বাংলা নিউজ > ঘরে বাইরে > PNB FD Interest Rate: আবারও FD-তে সুদের হার বাড়াল PNB, কতদিন টাকা কত লাভ হবে? দেখুন পুরো তালিকা

PNB FD Interest Rate: আবারও FD-তে সুদের হার বাড়াল PNB, কতদিন টাকা কত লাভ হবে? দেখুন পুরো তালিকা

PNB FD Interest Rate: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)

PNB FD Interest Rate: আবারও ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)। গত মাসের দ্বিতীয় সপ্তাহের শেষ লগ্নে এফডিতে সুদের হার বৃদ্ধি করেছিল দেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। 

তিন সপ্তাহে দ্বিতীয়বার ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)। দেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, দু'কোটি টাকার নীচে এফডির কয়েকটি মেয়াদের ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করা হয়েছে। 

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে সুদের হার (PNB Fixed Deposit Interest Rate):

  • ৭ দিন থেকে ১৪ দিন: ৩ শতাংশ। 
  • ১৫ দিন থেকে ২৯ দিন: ৩ শতাংশ। 
  • ৩০ দিন থেকে ৪৫ দিন: ৩ শতাংশ। 
  • ৪৬ দিন থেকে ৯০ দিন: ৩.২৫ শতাংশ। 
  • ৯১ দিন থেকে ১৭৯ দিন: ৪ শতাংশ। 
  • ১৮০ দিন থেকে ২৭০ দিন: ৪.৫ শতাংশ।
  • ২৭১ দিন থেকে ১ বছরের: ৪.৫ শতাংশ।
  • ১ বছর: ৫.৩ শতাংশ।
  • ১ বছরের বেশি থেকে ২ বছরের কম: ৫.৩ শতাংশ।
  • ২ বছরের বেশি থেকে ৩ বছরের কম: ৫.৫ শতাংশ।
  • ৩ বছরের বেশি থেকে ৫ বছরের কম: ৫.৫ শতাংশ।
  • ৫ বছরের বেশি থেকে ১০ বছর পর্যন্ত: ৫.৬ শতাংশ।
  • ১,১১১ দিন: ৫.৫ শতাংশ।

আরও পড়ুন: Post office best schemes- পোস্ট অফিসের এই স্কিমগুলিতে ব্যাঙ্কের চেয়েও বেশি রিটার্ন!

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে প্রবীণ নাগরিকদের ফিক্সড ডিপোজিটে সুদের হার (PNB Fixed Deposit Interest Rate For Senior Citizens):

প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে দু'কোটি টাকার নীচে সব মেয়াদের এফডিতে সুদের হার ০.৫ শতাংশ বেশি। অর্থাৎ ৫ বছরের বেশি থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদের এফডিতে ৬.১ শতাংশ হারে সুদ পাবেন প্রবীণ নাগরিকরা। ২ বছরের বেশি থেকে ৩ বছরের কম মেয়াদের এফডিতে প্রবীণ নাগরিকরা ছয় শতাংশ হারে সুদ পাবেন।

বন্ধ করুন