আজ রবিবার স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর কথায়, দেশের তরুণ প্রজন্মের জন্যে অনুপ্রেরণার উৎস স্বামী বিবেকানন্দ। স্বামীজির দেখা 'শক্তিশালী এবং উন্নত ভারতের' স্বপ্ন পূরণে তাঁর সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও দাবি করেন মোদী। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে মোদী আজ লেখেন, ‘স্বামী বিবেকানন্দকে তাঁর জয়ন্তীতে শ্রদ্ধা জানাই। তারুণ্যের জন্য তিনি একটি চিরন্তন অনুপ্রেরণা। তিনি তরুণদের মনে আবেগ এবং উদ্দেশ্য জাগিয়ে চলেছেন। তাঁর দেখা একটি শক্তিশালী এবং উন্নত ভারতের স্বপ্ন পূরণ করতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা।’ (আরও পড়ুন: আরও কাছে… শীঘ্রই হবে হ্যান্ডশেক! ডকিং মিশন নিয়ে বড় আপডেট ইসরোর, দেখুন ভিডিয়ো)
আরও পড়ুন: রবিবাসরীয় বঙ্গে বজায় থাকবে শীত? পারদের ওঠা-নামায় কেমন ঠান্ডা থাকবে কলকাতায়?
আরও পড়ুন: 'বাবা-মাকে এপারে আনতাম',জাল নথি দিয়ে পাসপোর্ট করাতে গিয়ে ধৃত বাংলাদেশি হিন্দু
এদিকে আজ স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীর দিনে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ ২০২৫-এ অংশ নেবেন মোদী। এই নিয়ে গতকালই একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন তিনি। তাতে তিনি লিখেছিলেন, 'ভারতের যুবশক্তির প্রতি শ্রদ্ধা। ১২ জানুয়ারি খুবই বিশেষ একটি দিন। কারণ এটি স্বামী বিবেকানন্দের জয়ন্তী। এই উপলক্ষ্যে আমি বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ ২০২৫-এ আমার তরুণ বন্ধুদের সঙ্গে গোটা দিন কাটাব।' এর সঙ্গে তিনি আরও যোগ করেন, 'বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ ২০২৫-এ গৃহীত বিস্তৃত উদ্যোগ সম্পর্কে জেনে আপনারা খুশি হবেন। বিকশিত ভারত চ্যালেঞ্জ লক্ষাধিক যুবকদের আকৃষ্ট করেছে। এতে একটি কুইজ, প্রবন্ধ প্রতিযোগিতা এবং ব্যক্তিগত ইন্টারঅ্যাকশন অন্তর্ভুক্ত রয়েছে। আমি যে যুবকদের সাথে দেখা করব তারা বিজ্ঞান, প্রযুক্তি, উদ্ভাবন, সংস্কৃতি এবং আরও অনেক কিছুর প্রতি দারুণ আবেগ দেখিয়েছে। আমি সারা ভারত থেকে তরুণদের এই কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।' (আরও পড়ুন: ভ্যাটের চাপে চ্যাপ্টা বাংলাদেশ! কীসের দাম বাড়ল কত? ইউনুস সরকারের পকেটে ঢুকবে কত)
আরও পড়ুন: বাংলাদেশে একদিনে ১৪৫২ হামলার শিকার সংখ্যালঘুরা, এখনও মামলা হয়েছে ৫৩, ধরা পড়েছে…
এদিকে স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্ম দিবস ও ৪১ তম জাতীয় যুব দিবস উপলক্ষে সকাল থেকেই আজ বেলুড় মঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ ভোর পাঁচটায় স্বামী বিবেকানন্দের মন্দিরে মঙ্গলারতির মধ্যে দিয়ে পুজোপাঠ শুরু হয়। এরপর সকাল থেকেই বিভিন্ন স্কুল, ক্লাব ও বেলুড় মঠের অধীনে থাকা শাখা সংগঠনের পক্ষ থেকে প্রভাত ফেরির আয়োজন করা হয়। সেই সব শোভাযাত্রা বেলুড় মঠে এসে পৌঁছায়। এই উপলক্ষে মূল মন্দিরের বাঁদিকে অস্থায়ী মণ্ডপ স্থাপন করা হয়েছে। সেখানে স্বামীজি বিষয়ক নানা অনুষ্ঠান হচ্ছে। এদিকে স্বামীজির জন্মজয়ন্তি উপলক্ষ্যে বিবেকানন্দের জন্মভিটা উত্তর কলকাতার সিমলাতেও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া দক্ষিণেশ্বর, আলমবাজার ও বরানগর মঠেও বিভিন্ন অনুষ্ঠান পালন করা হবে।