দিল্লিতে আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। সেই প্রচারের জনসভাতেই অনন্য ঘটনা ঘটল। একেবারে অন্য রূপে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।জনসভার মঞ্চে একের পর বিজেপির প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হচ্ছিল। সেই সময় দলের এক তরুণ নেতা প্রধানমন্ত্রী মোদীর পা স্পর্শ করেন। তখন ওই তরুণ নেতাকে বাধা দিয়ে পালটা তার পা স্পর্শ করেন প্রধানমন্ত্রী মোদী। এমনই দৃশ্য দেখে হতবাক হলেন সকলেই। বুধবার পাটপারগঞ্জ বিধানসভা কেন্দ্রে একটি জনসভার আয়োজন করেছিল বিজেপি। সেখানেই এই দৃশ্য দেখা গিয়েছে। ওই প্রার্থীর নাম রবীন্দ্র নেগি।
আরও পড়ুন : ‘আমিও তো ওই জলই খাই, হরিয়ানা তাতে বিষ মেশাবে? কী বলতে চান?’ কেজরিকে খোঁচা মোদীর
জানা গিয়েছে, এদিন এই কেন্দ্রের করাওয়াল নগরে জনসভা করে বিজেপি। তাতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই।সময় মঞ্চে পা ছোঁয়ার এই ঘটনা দেখা যায়।।প্রধানমন্ত্রীর পাশাপাশি মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির অন্য নেতারাও। একে একে বিজেপি প্রার্থীর তাঁর কাছে আসেন এবং নিজেদের পরিচয় দেন। এরপর পাটপারগঞ্জ আসনের বিজেপি প্রার্থী রবীন্দ্র সিং নেগি প্রধানমন্ত্রী মোদীর কাছে এসে প্রণাম করে তাঁর পা স্পর্শ করতে শুরু করেন। এরপর মোদী তাঁকে পা স্পর্শ করতে বাধা দেন, তরুণ নেতাকে থামানোর চেষ্টা করেন। আর তারপরেই সেই বিরল দৃশ্য দেখা যায়। মোদী নিজেই নিচু হয়ে তরুণ নেতার পা স্পর্শ করতে শুরু করেন। প্রধানমন্ত্রী মোদী তাঁকে প্রণাম করতে থাকেন এবং তিনবার বিজেপি প্রার্থী নেগির পা স্পর্শ করেন। পা ছোঁয়ার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনদের অনেকেই এর প্রশংসা করে প্রধানমন্ত্রী মোদীর মহত্ত্ব বলেছেন।
উল্লেখ্য, রবীন্দ্র নেগি হলেন উত্তরাখণ্ডের।বাসিন্দা। তিনি বিনোদ নগর পুরসভার ১৯৮ ওয়ার্ডের কাউন্সিলর। বিনোদ নগর ওয়ার্ড পাটপারগঞ্জ বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে। নেগিকে বিজেপির তরুণ ও সক্রিয় নেতাদের মধ্যে গণ্য করা হয়।
এই আসন থেকে তিনি আপ প্রার্থী অবধ ওঝার বিরুদ্ধে ভোটে লড়বেন। নেগি এর আগে মণীশ সিসোদিয়ার কাছ থেকে পরাজয়ের পরেও টানা পাঁচ বছর ময়দানে সক্রিয় ছিলেন। এই আসনে উত্তরাখণ্ডের বিপুল সংখ্যক ভোটার রয়েছে। সেই কারণে সেখানে নেগি ভোটের লড়াইয়ে লাভবান হতে পারেন বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী মোদীকে প্রায়ই কোনও বয়স্ক মহিলা বা পুরুষের পা ছুঁতে দেখা যায়। তবে সম্ভবত এই প্রথম মোদী কোনও তরুণ বিজেপি প্রার্থীর পা স্পর্শ করলেন।