বাংলা নিউজ > ঘরে বাইরে > Modi on Pulwama Attack Anniversary: 'আত্মত্যাগী বীররাই উন্নত ভারত গড়ার অনুপ্রেরণা', পুলওয়ামার স্মৃতিচারণায় মোদী

Modi on Pulwama Attack Anniversary: 'আত্মত্যাগী বীররাই উন্নত ভারত গড়ার অনুপ্রেরণা', পুলওয়ামার স্মৃতিচারণায় মোদী

গত বছর ১৪ ফেব্রুয়ারি রক্তস্নাত পুলওয়ামা। (ছবি সৌজন্য মিন্ট)

পুলওয়ামা হামলার চতুর্থ বার্ষীকি আজ। ২০১৯ সালের আজকের দিনই জঙ্গি হামলায় ৪০ জনেরও বেশি সিআরপিএফ জওয়ান প্রাণ হারিয়েছিলেন কাশ্মীরে। পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ পরে সেই হামলার দায় স্বীকার করেছিল। সেই হামলার যোগ্য জবাবও দিয়েছিল ভারত।

পুলওয়ামা হামলার চতুর্থ বার্ষীকি আজ। ২০১৯ সালের আজকের দিনই জঙ্গি হামলায় ৪০ জনেরও বেশি সিআরপিএফ জওয়ান প্রাণ হারিয়েছিলেন কাশ্মীরে। পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ পরে সেই হামলার দায় স্বীকার করেছিল। সেই হামলার যোগ্য জবাবও দিয়েছিল ভারত। চারবছর পুরোনো সেই রক্তস্নাত হামলার স্মৃতিচারণ করে আজ সকালে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি লিখেছেন, 'বীরদের আত্মত্যাগ কখনও ভোলা যাবে না।'

টুইট বার্তায় প্রধানমন্ত্রী আজ লেখেন, 'আজকের দিনে আমরা পুলওয়ামা হামলায় আমাদের বীরদের হারিয়েছিলাম। তাঁদের সর্বোচ্চ আত্মত্যাগ আমরা কখনও ভুলব না। তাঁদের সাহস আমাদের শক্তিশালী ও উন্নত ভারত গড়তে অনুপ্রাণিত করে।' উল্লেখ্য, চারবছর আগে আজকের দিনই জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় অবন্তীপাড়ার কাছে লেথোপোড়ায় জম্মু শ্রীনগর জাতীয় সড়কে আধা সামরিক বাহিনীর একটি গাড়ির বহর আত্মঘাতী বোমা হামলার শিকার হয়েছিল। এই হামলার জেরে ৪০ জনেরও বেশি কেন্দ্রী বাহিনীর জওয়ার প্রাণ হারিয়েছিলেন। পাক ভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ এই হামলার দায় স্বীকার করেছিল। হামলাকারী আদিল আহমদ দার ছিল পুলওয়ামা জেলার স্থানীয় বাসিন্দা।

এই হামলার কয়েকদিন পরই পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে অবস্থিত জঙ্গি শিবিরের বিমান অভিযান চালিয়েছিল ভারত। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধের পর এই প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে বিমান অভিযান চালিয়েছিল ভারত। পরবর্তীকালে ভারত আন্তর্জাতিক মহলে অভিযোগ আনে, পাকিস্তান তাদের মাটিতে সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। দু'দেশের কূটনৈতিক সম্পর্ক প্রায় তলানিতে এসে ঠেকে। কাশ্মীরের সীমান্ত বিরোধের কারণে ভারত ও পাকিস্তান একে অপরকে হুমকি দিতে শুরু করে। এদিকে ভারতের বালাকোট এয়ারস্ট্রাইকের জবাবে পাকিস্তানও নিজেদের যুদ্ধবিমান ভারতের উদ্দেশে উড়িয়ে দেয়। পাকিস্তানি এফ-১৬ যুদ্ধবিমানের ডগফাইটে একটি ভারতীয় বিমানকে ধ্বংস হয়। তার আগে পাকিস্তানি যুদ্ধবিমানও গুঁড়িয়ে দেন ভারতীয় ফাইটার পাইলট অভিনন্দন বর্তমান। তবে তিনি পাকিস্তানিদের হাতে ধরা পড়েন। পরবর্তীতেত অবশ্য নয়াদিল্লির কূটনৈতিক চাপের জেরে পাকিস্তান অভিনন্দনকে ভারতে ফিরিয়ে দিতে বাধ্য হয়।

পরবর্তী খবর

Latest News

বিক্রান্ত মাসে ‘দ্য সবরমতী রিপোর্ট’-এর মুক্তির নতুন দিন ঘোষণা! কীসের ভিত্তিতে জামিন পেলেন কেষ্ট? ফিরবেন অনুব্রত, বীরভূমে মিষ্টিমুখ, আবীর খেলা সৃজিত এত্ত প্রেম করেছে যে অস্কার পেতে পারে, তবে তাতে কাজ পাওয়া যায় না: স্বস্তিকা অভিমন্যু ঈশ্বরন থেকে অভিষেক পোড়েল, বাংলার দুই তারকার ব্যাটে জমে উঠল দ্বিতীয় দিন মমতার পালটা, বাংলা থেকে যাওয়া যাত্রীবাহী গাড়ি ঝাড়খণ্ডে আটকালেন বাসিন্দারা ডাব চিংড়ি তো খেলেন অনেক, এবারে দুর্গাপুজোয় খেয়ে দেখুন ডাব পনির পুজোর বাজার কাঁপাচ্ছে ‘জিমিচুর’, কী বিশেষত্ব এই শাড়ির CGO পর্যন্ত মিছিল করে ধরনা তুললেন জুনিয়র ডাক্তাররা, মশাল হাতে রাজপথে নাগরিক সমাজ হিট ম্যানের ‘হিটে’ কুপোকাত শুভমন গিল, হাসছেন বিরাট-গম্ভীর! ‘গর্জন শুনছেন?’ বলছেন কিঞ্জল! জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে কুর্নিশ সুদীপ্তা-উষসীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.