বাংলা নিউজ > ঘরে বাইরে > স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী মোদীর গলায় নেহরু,নেতাজি-মাতঙ্গিনীকে শ্রদ্ধা জ্ঞাপন

স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী মোদীর গলায় নেহরু,নেতাজি-মাতঙ্গিনীকে শ্রদ্ধা জ্ঞাপন

লাল কেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ছবি সৌজন্যে এএনআই)

এদিন ৭৫তম স্বাধীনতা দিবসের শুরুতেই দেশের স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করে তাঁদের উদ্দেশে সম্মান জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী মোদী।

এদিন ৭৫তম স্বাধীনতা দিবসের শুরুতেই দেশের স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করে তাঁদের উদ্দেশে সম্মান জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী মোদী। সেখানেই এদিন তিনি সম্মান জানান দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে। পাশাপাশি তাঁর গলায় ছিল নেতাজি সুভাষ চন্দ্র বসু, মাতঙ্গিনী হাজরা সহ বহু স্বাধীনতা সংগ্রামীকে। পাশাপাশি করোনা যোদ্ধাদের শ্রদ্ধাদের জানান প্রধানমন্ত্রী।

এদিন প্রধানমন্ত্রী বলেন, 'আজকের দিনে আমি আপামর ভারতবাসী এবং বিশ্বজুড়ে গণতন্ত্র প্রেমীদের শুভেচ্ছা জানাচ্ছি। দেশের জন্য নিজেদের প্রাণ উত্সর্গ করা স্বাধীনতা সংগ্রামীদের প্রতি আমি সম্মান জানাই। গান্ধীজি হোক কি নেতাজি সুভাষ চন্দ্র বসু, ভগত সিং, মাতঙ্গিনী হাজরা, রানি ঝাঁসি সবাইকে সম্মান জানাই। আমি সম্মান জানাতে চাই দেশের পরথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সর্দার প্যাটেলকে।'

মোদী বলেন, 'দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, সর্দার পটেলের কারণেই ঐক্যবদ্ধ হতে পেরেছে ভারত। ভারতকে ভবিষ্যতের পথ দেখিয়েছেন বাবাসাহেব অম্বেদকর। আজ তাঁদের প্রত্যেককে স্মরণ করছে গোটা দেশ। তাঁদের কাছে চিরকাল ঋণী থাকবে ভারতবাসী।'

লাল কেল্লায় আমন্ত্রিত অলিম্পিয়ানদের উদ্দেশে তালি বাজিয়ে সম্মান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি যুব সমাজকেও সম্মান জানালেন মোদী। তিনি বলেন, 'অলিম্পিয়ানরা শুধু আমাদের মন জয় করেননি, তাঁরা পরবর্তী প্রজন্মকে উদ্বুদ্ধ করেছেন।' এদিকে দেশভাগের বেদনার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী আরও বলেন, 'স্বাধীনতা দিবসের পর খুব শীঘ্রই আমরা অনেকের বলিদান ভুলেছি। সকল ভারতবাসীর তরফ থেকে তাঁধের বিনম্র শর্দ্ধা জ্ঞাপন। এখন থেকে প্রতিবছর ১৪ অগস্ট ভারতে বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালিত হবে।'

এদিকে এদিন ভারতের কোভিড যুদ্ধকে কুর্নিশ জানিয়ে মোদী বলেন, 'গোটা বিশ্বের সব থেকে বড় টিকাকরণ প্রকল্প চলছে ভারতে। কোউইন অ্যাপের মাধ্যমে টিকাকরণের ডিজিটাল শংসাপত্র দেওয়ার বিষয়টি বিশ্বের অন্য দেশগুলিকেও আকর্ষিত করছে। ভারত নিজের টিকা বানিয়ে বড় সঙ্কট থেকে নিজেকে রক্ষা পেয়েছে। তা না হলে এই পরিস্থিতিতে টিকা পাওয়া যেত, কি যেত না, কার উপর ভরসা করা যেত, তা বলা কঠিন হত।'

পরবর্তী খবর

Latest News

ভাই-বোনেরা রাস্তায়, জমির শসা নিয়েই অবরোধস্থলে যুবক, ছবি দেখে আবেগে ভাসছে বাংলা ১০ ম্যাচে ৮৮ রান! আজমের মধ্যে প্রতিভা দেখছেন বাবা মইন! একহাত নিলেন রামিজ রাজাকে… হকির ময়দানে ভারত-পাক লড়াই,কবে-কখন-কোথায় দেখবেন এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা? 'জুনিয়র ডাক্তারদের জন্য ২৯ মূল্যবান জীবন হারালাম', ২ লাখ টাকা করে দেবেন মমতা আমি সচিনের সঙ্গেও খেলেছি, তাঁর ছেলের সঙ্গেও খেলেছি: অবসর নিয়ে পীযূষ চাওলার জবাব মানুষের হাসপাতালে তৃণমূল নেতার কুকুরের চিকিৎসা! বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর মা হওয়ার গুঞ্জনের মাঝেই একসঙ্গে লাঞ্চ ডেটে রাজকুমার রাও ও পত্রলেখা... ‘আমি চিটিংবাজ নই’, নিজের হোটেলে বসেই গলা চড়ালেন নন্দিনী দিদি, কেন বললেন এমন কথা একটা জাস্টিস পাওয়ার জন্য আমি বাংলার মানুষের সঙ্গে অবিচার করতে পারি না: দেব পর্দার পেছনে ডার্ক লর্ড! চালান স্বাস্থ্যভবন,কে সেই প্রভাবশালী? বিস্ফোরক শুভেন্দু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.