বিভিন্ন ইস্যুতে ইতিহাস ঘেঁটে এনে কংগ্রেসকে দুষতে এর আগেও দেখা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। নেতাজির জন্মদিন উপলক্ষেও সেই ধারাবাহিকতা বজায় রেখে কংগ্রেসকে খোঁচা মারলেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী রবিবার অভিযোগ করেন যে স্বাধীনতার পরে ভারতের সংস্কৃতি এবং মূল্যবোধ ছাড়াও অনেক মহান ব্যক্তির অবদান মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। তিনি দাবি করেন, দেশ এখন অতীতের সেই ভুল সংশোধন করছে।
প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘ভারতের স্বাধীনতা সংগ্রামে লক্ষাধিক মানুষের আত্মত্যাগ জড়িত। কিন্তু তাদের ইতিহাসকে সীমাবদ্ধ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আজ স্বাধীনতার কয়েক দশক পর সেই ভুলগুলো সংশোধন করছে দেশ।’ নয়াদিল্লির ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তির উদ্বোধন করে মোদী রবিবার আরও বলেন, ‘নেতাজি ব্রিটিশ শক্তির কাছে কোনওদিন মাথানত করেননি। নেতাজির এই মূর্তি গণতান্ত্রির মূল্যবোধকে উৎসাহিত করবে, পাশাপাশি আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’ নেতাজি সম্পর্কিত গোপন ফাইল প্রকাশ করতে পেরে তাঁর সরকার গর্বিত বলেও এদিন মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘স্বাধীনতা ভিক্ষা পাওয়া নয়, তা অর্জন করায় বিশ্বাসী ছিলেন নেতাজি। তাঁর নেতৃত্বেই প্রথম স্বাধীন সরকার গঠিত হয়েছিল৷ তাঁর এই আদর্শ নিয়ে দেশ এগিয়ে চলেছে৷ নেতাজির স্বপ্নের ভারত একদিন গড়ে উঠবে৷’ মোদী রবিবার আরও বলেন, ‘বিশ্বের কোনও শক্তি নেই যারা ভারতকে নড়াতে পারে। ২০৪৭ সালের আগে নতুন ভারত তৈরির লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। স্বাধীনতার ১০০ বছরে এটাই হবে দেশের অঙ্গীকার। এই সময়কালে রাষ্ট্রবাদ ও রাষ্ট্রচেতনাকে জাগিয়ে তুলতে হবে৷’