে মিলে একটি ট্রেনের নকশা তৈরি করছে, সেই ট্রেনের সর্বোচ্চ গতি হবে ২৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা। বর্তমানে বন্দে ভারতের ম্যাক্সিমাম স্পিড ১৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা। (আরও পড়ুন: ৭.১ মাত্রার ভূমিকম্প তিব্বতে, আধঘণ্টার মধ্যেই আরও ২টি কম্পন! কাঁপল কলকাতাও)
আরও পড়ুন: বাঘের আগমন! রয়্যাল বেঙ্গল টাইগারের টাটকা পায়ের ছাপ, গর্জনে ঘুম উড়ল কুলতলির
জানা গিয়েছে, আট কামরার দু'টি ট্রেন তৈরি করবে বিইএমএল। আগামী দুই বছরে সেই ট্রেনগুলি তৈরি হয়ে যাওয়ার কথা। জানা যাচ্ছে, এই ট্রেনগুলি আহমেদাবাদ-মুম্বই বুলেট ট্র্যাকে ছুটতে পারবে। এই ট্রেনগুলির সর্বোচ্চ গতি হবে ঘণ্টায় ২৮০ কিমি। এই দু'টি ট্রেন তৈরির জন্যে যে চুক্তি হয়েছে তা হল ৮৬৭ কোটি টাকার। জানা গিয়েছে, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির তরফ থেকে এই উচ্চগতি সম্পন্ন ট্রেন তৈরির জন্যে টেন্ডার ডাকা হয়েছিল। তার মধ্যে শুধুমাত্র ভারত আর্থ মুভার্স লিমিটেড দরপত্রের আবদেন জানিয়েছিল। (আরও পড়ুন: 'ভারতে মাইক্রোসফটের বিনিয়োগ পরিকল্পনা' নিয়ে মোদীর সঙ্গে কথা, সত্য নাদেলা বললেন…)
উল্লেখ্য, সাম্প্রতিককালে বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়েছিল, ভারতেই বুলেট ট্রেন তৈরির পরিকল্পনা করছে সরকার। এবার সেই পরিকল্পনা বাস্তবায়নের পালা। আর বিদেশি সংস্থার বদলে দেশীয় সংস্থার হাতেই গেল সেই বুলেট ট্রেন তৈরির বরাত। ২০২৬ সালের ডিসেম্বর মাসের মধ্যে তৈরির কাজ শেষ করার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। যদিও এর আগে বুলেট ট্রেনের ট্রায়াল রানের জন্যে ২০২৬ সালের অগস্ট-সেপ্টেম্বরের লক্ষ্যমাত্রা স্থির করেছিল কেন্দ্রীয় সরকার। এদিকে বিইএমএল জানিয়েছে, তাদের বেঙ্গালুরুর কোচ কমপ্লেক্সে এই ট্রেন তৈরি করা হবে।