'বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ' কর্মসূচির অধীনে ভারতের তরুণ প্রজন্মকে 'বিকশিত ভারত কুইজ চ্যালেঞ্জ'-এ অংশ নেওয়ার আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী বছর, ১১ ও ১২ জানুয়ারি, নয়া দিল্লির ভারত মণ্ডপে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে।
এই প্রসঙ্গে মোদী তাঁর অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে একটি পোস্টও করেছেন। তিনি লিখেছেন, 'এটি একটি অভিনব সুযোগ। যার মাধ্যমে আপনাদের সৃজনশীল ভাবনাগুলি সরাসরি সরকারের সর্বোচ্চস্তরে পৌঁছে যাবে। আমাদের বিকশিত ভারতের লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে এটাই হবে আপনাদের অদম্য অবদান।'
বিকশিত ভারত কুইজ সম্পর্কে যা যা জানা দরকার:
স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মজয়ন্তী উপলক্ষে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ কর্মসূচির আয়োজন করা হচ্ছে। সেখানে সারা দেশের তরুণ-তরুণীদের এমন এক মঞ্চ দেওয়া হবে, যেখানে তাঁরা সরাসরি নিজেদের উদ্ভাবনী ভাবনা ও পরিকল্পনাগুলি উপস্থাপিত করতে পারবেন।
এই মঞ্চে দেশের প্রতিটি প্রান্ত থেকে কোটি কোটি তরুণ-তরুণী যোগ দিতে আসবেন।
বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়লগ কর্মসূচির আওতাতেই সংশ্লিষ্ট কুইজ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। ভারত সম্পর্কে এখনকার ছেলেমেয়েরা কতটা কী জানে, তা বোঝার জন্যই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
মোট ১২টি ভাষায় এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন প্রতিযোগীরা। ১২ থেকে ২৯ বছর বয়সীরা বিভিন্ন স্তরে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। তবে, তার জন্য প্রথমেই তাঁদের প্রতিযোগিতার প্রথম তথা প্রাথমিক ধাপ পেরোতে হবে। আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত মেরা যুব ভারত-এর মাধ্যমে সেই প্রক্রিয়া সারা যাবে।
এই রাউন্ডে প্রতিযোগিদের ৩০০ সেকেন্ডের মধ্যে ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে। সমগ্র প্রতিযোগিতায় যিনি সেরা হবেন, তাঁকে ১ লক্ষ টাকার আর্থিক পুরস্কার দেওয়া হবে। একইভাবে দ্বিতীয় ও তৃতীয়া যাঁরা হবেন, তাঁর পাবেন যথাক্রমে - ৭৫ হাজার এবং ৫০ হাজার টাকা।
পরবর্তী ১০০ জন সেরা প্রতিযোগীর প্রত্যেককে ২,০০০ টাকা করে পুরস্কার দেওয়া হবে। তার পরের সেরা ২০০ জন পাবেন ১,০০০ টাকা করে। এছাড়া, প্রথম রাউন্ডে অংশ নিলেই প্রত্যেক প্রতিযোগীকে একটি করে ডিজিট্যাল সার্টিফিকেট দেওয়া হবে। যাঁরা প্রথম রাউন্ডে উত্তীর্ণ হবেন, তাঁর ধাপে ধাপে পরের রাউন্ডগুলিতে অংশ নিতে পারবেন। সেগুলি হল -
রাউন্ড ২ - প্রবন্ধ বা ব্লগ রচনা
রাউন্ড ৩ - বিকশিত ভারত ভিশন পিচ ডেক - রাজ্যস্তরের উপস্থাপনা
রাউন্ড ৪ - বিকশিত ভারত ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ। যা হবে ভারত মণ্ডপে
এই সম্পর্কে আরও এবং বিস্তারিত তথ্য পাওয়ার জন্য বিকশিত ভারতে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।