সুপ্রিম কোর্টের অন্দরে দেশের মাননীয় প্রধান বিচারপতির উপর হামলার ঘটনায় এবার মুখ খুললেন প্রধানমন্ত্রী। আজ সন্ধ্যায় প্রধান বিচারপতি বিআর গভাইয়ের সঙ্গে কথা বলেন নরেন্দ্র মোদী। এর পর তাঁর এক্স হ্যান্ডলে একটি পোস্টও করেন নরেন্দ্র মোদী। সেখানে গোটা ঘটনার নিন্দা করে লেখেন, সমস্ত ভারতবাসী এই ঘটনায় ক্ষুব্ধ।
কী লেখেন প্রধানমন্ত্রী?
সোমবার এক্স হ্যান্ডলে একটি পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, ‘ভারতের প্রধান বিচারপতি, বিচারপতি বিআর গাভাইজির সাথে কথা বলেছি। আজ সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তাঁর উপর হামলা প্রতিটি ভারতীয়কে ক্ষুব্ধ করেছে। আমাদের সমাজে এই ধরনের নিন্দনীয় কাজের কোনও স্থান নেই। এটি সম্পূর্ণ নিন্দনীয়।’ প্রধানমন্ত্রী তাঁর এক্স পোস্টে লেখেন, এমন পরিস্থিতিতে বিচারপতি গভাই যে শান্ত মনোভাব দেখিয়েছেন তা সত্যিই প্রশংসাযোগ্য। পাশাপাশি তিনি লেখেন, ‘এটি ন্যায়বিচারের বোধের প্রতি তাঁর প্রতিশ্রুতি এবং আমাদের সংবিধানের শক্তিশালী চেতনাকে তুলে ধরে।’
আরও পড়ুন - Op সিঁদুরে দুরমুশ!F-16 বিমান সারাতে পাকিস্তানে মার্কিন বায়ুসেনা,বিস্ফোরক রিপোর্ট
আরও পড়ুন - সবচেয়ে স্বচ্ছ ভোট বিহারে! দেশব্যাপী বাস্তবায়নে ১৭টি নয়া উদ্যোগ, বড় দাবি EC-র
সনাতন হিন্দু ধর্মের অবমাননার অভিযোগ
ঘটনাচক্রে সোমবার আদালত চলাকালীন এক বয়স্ক আইনজীবী মাননীয় বিচারপতি বিআর গভাইয়ের দিকে জুতো ছুঁড়ে মারেন। তাঁর অভিযোগ ছিল মাননীয় বিচারপতি সনাতন হিন্দু ধর্মের অবমাননা করেছেন। যদিও জুতোটি বিচারপতির বেঞ্চ পর্যন্ত পৌঁছায়নি। তার আগেই উপস্থিত অন্যান্যরা সেটি ধরে ফেলেন। পরে প্রবীণ ওই আইনজীবীকে আদালতকক্ষ থেকে বার করে নিয়ে যাওয়া হয়। প্রধান বিচারপতির পাশাপাশি ওই বেঞ্চে উপস্থিত ছিলেন বিচারপতি কে বিনোদ চন্দ্রন। তবে প্রধান বিচারপতি বিআর গভাই এই ঘটনায় বিচলিত হননি। পাশাপাশি আদালতের কাউকে এর জন্য বিভ্রান্ত হতেও বারণ করেন।
কী বলেন মাননীয় প্রধান বিচারপতি?
আইনজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘এ সব দেখে বিভ্রান্ত হবেন না। আমরা বিভ্রান্ত নই। এই বিষয়গুলি আমাকে প্রভাবিত করে না।’ এর পর আগের মতোই তিনি বিচারপ্রক্রিয়া চালিয়ে যান। যদিও খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে তৎক্ষণাৎ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আদালত শেষ হওয়ার পর এই ঘটনা নিয়ে আলাদাভাবে কথা বলেন দেশের মাননীয় প্রধান বিচারপতির সঙ্গে।