বাংলা নিউজ > ঘরে বাইরে > Varanasi to Dibrugarh Cruise: বাংলাদেশ হয়ে বারাণসী টু ডিব্রুগড়! বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজের সূচনায় মোদী, কবে?

Varanasi to Dibrugarh Cruise: বাংলাদেশ হয়ে বারাণসী টু ডিব্রুগড়! বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজের সূচনায় মোদী, কবে?

ফাইল ছবি: টুইটার (Twitter)

ক্রুজটি বাংলাদেশের নদী এলাকায় প্রবেশ করবে। সেখানে প্রায় ১৫ দিন ধরে চলবে। এরপর গুয়াহাটি হয়ে ভারতের নদী এলাকায় ফিরে আসবে। সব শেষে ডিব্রুগড়ে গিয়ে থামবে। গঙ্গা এবং ব্রহ্মপুত্র দিয়ে যাবে এই ক্রুজ। মোট রুটের প্রায় ১,১০০ কিলোমিটার যাবে বাংলাদেশের মধ্যে দিয়ে। 

আগামী ১৩ জানুয়ারি 'গঙ্গা বিলাস ক্রুজ'-এর ফ্ল্যাগ অফ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিমধ্যেই সেই অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বৃহস্পতিবার পিটিআই-কে এমনটাই জানিয়েছে সেখানকার জেলা কর্তৃপক্ষ।

উত্তরপ্রদেশের তথ্য ও জনসংযোগ দফতরের এক টুইটে জানানো হয়েছে যে, 'আগামী ১৩ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের বারাণসী থেকে বাংলাদেশ হয়ে অসমের ডিব্রুগড় পর্যন্ত বিশ্বের দীর্ঘতম ক্রুজ সফরের ফ্ল্যাগ অফ করবেন।' বারাণসী থেকে ছাড়ার পর এই ক্রুজ গাজিপুর, বক্সার এবং পাটনা হয়ে কলকাতায় পৌঁছে যাবে।

এর পর সেখান থেকে ক্রুজটি বাংলাদেশের নদী এলাকায় প্রবেশ করবে। সেখানে প্রায় ১৫ দিন ধরে চলবে। এরপর গুয়াহাটি হয়ে ভারতের নদী এলাকায় ফিরে আসবে। সবশেষে ডিব্রুগড়ে গিয়ে থামবে। গঙ্গা এবং ব্রহ্মপুত্র দিয়ে যাবে এই ক্রুজ। মোট রুটের প্রায় ১,১০০ কিলোমিটার যাবে বাংলাদেশের মধ্যে দিয়ে। আরও পড়ুন: প্রচণ্ড ভয়ের ১০ পথ! ভারতের এই রাস্তায় গাড়ি চালাতে অতি সাহসীরও হাত কাঁপে

বারণসী থেকে আসা এই ক্রুজ ফারাক্কা, মুর্শিদাবাদ হয়ে কালনা, নামখানা, সজনেখালি পার করে বাংলাদেশে প্রবেশ করবে। সেখানে মরেলগঞ্জ, মেঘনা ঘাট, সোনারগাঁও দিয়ে উত্তরমুখী হয়ে হয়ে চিলমারি পার করে ফের ভারতে প্রবেশ করবে। ধুবরি, পেরি অসমের গুয়াহাটি যাবে এই ক্রুজ। এরপর উত্তর-পূর্ব দিকে শিলঘাট, বিশ্বনাথ হয়ে ডিব্রুগড় পর্যন্ত যাবে।

বারাণসীর রবিদাস ঘাটের বিপরীতের জেটি বোর্ডিং পয়েন্ট থেকে ক্রুজের ফ্ল্যাগ অফ করা হবে। সরকারি সূত্রে খবর, গঙ্গা বিলাস ক্রুজটি মোট ৩,২০০ কিলোমিটার পথ পাড়ি দেবে।

বিশ্বের দীর্ঘতম ক্রুজ ট্যুর বলে এর প্রচার করা হচ্ছে। বারাণসী থেকে ডিব্রুগড় যেতে মোট ৫০ দিন সময় লাগবে। যাত্রা পথে বিভিন্ন পর্যটন স্থানে থামতে থামতে যাবে। সবমিলিয়ে ৫০টিরও বেশি স্থানে থামবে। তার মধ্যে যেমন ঐতিহ্যবাহী নানা স্থান রয়েছে, তেমনই জাতীয় উদ্যান ও অভয়ারণ্যের মধ্যে দিয়েও যাবে। সুন্দরবন ডেল্টা এবং কাজিরাঙা জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে ক্রুজ যাত্রা অভিজ্ঞতা যে দুর্দান্ত হবে, তা বলাই বাহুল্য। আরও পড়ুন: পাহাড়ে সময় কাটাতে চান? দেশের মধ্যে এই জায়গাগুলি যেতে পারেন

