জম্মু ও কাশ্মীর ক্রমেই সুড়ঙ্গ, সেতু এবং রোপওয়ের হাব হয়ে উঠছে! সোমবার একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে এখানেই বিশ্বের সর্বোচ্চ সুড়ঙ্গ, রেল সেতু এবং রেললাইন নির্মিত হচ্ছে।
উল্লেখ্য, এদিনই জম্মু ও কাশ্মীরের সোনামার্গে নবনির্মিত জেড-মোড় টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেই অনুষ্ঠানের শেষেই এ কথা বলেন তিনি। ভারতীয় প্রযুক্তির উন্নতির কথা আরও একবার স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, চেনাব সেতুর বিস্ময়কর প্রযুক্তি দেখে সারা বিশ্ব আজ বিস্মিত!
এদিন সোনামার্গ টানেলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলতে শোনা যায়, ‘আমাদের জম্মু ও কাশ্মীর সুড়ঙ্গ, সেতু এবং রোপওয়ের কেন্দ্র হয়ে উঠছে। বিশ্বের সর্বোচ্চ সুড়ঙ্গ এখানে নির্মিত হচ্ছে। বিশ্বের সর্বোচ্চ রেল সেতু এখানে নির্মিত হচ্ছে। বিশ্বের সর্বোচ্চ রেলপথ এখানে নির্মিত হচ্ছে। চেনাব সেতুর প্রযুক্তি দেখে সারা বিশ্ব বিস্মিত হচ্ছে।’
প্রধানমন্ত্রী তাঁর এদিনের ভাষণে আরও একবার দেশবাসীকে বার্তা দেন, কন্য়াকুমারী থেকে কাশ্মীর, সর্বত্রই উন্নয়নে ব্রতী তাঁর সরকার। নিজেকে এদিন ফের একবার দেশ ও দেশবাসীর 'সেবক' বলে উল্লেখ করেন তিনি।
মোদী বলেন, 'আজ আমি আপনাদের সেবক হিসেবে এখানে এসেছি। কিছুদিন আগেই জম্মুতে আপনাদের নিজস্ব রেল বিভাগের ভিত্তিপ্রস্তর স্থাপনের সুযোগ পেয়েছিলাম। সেটা আপনাদের অনেক পুরনো দাবি ছিল। আজ দেশের হাতে সোনামার্গ টানেল তুলে দেওয়ার সুযোগ পেয়েছি। আরও একটি বহু প্রতীক্ষিত কাজ সম্পন্ন হয়েছে। এটাই মোদী - যা প্রতিশ্রুতি দেয়, করে দেখায়!'
একইসঙ্গে মোদী বলেন, 'সবকিছুরই একটা সময় থাকে। এবং সবকিছুই যথাসময়ে ঘটবে। আমি যখন সোনারমার্গ টানেলের কথা বলব, তখন কার্গিল ও লে-র মানুষের জীবনযাত্রা সহজ হবে। এই সুড়ঙ্গ জম্মু ও কাশ্মীর এবং লাদাখের মানুষের কষ্ট কমিয়ে দেবে।'
এই প্রসঙ্গেই প্রধানমন্ত্রী মোদী তাঁর পুরনো দিনের কথা স্মরণ করে বলেন, তিনি বিজেপি কর্মী হিসাবে কাশ্মীর উপত্যকায় আসতেন এবং কয়েক কিলোমিটার পায়ে হেঁটে ঘন্টার পর ঘন্টা যাতায়াত করতেন।
তিনি বলেন, 'আমি যখন বিজেপি কর্মী হিসাবে কাজ করতাম, তখন আমাকে ঘন ঘন এখানে আসতে হত। সোনামার্গ, গুলমার্গ, বারামুল্লা বা গান্দেরওয়াল - যাই হোক না কেন, আমি এখানে অনেক সময় কাটিয়েছি। আমরা ঘন্টার পর ঘন্টা পায়ে হেঁটে কয়েক কিলোমিটার যাতায়াত করতাম। তখনও খুব ভারী তুষারপাত হত। কিন্তু, জম্মু ও কাশ্মীরের মানুষের উষ্ণতা এমনই যে আমরা ঠান্ডা অনুভব করতাম না।'
একইসঙ্গে, জম্মু-কাশ্মীরে দাঁড়িয়ে মহাকুম্ভের পুণ্যস্নান শুরু কথাও স্মরণ করতে ভোলেননি মোদী। তিনি বলেন, 'আজ একটি বিশেষ দিন, কারণ রাজ্যের প্রতিটি অংশেই উৎসবের মেজাজে। এদিকে, আজ থেকে প্রয়াগরাজে মহাকুম্ভ শুরু হয়েছে। কোটি কোটি মানুষ পবিত্র ডুব দিতে এসেছেন। গোটা ভারত লোহরি, মকর সংক্রান্তি, পোঙ্গল, মাঘ বিহু উদযাপন করছে। আমি সকলের সাফল্য কামনা করি।'