বাংলা নিউজ > ঘরে বাইরে > Modi giving water to opposition MPs: তাঁর ভাষণের সময় টানা চিৎকার, বিরোধী সাংসদের জল দিলেন মোদী! নেটপাড়া বলল ‘KING’

Modi giving water to opposition MPs: তাঁর ভাষণের সময় টানা চিৎকার, বিরোধী সাংসদের জল দিলেন মোদী! নেটপাড়া বলল ‘KING’

বিরোধী সাংসদদের জল দিচ্ছেন মোদী। (ছবি সৌজন্যে, এক্স ভিডিয়ো)

মঙ্গলবার লোকসভায় প্রায় ১৩৫ মিনিট ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ভাষণ শুরু করার আগে থেকেই স্লোগান দিতে শুরু করেন বিরোধী সাংসদরা। যা লাগাতার চলতে থাকে। যখন শুধু হাথরাসের ঘটনা নিয়ে মোদী শোকপ্রকাশ করছিলেন, তখন সেটা বন্ধ ছিল। তারপর ফের শুরু হয়। তারইমধ্যে বিরোধী সাংসদদের জল দিলেন মোদী।

মঙ্গলবার লোকসভায় তাঁর ১৩৫ মিনিটের ভাষণের সময় লাগাতার স্লোগান দিয়ে যাচ্ছিলেন বিরোধী সাংসদরা। কখনও মণিপুর নিয়ে স্লোগান উঠেছে। কখনও স্লোগান উঠেছে 'তানাশাহি নেহি চলেগি'। আর যে বিরোধী সাংসদরা ওয়েলে নেমে স্লোগান তুলছিলেন, তাঁদের জল দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। মোদীর সেই আচরণে মজেছেন নেটিজেনদের একাংশ। এক নেটিজেন বলেন, 'মোদী দ্য বস। যে বিরোধী সাংসদরা লাগাতার হট্টগোল করে যাচ্ছিলেন, তাঁদের জল দিলেন মোদীজি। একজন আবার সেটা নিলেন।' অপর এক নেটিজেন বলেন, 'লোকসভায় যখন প্রধানমন্ত্রী মোদী ভাষণ দিচ্ছিলেন, তখন ওয়েলে নেমে বিরোধী সাংসদরা হইচই করছিলেন। তাঁদের জল দিলেন মোদী। পুরো KING BEHAVIOUR (রাজা সুলভ আচরণ)।'

বাংলার তৃণমূল সরকারকে খোঁচা BJP-র

আর সেই ঘটনা নিয়ে বিরোধীদের খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। তুলে এনেছে পশ্চিমবঙ্গের প্রসঙ্গও। বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, 'তাঁর পুরো ভাষণের সময় হট্টগোল করে যাওয়া বিরোধী নেতাদের জল দিলেন একনায়ক মোদী। অন্যদিকে, স্রেফ ৬৫ জন দলিত মানুষের মৃত্যু নিয়ে প্রশ্ন করায় তামিলনাড়ু বিধানসভার বিরোধী দলনেতাকে সাসপেন্ড করে দেয় মুখ্যমন্ত্রী স্ট্যালিনের সরকার। আবার তালিবানি কায়দায় তৃণমূল কংগ্রেসের নেতার ছড়ি মারার ঘটনার খবর করার জন্য লোকজনের বিরুদ্ধে মামলা করে পশ্চিমবঙ্গ পুলিশ।'

আরও পড়ুন: Narendra Modi: ৯৯ পেয়েই মিষ্টি বিলি করছ, কত নম্বরের মধ্যে পেলে? সংসদে গল্প বলে খোঁচা দিলেন মোদী

