পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের কয়েক হাজার কোটি টাকার জালিয়াতি কাণ্ডে অভিযুক্ত মেহুল চোকসি এই মামলায় ‘ওয়ান্টেড’। সদ্য মুম্বইয়ের এক কোর্টে মেহুল চোকসির তরফে জানানো হয়েছে, তিনি শারীরিক অবস্থার জন্য ভারতে আসতে পারবেন না। তিনি কোর্টকে জানান, তিনি ব্লাড ক্যানসার (রক্তের ক্যানসার) এ আক্রান্ত। সেই কারণেই ভারতে আসতে পারবেন না। এই তথ্য সামনে এসেছে ‘দ্য ইকোনমিক টাইমস’র রিপোর্টে।
রিপোর্টে বলা হচ্ছে, মুম্বইয়ের ওই কোর্টে বিশেষ আবেদন জানান মেহুল চোকসি। বর্তমানে বেলজিয়ামে বসবাসকারী তিনি। ভারতের আদালতে, পঞ্জাব ব্যাঙ্কের ১৩,৪০০ কোটি টাকার জালিয়াতির মামলা চলছে তাঁর বিরুদ্ধে। এদিকে, মুম্বইয়ের কোর্টে মেহুল চোকসির দায়ের করা আবেদনে জানানো হয়েছে, তিনি chronic lymphocytic leukaemiaয় আক্রান্ত। তাঁর আবেদনে মেহুল চোকসি নিজের শারীরিক অবস্থার প্রেক্ষিতে বেশ কিছু রিপোর্ট পেশ করেছেন। তাঁর আবেদনে এন্টওয়ার্পের এক চিকিৎসকের বক্তব্যও পেশ করা হয়েছে কোর্টে। যেখানে সেই চিকিৎসক দাবি করেছেন যে, ১০০ শতাংশ সফর করার মতো শারীরিক অবস্থা নেই মেহুল চোকসির। এদিকে, ‘দ্য ইকোনমিক টাইমস’র রিপোর্টে এক অফিসার জানিয়েছেন যে, যদি মেহুল চোকসি ফিরে আসেন, তাহলে তাঁকে চিকিৎসা করার জন্য একাধিক বিশ্বমানের চিকিৎসক রয়েছেন। এর আগে, অবহরণ কাণ্ডের পর মেহুল চোকসি দাবি করেছিলেন, তিনি মানসিক সমস্যায় ভুগছেন। প্রসঙ্গত, অ্যান্টিগুয়ায় মেহুলকে অপহরণ করার অভিযোগ ওঠে। তিনি দাবি করেছিলেন, ভারত সরকারের অফিসাররা তাঁর অপহরণের সঙ্গে জড়িত। উল্লেখ্য, ভারতে কয়েক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডের অভিযোগ রয়েছে মেহুল চোকসি ও তাঁর ভাইপো নীরব মোদীর বিরুদ্ধে। তাঁরা দুজনেই আপাতত পলাতক। মেহুল চোকসির ঠাঁই হয়েছে বেলজিয়ামে। সেখান থেকেই তিনি মুম্বইয়ের ওই কোর্টের কাছে বার্তা পাঠান তাঁর শারীরিক অবস্থা নিয়ে।
( Lucky Zodiac Signs: বুধের উদয় ও মঙ্গলের মার্গী চালে তুলকালাম উন্নতির সম্ভাবনা বহু রাশির! লাকি কারা?)
প্রসঙ্গত, বর্তমানে অ্যান্টিগুয়ার নাগরিক হলেন মেহুল চোকসি। মিডিয়া রিপোর্টে উল্লিখিত, আর তাঁর দাবি অনুযায়ী, মেহুল চোকসির চিকিৎসা চলছে বেলজিয়ামে। ভারতের একাধিক এজেন্সির কাছে 'ওয়ান্টেড’ হয়ে রয়েছেন মেহুল চোকসি।