চলতি বছরের জানুয়ারিতে অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের মহোৎসব দেখেছিল ভারত সহ গোটা বিশ্ব। দেশ এবং বিশ্বের বহু প্রান্ত থেকে বিশিষ্ট ব্যক্তিরা এই উদ্বোধনের সাক্ষী দেখেছেন। রাম মন্দির উদ্বোধনের পর এই প্রথম অযোধ্যায় দীপাবলি পালন করা হবে। সেই আবহে এবারের দিপাবকিহকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার মোদী বলেছেন, ৫০০ বছর পর ভগবান রাম তাঁর নিজের ভিটেতে দীপাবলি পালন করবেন। তাই এবারের দীপাবলি একটি বিশেষ তাৎপর্য বহন করতে চলেছে।
আরও পড়ুন: 'বাংলার বয়স্কদের কাছে ক্ষমা চাইছি, আপনাদের সেবা করতে পারব না', কেন বললেন মোদী?
মঙ্গলবার ধনতেরাস উপলক্ষে ভিডিয়ো বার্তায় দেশবাসীকে শুভেচ্ছা জানান মোদী। তখনই দীপাবলি নিয়েও তিনি বলেন, ‘আমরা দীপাবলিও উদযাপন করব। আমরা অনেকেই অনেক দীপাবলি দেখেছি, কিন্তু এই দীপাবলি ঐতিহাসিক। এই বছরের দীপাবলি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ৫০০ বছর পর ভগবান রাম অযোধ্যায় তাঁর মন্দিরে উপবিষ্ট হবেন। এবারের অপেক্ষা ১৪ বছরের নয়, ৫০০ বছরের। এটি হবে তাঁর মহৎ মন্দিরে তাঁর সঙ্গে প্রথম দীপাবলি। আমরা সকলেই এমন একটি বিশেষ এবং দুর্দান্ত দীপাবলির সাক্ষী হতে চলেছি ।’ তিনি আরও বলেন, ‘বহু প্রজন্ম এই দীপাবলির জন্য অপেক্ষা করেছিল। এরজন্য অনেকে নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন। তবে বর্তমান প্রজন্ম অত্যন্ত সৌভাগ্যবান। তারা এই ধরনের উদযাপনের সাক্ষী হতে চলেছেন।’
উল্লখ্য, রামমন্দির উদ্বোধনের পরে এ বছর অযোধ্যায় প্রথম দীপাবলি হওয়ায় রামলালা মন্দির একটি মেগা উদযাপনের আয়োজন করতে চলেছে। এই আয়োজনে কোনও রকম খামতি রাখতে চাইছে না মন্দির কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে চলা মামলার পর ২০১৯ সালে সুপ্রিম কোর্ট মন্দির নির্মাণের পথ তৈরি করে দেয়। অন্যদিকে, আদালত সরকারকে মসজিদ নির্মাণের জন্য অযোধ্যায় একটি জমি দেওয়ার নির্দেশ দেয়। চলতি বছরের জানুয়ারিতে অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন করা হয়। তারপরেই এই মন্দিরের প্রথম দীপাবলি হবে। ফলে স্বাভাবিকভাবেই অযোধ্যাবাসী সহ গোটা দেশের মানুষের কাছে এই দীপাবলি তাৎপর্যপূর্ণ।
এছাড়াও তিনি রোজগার মেলার অধীনে নিয়োগপত্র পাওয়া সকল যুবকদের অভিনন্দন জানান। তিনি বলেন, ‘এই উৎসবমুখর পরিবেশে আজকের এই শুভ দিনে কর্মসংস্থান মেলায় ৫১,০০০ যুবককে সরকারি চাকরির নিয়োগপত্র দেওয়া হচ্ছে। আমি আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। লক্ষ লক্ষ যুবককে স্থায়ী সরকারি চাকরি দেওয়ার প্রক্রিয়া চলছে। এমনকী বিজেপি এবং এনডিএ শাসিত রাজ্যগুলিতেও লক্ষ লক্ষ যুবকদের নিয়োগপত্র দেওয়া হয়েছে।