ডঃ বি আর আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছেন বিরোধীরা। সেই আবহে এবছরের শেষ ‘মন কি বাত’ অনুষ্ঠানে সংবিধান নিয়ে বড় কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ভারতের সংবিধান হল নাগরিকদের জন্য পথনির্দেশক। এদিনের মন কি বাত অনুষ্ঠানে কৃষক, ক্যানসার এবং এআইয়ের মতো বিষয় নিয়েও আলোচনা করেছেন মোদী।
আরও পড়ুন: 'ওঁরাই অনুপ্রেরণা' বছরের শেষ মন কী বাতে রাজ কাপুর, মহম্মদ রফিদের স্মরণ মোদীর
রবিবার মন কি বাত অনুষ্ঠানের ১১৭ তম পর্বে বক্তৃতা দেওয়ার সময় মোদী বলেন, ‘২০২৫ সালের ২৬ জানুয়ারি আমাদের সংবিধান ৭৫ বছর পূর্ণ করবে। এটা আমাদের সকলের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমাদের সংবিধান প্রণেতারা যে সংবিধান আমাদের হাতে তুলে দিয়েছেন তা সময়ের পরীক্ষায় দাঁড়িয়েছে। সংবিধান আমাদের জন্য পথপ্রদর্শক, আমাদের পথপ্রদর্শক।’
তিনি আরও জানান, যে সরকার সংবিধানের বিষয় সচেতনতা বৃদ্ধি করার জন্য বিশেষ ওয়েবসাইটও (http://Constitution75.com) চালু হয়েছে। তাতে সাধারণ নাগরিকও সংবিধানের প্রস্তাবনা পড়ে তার ভিডিয়ো আপলোড করতে পারেন। এছাড়াও বিভিন্ন ভাষায় সংবিধান পড়া যায় এবং সংবিধান সম্পর্কে প্রশ্নও করা যায়। এদিনের এই অনুষ্ঠান থেকে শ্রোতাদের, স্কুল পড়ুয়া এবং কলেজ পড়ুয়াদের অবশ্যই এই ওয়েবসাইটটি দেখার জন্য এবং এর অংশ হওয়ার জন্য অনুরোধ করেছেন মোদীর।
প্রসঙ্গত, কংগ্রেসের অভিযোগ, বিজেপি সংবিধানের অবমাননা করেছে। বিষয়টি এতটাই জটিল হয়ে যায় যে সংসদ অধিবেশনেও হাতাহাতি হয়েছে। এতে দুই সাংসদও আহত হয়েছেন। এমন পরিস্থিতিতে সংবিধান নিয়ে প্রধানমন্ত্রী মোদীর বক্তব্যে নানা জল্পনা চলছে।
অন্যদিকে, প্রধানমন্ত্রী আগামী ১৩ জানুয়ারি থেকে প্রয়াগরাজে শুরু হওয়া মহা কুম্ভ নিয়েও বক্তব্য রেখেছেন মোদী। তিনি জানান, মহা কুম্ভে এই প্রথমবারের মতো এআই চ্যাটবট ব্যবহার করা হবে। এই চ্যাটবটের মাধ্যমে ১১টি ভারতীয় ভাষায় কুম্ভ সম্পর্কিত সমস্ত ধরনের তথ্য পাওয়া যাবে। তিনি জোর দিয়ে বলেন, ‘কোথাও কোনও বৈষম্য নেই, কেউ বড় নয়, কেউ ছোট নয়। অতএব, আমাদের কুম্ভও ঐক্যের মহাকুম্ভ। দর্শনার্থীদের তাদের মোবাইল ফোনে সরকার অনুমোদিত ট্যুর প্যাকেজ, বাসস্থান এবং হোম স্টে সম্পর্কে তথ্য সরবরাহ করা হবে।’ এছাড়াও কুম্ভ মেলায় নিরাপত্তা ও দর্শনার্থীদের সুবিধার জন্য সরকারের পদক্ষেপের কথা জানান মোদী। দেশের অর্থনীতির প্রসঙ্গে বলেন, ভারত ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। এরফলে আমাদের অর্থনীতি একটি নতুন শক্তি নিয়ে আসবে।