ভার গতকালই স্পর্শ করেছে ১০০ কোটি টিকাকরণের পরিসংখ্যান। সেই উপলক্ষে দেশবাসীর উদ্দেশে এদিন ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টিকাকরণে ভারত এগিয়ে গেলেও দেশবাসীকে সতর্ক থাকার বার্তা দেন প্রধানমন্ত্রী। মোদী এদিন বলেন, 'কবচ যতই শক্তিশালী হোক না কেনও আমাদের এখনও সতর্ক থাকতে হবে। যতক্ষণ যুদ্ধ চলছে, ততক্ষণ অস্ত্র ফেলা যাবে না। যাঁরা এখনও টিকা পাননি, তাঁরা টিকা নিন। আমরা যেমন ভাবে বাইরে গেলে জুতো পরতে ভুলি না, তেমন ভাবেই মাস্ক পরার অভ্যাস জারি রাখতে হবে আমাদের। যাঁরা টিকা নিয়েছেন, তাঁরা অন্যদের অনুপ্রাণিত করুন।'
প্রধানমন্ত্রী এদিন বলেন, '২১ অক্টোবর ভারত ১০০ কোটি টিকাকরণের কঠিন এবং অসাধারণ গণ্ডি পার করে। এরর নেপথ্যে ১৩০ কোটি ভারতীয়র অবদান রয়েছে। এটা ভারতবাসীর সাফল্য, এটা ভারতের সাফল্য। ১০০ কোটি টিকাকরণ শুধুমাত্র একটি পরিসংখ্যান নয়। এটা আমাদের সামর্থের প্রমাণ। এটা সেই নতুন ভারতের রূপ, যে নিজের লক্ষ্য পূরণে বদ্ধপরিকর।'
মোদী আরও বলেন 'যখন এই অতিমারী আসে, তখন ভারতের উপর প্রশ্নচিহ্ন ছিল। - ভারত কবে টিকা পাবে? ভারত এত টিকা কিনতে পারবে কি না? ভারত এত লোককে টিকা দিতে পারবে কি না? তবে আজকের এই ১০০ কোটি টিকাকরণের পরিসংখ্যান এই প্রশ্নের জবাব দিয়েছে। ভারতের বিষয়ে বলা হচ্ছিল যে এখানকার লোকে টিকা নিতে আসবে না। বিশ্বের অনেক উন্নত দেশে এখনও লোকে টিকা নিয়ে সন্দিহান। তবে ভারত গোটা বিশ্বকে দেখিয়েছে। যকন কোনও অভিযানে সবার চেষ্টা থাকে, তখন তার পরিণাম অসাধারণ হয়।'