কিশোরীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জিজ্ঞেস করেন, ছবিটি সে নিজেই এঁকেছে কিনা। তারপর জানতে চান এই প্রতিকৃতি আঁকতে তার কতটা সময় লেগেছে। মেয়েটি জানায়, ছবিটি আঁকতে তার একদিন সময় লেগেছে।
কেন্দ্রীয় সরকারের ৮ বছর পূর্তি উপলক্ষে শিমলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন তিনি। এরপর একটি রোড শোতেও অংশ নেন। সেই সময়েই একটি মেয়ের আঁকা স্কেচ গ্রহণ করতে গাড়ি থামিয়ে দিলেন প্রধানমন্ত্রী। নেমে গিয়ে দেখা করলেন কিশোরী শিল্পীর সঙ্গে। জানতে চাইলেন কতদিন লেগেছে স্কেচটি সম্পূর্ণ করতে।
মেয়েটির সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। জিজ্ঞেস করেন, ছবিটি সে নিজেই এঁকেছে কিনা। তারপর জানতে চান এই প্রতিকৃতি আঁকতে তার কতটা সময় লেগেছে। মেয়েটি জানায়, ছবিটি আঁকতে তার একদিন সময় লেগেছে।
প্রধানমন্ত্রী তারপর জানতে চান মেয়েটি কোথায় থাকে। উত্তরে সে জানায়, সিমলারই বাসিন্দা সে। প্রধানমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করে কিশোরী। এরপর বিপুল ভিড়ের মাঝেই মেয়েটির মাথায় স্নেহ ভরে হাত রাখেন প্রধানমন্ত্রী। এরপর ছবিটি নিয়ে এগিয়ে যান তিনি।