বাংলা নিউজ > ঘরে বাইরে > মোদী হিংসে করেন রাহুল গান্ধীকে, দাবি কংগ্রেসের, 'রবি প্রসাদকে ক্ষমা চাইতে হবে'

মোদী হিংসে করেন রাহুল গান্ধীকে, দাবি কংগ্রেসের, 'রবি প্রসাদকে ক্ষমা চাইতে হবে'

রাহুল গান্ধী। (ANI Photo) (Congress Twitter)

কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুও রাহুল গান্ধীর বক্তব্যকে ঘিরে তুলোধোনা করেন। রাহুল বলেছিলেন বিরোধীরা পার্লামেন্টে নাকি তাঁর মাইক্রোফেন বন্ধ করে দেন। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, রাহুল গান্ধীই তো পার্লামেন্টে সবথেকে বেশি বলেন।

সপ্তর্ষি দাস

 কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে অপমান করেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা রবি প্রসাদ। এই অভিযোগ তুলেছে কংগ্রেস। কংগ্রেসের দাবি রবি প্রসাদকে ক্ষমা চাইতেই হবে। কংগ্রেসের দাবি বিজেপি নেতা জানিয়েছিলেন বিদেশ থেকে ভারতের গণতন্ত্রকে অপমান করছেন রাহুল গান্ধী। রাহুল নাকি মাওবাদীদের দ্বারা প্রভাবিত। এই অভিযোগ সর্বৈব মিথ্য়া। তাকে ক্ষমা চাইতে হবে।

কংগ্রেসের দাবি বিজেপির ওই নেতা রাহুল গান্ধী সম্পর্কে একেবারে মিথ্য়ে কথা বলছেন। এদিকে বিজেপি নেতা রবি প্রসাদ একটি সাংবাদিক সম্মেলনে ব্রিটেনে করা রাহুলের কিছু মন্তব্যের তীব্র সমালোচনা করেছিলেন। এনিয়ে কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে বিজেপির বিরুদ্ধে তোপ দেগেছিলেন।

তিনি জানিয়েছিলেন, রাহুল গান্ধী জানিয়েছিলেন, ১.৪ কোটি মানুষ এই গণতান্ত্রিক সিস্টেমের সঙ্গে যুক্ত। ভারতীয় গণতন্ত্রের উপর এই বিশ্বের গণতন্ত্র নির্ভর করছে। এই বক্তব্যকে সবার সমর্থন করা দরকার। প্রধানমন্ত্রীরও উচিত এনিয়ে প্রশংসা করা। 

কংগ্রেসের মুখপাত্রের দাবি, হয়তো প্রধানমন্ত্রী রাহুল গান্ধীকে খুব হিংসা করেন। কারণ সেই ২০০২ সালের পর থেকে তিনি আর ব্রিটেন যাওয়ার আমন্ত্রণ পাননি। ১০ বছর তিনি ওখানে যেতে পারেননি। তাছাড়া কেমব্রিজের মতো একটি বিখ্য়াত প্রতিষ্ঠানে রাহুল বক্তব্য রেখেছেন। ব্রিটিশ এমপি রাও তাঁর কথা শুনেছেন। 

এদিকে বিজেপি নেতা রবি প্রসাদ দাবি করেছিলেন রাহুল গান্ধী নিয়ে কংগ্রেসের কী অবস্থান সেটা সোনিয়া গান্ধী ও মল্লিকার্জুন খাড়গেকে সামনে আনতে হবে। একেবারে লজ্জাজনক বক্তব্য তিনি রেখেছেন বলে দাবি করেন। কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুও রাহুল গান্ধীর বক্তব্যকে ঘিরে তুলোধোনা করেন। রাহুল বলেছিলেন বিরোধীরা পার্লামেন্টে নাকি তাঁর মাইক্রোফেন বন্ধ করে দেন। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, রাহুল গান্ধীই তো পার্লামেন্টে সবথেকে বেশি বলেন। 

এদিকে এই ইস্যুতে কংগ্রেস ও বিজেপির মধ্য়ে বাকযুদ্ধ তুঙ্গে। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ টুইট করে জানিয়েছেন, রবিশংকর প্রসাদ সেই কাজটাই করেছেন যেটা তিনি করেন আর তার সুপ্রিমোরা সবথেকে ভালো করেন, মিথ্য়ে কথা বলা, কথাকে বিকৃত করা, কাউকে অপমান করা। কংগ্রেসের মিডিয়া প্রধান পবন খেরা বলেন, শাসকদলের একজন বেকার নেতার মুখ থেকে এর চেয়ে আর মজার কথা কিছু হয় না। 

 

পরবর্তী খবর

Latest News

কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরিয়ে দিলেন মমতা! Salman Khan: ভাইজানের নাম ভাঁড়িয়ে জালিয়াতি, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি সলমনের ‘এরাই সম্ভাব্য ধর্ষক…’, মৌসুমীকে কটাক্ষ, দেবাংশু-কুণালকে ধুয়ে দিলেন শ্রীলেখারা ৩ স্পিনার,২ পেসার! বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে কেমন হতে পারে ভারতীয় দল… ‘একটি পর্যবেক্ষণে…',CBIকে ‘খাঁচা বন্দি পাখি’ বলে SCর মন্তব্যের পর সরব ধনখড় দেখুন, 'ওরা' আমার পেজে দলবেঁধে রিপোর্ট করছে, মহা বিপাকে কুণাল 'চোখ দিয়ে তাকাতেও যেন ভয় পায়..’, ঘাটাল থেকে জুনিয়র ডাক্তারদের কী বার্তা দেবের একাধিক ট্রেন বাতিল থাকবে ১ মাস! চলবে না বাংলার এক্সপ্রেসও, রইল পুরো তালিকা নতুন কুস্তি লিগের ঘোষণা সাক্ষী-গীতার, পাশে নেই ফেডারেশন ৫ বছরে নকল ভিসা তৈরি করে আয় ৩০০ কোটি টাকা! পুলিশের হাতে গ্রেফতার ৭ অভিযুক্ত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.