চেনা ফর্মে মোদী

এমনিতে মঙ্গলবার একেবারে পুরোপুরি নিজের চেনা ফর্মে ছিলেন মোদী। নিজের তৃতীয় দফার প্রথম সংসদ অধিবেশনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যে ভাষণ দেন, তার উপর ধন্যবাদজ্ঞাপন প্রস্তাবের জবাব দেন প্রধানমন্ত্রী। অন্যান্য সময় যেমন বিরোধীদের নিয়ে উপহাস করেন, কটাক্ষ করেন, মঙ্গলবারও সেটার ব্যতিক্রম হয়নি। বিশেষত তাঁর নিশানায় ছিলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। নাম না করে তাঁকে কটাক্ষ করেন।

আরও পড়ুন: Rath Special Trains from WB: রথে পুরীতে যাবেন? উত্তর ও দক্ষিণবঙ্গ থেকে ৪ স্পেশাল ট্রেন চালাবে, রইল টাইমটেবিল

রাহুলকে খোঁচা মোদীর

মোদী খোঁচা দেন, সোমবার লোকসভায় 'বাক্যবুদ্ধির বিলাপ' চলছিল (সোমবার লোকসভায় ভাষণ দেন রাহুল)। 'ড্রামাবাজি' করা হচ্ছিল। বলা হচ্ছিল যে 'আমায় এখানে মারা হয়েছে, ওখানে মারা হয়েছে'। আর সেই ঘটনা দেখে তাঁর একটি গল্প মনে পড়ে গিয়েছে বলেও জানান মোদী। যে গল্পে নাকি এক খুদে স্কুল থেকে এসে খুব কাঁদছিল। তো মা জিজ্ঞাসা করছিলেন যে কী হয়েছে। সেইসব কিছু না বলে শুধু কেঁদেই যাচ্ছিল। আর মা পরে জানতে পারেন যে বাচ্চাটি স্কুলে গিয়ে শিক্ষকদের চোর বলেছে। সহপাঠীদের মা তুলে গালাগালি দিয়েছিল।

আরও পড়ুন: Kotak on Adani-Hindenburg storm: কোনও কারসাজির কথা জানতাম না, আদানিকাণ্ডে হিন্ডেনবার্গের অভিযোগ পরে দাবি কোটাকের

পরবর্তী খবর

Latest News

১২ রানে আউট হয়েও সাঙ্গাকারার দুরন্ত রেকর্ড ভাঙলেন জো রুট, এলিট লিস্টে উঠলেন ছয়ে 'কেন ৩০ মিনিটের মধ্যে…' পলিগ্রাফ টেস্টে সঞ্জয়কে আর কী প্রশ্ন করা হয়েছিল? ‘অত্যাচারের সময় আমার মেয়েটা যখন মা-মা করে কাঁদছিল, সেই কান্নাটা রোজ কানে বাজে…’ পন্তের টেস্ট স্কোয়াডে ফেরা কার্যত পাকা, সোমবারই সুখবর পেতে পারেন বাংলার আকাশ দীপ প্রেমের বিয়েতে বাধা আসছে! রাধা অষ্টমীতে করুন এই কাজ, বাধা ঘুচবে শীঘ্র বিবাহ হবে ‘ব্রা-এর সাইজ জানতে চাওয়া’র অভিযোগ, আরজি কর কাণ্ডে পথে নেমে হুঁশিয়ারি জয়জিৎ-এর নদী থেকে উদ্ধার নার্সের দেহ, ধর্ষণ করে কি খুন?‌ বহরমপুরে চারদিন পর খোঁজ মিলল মমতার ফোনেও কাজ হল না, ইস্তফার সিদ্ধান্তে অনড় জহর! এবারও 'দেরিতে' হল অ্যাকশন? মিশনারি কলেজে গণেশ পুজো করতে গেল এবিভিপি, শোরগোল চরমে, পুলিশ এল ক্যাম্পাসে ‘ওই চোখাচোখিটা কোনওদিন ভুলব না…’, কাঞ্চন অতীত! পিঙ্কির জীবনের সবচেয়ে কাছের কে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.