উপত্যকায় সংবিধানের ৩৭০ নম্বর ধারা প্রত্যাবর্তনের দাবিতে, জম্মু-কাশ্মীর বিধানসভায় প্রস্তাব পাস হতেই আসরে নামলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার এই ঘটনায় মুখ খুলেই কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স (এনসি)-এর জোটকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি।
মোদীর অভিযোগ, কংগ্রেস-এনসি জোট কাশ্মীরের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
এদিন মহারাষ্ট্রের ধুলে থেকে মোদী বলেন, 'যে মুহূর্তে কংগ্রেস এবং ইন্ডি জোট জম্মু-কাশ্মীরে সরকার গড়ার সুযোগ পেল, সেই মুহূর্ত থেকেই তারা কাশ্মীরের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র শুরু করে দিল!'
মোদী আরও বলেন, 'দু'দিন আগেই তারা জম্মু-কাশ্মীর বিধানসভায় একটি প্রস্তাব পাস করেছে। সেই প্রস্তাবে কাশ্মীরে ৩৭০ নম্বর ধারা ফেরানোর দাবি তোলা হয়েছে।'
উল্লেখ্য, সংশ্লিষ্ট প্রস্তাবে কাশ্মীর উপত্যকা থেকে ৩৭০ ধারা প্রত্যাহারের বিরোধিতা করা হয়েছে। বুধবার ধ্বনি ভোটের মাধ্যমে জম্মু-কাশ্মীর বিধানসভায় এই প্রস্তাব পাস করা হয়। যদিও বিজেপি এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করে।
প্রধানমন্ত্রীর অভিযোগ, সংশ্লিষ্ট প্রস্তাবের বিরোধিতা ও প্রতিবাদ করার জন্য বিজেপি বিধায়কদের বিধানসভা থেকে বাইরে বের করে দেওয়া হয়!
এই প্রসঙ্গে তিনি বলেন, 'জম্মু-কাশ্মীর বিধানসভায় ৩৭০ ধারার সমর্থনে ব্যানার প্রদর্শন করতেও দেখা গিয়েছে। ওখানে যাতে ফের একবার ৩৭০ ধারা কার্যকরা করা যায়, তার ব্যবস্থা করতে কংগ্রেসের জোট প্রস্তাব পাস করিয়েছে।...'
এরপর দেশবাসীর উদ্দেশে মোদী আরও বলেন, 'দেশ কি এটা বরদাস্ত করবে? যখন একজন বিজেপি বিধায়ক এর প্রতিবাদ করছিলেন, তখন তাঁকে বিধানসভার বাইরে বের করে দেওয়া হয়। কংগ্রেস ও তাদের জোটসঙ্গীদের স্বরূপ আসলে কেমন, সেটা সারা দেশকে বুঝতে হবে।'
মোদীর দাবি, জম্মু-কাশ্মীর বিধানসভায় ৩৭০ ধারা সংক্রান্ত যে প্রস্তাব বুধবার পাস করা হয়েছে, দেশবাসী তা মানবে না।
এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীর মতামত হল, 'মোদী যতক্ষণ আছে, কংগ্রেস কাশ্মীরের সঙ্গে কিচ্ছু করতে পারবে না। সেখানে কেবলমাত্র ভিমরাও আম্বেদকরের তৈরি সংবিধান চলবে। কোনও শক্তিই আর ৩৭০ ধারা ফেরাতে পারবে না।'
প্রসঙ্গত, প্রায় ১০ বছর পর জম্মু-কাশ্মীরে এবছর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনের প্রচারে কাশ্মীরবাসীকে উপত্যকায় ৩৭০ ধারা ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিল এনসি। সেই প্রতিশ্রুতি সামনে রেখেই নির্বাচন জয় পায় তারা।
অন্যদিকে, শুক্রবার মহারাষ্ট্রের একটি অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, কংগ্রেস ও তাদের জোটসঙ্গীরা জম্মু-কাশ্মীর থেকে বাবাসাহেব আম্বেদকরের সংবিধান ছুড়ে ফেলতে চাইছে।