২০২১ সাল থেকে নেতাজির জন্মদিবসকে 'পরাক্রম দিবস' হিসেবে ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকরা। এই আবহে আজকে নেতাজির ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ সকালে এক টুইট বার্তায় মোদী লেখেন, 'আজ পরাক্রম দিবসে আমি নেতাজি সুভাষ চন্দ্র বসুকে শ্রদ্ধা জানাই এবং ভারতের ইতিহাসে তাঁর অতুলনীয় অবদানকে স্মরণ করতে চাই। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে তীব্র প্রতিরোধের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর চিন্তাধারার দ্বারা গভীরভাবে প্রভাবিত আমরা। ভারতের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য কাজ করছি আমরা।' (আরও পড়ুন: নেতাজির জন্মজয়ন্তীতে পালন করা হয় পরাক্রম দিবস? কেন এই নাম? কী এর গুরুত্ব)
উল্লেখ্য, বাংলার বিধানসভা নির্বাচনের আগে ২০২০ সাল থেকেই নেতাজিকে নিয়ে কেন্দ্রীয় সরকার বিভিন্ন কর্মসূচি পালন করে এসেছে। বিশেষ করে ২০২১ সালে নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ পদক্ষেপ করেছিল কেন্দ্র। ভিক্টোরিয়া মেমোরিয়ালে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে একসঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ২০২১ সালেই নেতাজির জন্মদিনটিকে 'পরাক্রম দিবস' হিসেবে ঘোষণা করেছিল কেন্দ্র। এদিকে দিল্লির লালকেল্লার সামনে নেতাজির ব্রোঞ্জের মূর্তিও স্থাপন করা হয়েছে। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অধীনে 'কর্তব্য পথে'র (অধুনা রাজপথ) উদ্বোধনের সময় নেতাজির সেই মূর্তি উন্মোচন করেছিলেন মোদী।
এদিকে গত দুই বছরের মতো এই বছরেও কেন্দ্রের তরফে এই দিনটি পালিত হবে 'পরাক্রম দিবস' নামেই। তবে নেতাজির জন্মদিনটিকে দেশনায়ক দিবসের বদলে পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করায় উঠেছিল রাজনৈতিক তরজা। এদিকে আজ পরাক্রম দিবস উপলক্ষে আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জের ২১টি দ্বীপের নামকরণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের দেশের ২১ জন পরমবীর চক্র (সর্বোচ্চ সামরিক সম্মান) প্রাপকদের নামে এই দ্বীপগুলির নামকরণ হবে। এর আগেও নাতাজির স্মরণে আন্দামানের দু'টি দ্বীপের নাম রেখেছিলেন প্রধানমন্ত্রী মোদী।
এদিকে বিজেপি নেতা তথা নন্দীগ্রামের বিধায়ক আজ অভিযোগ করেন, নেতাজিকে যথাযথ সম্মান জানানো হয়নি এত বছর। বিরোধীদে তোপ দেগে শুভেন্দু অধিকারী বলেন, 'পরবর্তীকালে যারা সরকারে এসেছেন, দেশ চালিয়েছেন, তাঁরা যথাযত মর্যাদা ওনাকে দেননি। বর্তমান প্রধানমন্ত্রীর নের্তৃত্বে দেশ এই মর্যাদা দান করছে, ভারতবাসী তাতে সামিল হচ্ছে। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের। রাজ্য সরকারের ১২ টার পরে ঘুম ভাঙে। রাজ্য সরকার ঘুমায় । এখনও সবাই ঘুমাচ্ছে।'
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup