‘ওয়েলকাম ব্যাক, ক্রু৯! পৃথিবী তোমাদের মিস করছিল।’ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার রাত সাড়ে তিনটে নাগাদ ফ্লোরিডায় অবতরণ করে স্পেস এক্সের ড্রাগন স্পেসক্রাফ্ট। ৯ মাস পর পৃথিবীর মাটিতে পা রাখেন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর।
মহাকাশচারীদের স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে লেখেন, ‘সুনীতা উইলিয়ামস ও ক্রু৯ মহাকাশচারীরা আরও একবার দেখালেন যে অধ্যবসায়ের আসল অর্থ কী। অজানার সম্মুখীন হয়েও যে একাগ্রতা দেখিয়েছেন, তা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করবে।’ তিনি আরও বলেন, ‘মহাকাশ গবেষণা হল মানুষের সম্ভাবনার সীমাকে পার করা, স্বপ্ন দেখার সাহস দেখানো এবং সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করা। সুনীতা উইলিয়ামস, একজন আইকন, তিনি এই নিজের কেরিয়ারকে উদাহরণ হিসাবে রেখে গিয়েছেন। যারা তাদের (সুনীতা ও বুচ) নিরাপদভাবে ফিরিয়ে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, আমরা তাদের উপর গর্বিত। তারা দেখিয়ে দিয়েছেন যে নির্ভুলতার সঙ্গে প্যাশন এবং প্রযুক্তির সঙ্গে দৃঢ়তা মিলে গেলে কী হয়।’
২০১৬ সালে আমেরিকা সফরে গিয়ে সুনীতা উইলিয়ামস এবং তাঁর পরিবারের সঙ্গে দেখা করেছিলেন নরেন্দ্র মোদী। সুনীতার বাবা দীপক পাণ্ড্য মোদীরই রাজ্য অর্থাৎ গুজরাটের বাসিন্দা ছিলেন। ২০২০ সালে তিনি প্রয়াত হন। তাঁদের আলাপেরই একটি ছবি দিয়ে সুনীতা উইলিয়ামসকে ফের একবার পৃথিবীতে স্বাগত জানিয়েছেন মোদী।
অন্যদিকে,‘ভারতকন্যা’র মহান কীর্তিতে আপ্লুত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে এক্স হ্যান্ডলে পোস্ট করে তিনি সুনীতা-সহ নভোচরদের অভিনন্দন জানিয়েছেন। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, তাঁদের সাহস, মনোবল মানব জাতির গর্ব অনেকটা বাড়িয়ে দিয়েছে। বিশেষত দেশের মেয়ে সুনীতার কীর্তি অসামান্য। তাঁরা অবশেষে যে পৃথিবীতে সফলভাবে ফিরেছেন, তার জন্য শুভেচ্ছা। যারা নাসার নভোচরদের উদ্ধার করতে মহাশূন্যে পাড়ি দিয়েছিল, তাঁদেরও কৃতিত্বের কথাও ভোলেননি মমতা। আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন সেই টিমকেও।
সুনীতা উইলিয়ামসকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি
দ্রৌপদী মুর্মুও।এক্স হ্যান্ডেলে ভারতীয় বংশোদ্ভূত সুনীতা-সহ চার নভোচারী ও এই প্রজেক্টের সঙ্গে যুক্ত সবাইকেই শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং।অন্যদিকে, নাসার মহাকাশচারী সুনীতা উইলিয়ামসকে ‘ভারতের মেয়ে’ বলে সম্বোধন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি বলেছেন, গোটা দেশ সুনীতার জন্য ‘গর্বিত’।