তবে তার মানে এই নয় যে একবার উঠলে টানা ৫০ দিনই যাত্রা করবেন। এর নির্দিষ্ট দিন, সেকশন হিসাবেও কেউ পাড়ি দিতে পারেন।

সম্প্রতি কেন্দ্রীয় নৌ পরিবহণ ও নৌপথ মন্ত্রী সর্বানন্দ সোনওয়াল জানান, ক্রুজ পরিষেবা ছাড়াও উপকূল এবং নদীতে নৌ চলাচলের উন্নয়নকে অগ্রাধিকারের দেওয়া হবে। এই বিষয়ে, প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্র প্রায় ১০০টি জাতীয় জলপথের উন্নয়নের কাজ হাতে নিয়েছে। আগামিদিনে এই জলপথগুলিতে বিশ্বমানের ক্রুজ চালানোর লক্ষ্য রয়েছে।

ঘরে বাইরে খবর

Latest News

বিরাটের কাছে এসে আক্ষেপ কামিন্সের, কোহলি বললেন ‘তুমি দুর্দান্ত’-ভিডিয়ো সম্পদ বণ্টনের ক্ষেত্রে মার্ক্সবাদী ব্যাখ্যা মেনে চলব না, বলল সুপ্রিম কোর্ট, তবে… আমি WI-কে সমর্থন করব: T20 WC 2024-র জন্য ICC-র দূত হয়েই মনের কথা বললেন বোল্ট বিয়ের আগে ভালোবাসার ইস্তেহার! আদৃতের জন্য বার্তা কৌশাম্বির, ‘তুমিই এখন…’ ভোটের আগেই দার্জিলিংয়ে ১০ লক্ষ নগদ টাকা-সহ গ্রেফতার রাজু বিস্তা ঘনিষ্ঠ BJP নেতা শ্রীরূপার বিরুদ্ধে অশ্লীল মন্তব্যের অভিযোগে অভিষেকের বিরুদ্ধে কমিশনে বিজেপি ‘কংগ্রেস-সিপিএম BJP-র B-টিম'!ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ কার উপর নির্ভর,জানালেন অভিষেক 'সলমন মদ পরিবেশনার দায়িত্বে! শাহরুখ, শ্রীদেবীরা তো সকলেই আমার বিয়েতে নেচেছিলেন' ‘মনে হয় সব ছেড়ে বাবার কাছে চলে যাই’, লিখলেন ইরফান-পুত্র বাবিল! সব ঠিক আছে তো? চাকরিতে প্রমোশন, ব্যবসায় বিপুল টাকা লাভ! শুক্র-সূর্যের যুতিতে মেষ সহ লাকি কারা?

Latest IPL News

বিরাটের কাছে এসে আক্ষেপ কামিন্সের, কোহলি বললেন ‘তুমি দুর্দান্ত’-ভিডিয়ো IPL-এর আচরণবিধি লঙ্ঘন করলেন রসিখ! দিল্লির বোলারকে লাল চোখ দেখালেন ম্যাচ রেফারি পন্তের রুদ্রমূর্তি দেখে অবাক সৌরভ! দেখুন ঋষভ হেলিকপ্টার শট মারতে কী করলেন মহারাজ গুরুত্বপূর্ণ ১৯তম ওভারে অনভিজ্ঞ রশিখের হাতে কেন বল তুলে দিলেন?কারণ জানালেন পন্ত IPL 2008-এ বেস প্রাইসে কুম্বলেকে কীভাবে কিনেছিল RCB? নিজেই সেই গল্প শোনালেন অনিল শেষ বলের রুদ্ধশ্বাস ম্যাচ, লড়াই করেও জিতল না GT, ৪ রানে জিতে অক্সিজেন পেল DC রোনাল্ডো নাকি রোটিডালদো! শুভমনের ফুটবল স্কিল দেখে বাজে ভাবে কটাক্ষ করলেন ইশান ভক্তের ফোন ক্যাচ ধরলেন, সেলফি তোলার আব্দার মিটিয়ে মাঠের বাইরে হিরো আকাশ আম্বানি আইপিএলে লিগ টেবিলের শীর্ষে রাজস্থান, সাফল্যের রসায়ন দলগত সংহতি গত দু'বারের সফল দল GT-র এবার কেমন পারফরমেন্স? অধিনায়ক শুভমন গিল পাশ না ফেল ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.