বাংলা নিউজ > ঘরে বাইরে > PNB KYC Update: নয়া মাসে আর করা যাবে না লেনদেন! এই সব ব্যাঙ্ক গ্রাহকদের মাথায় পড়বে হাত

PNB KYC Update: নয়া মাসে আর করা যাবে না লেনদেন! এই সব ব্যাঙ্ক গ্রাহকদের মাথায় পড়বে হাত

একাধিক ব্যাঙ্ক বিগত বেশ কয়েক মাস ধরেই KYC প্রক্রিয়া সম্পন্ন করতে গ্রাহকদের সতর্ক করছে। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও গ্রাহকদের KYC প্রক্রিয়া সম্পন্ন করতে বলে এই সময়। শুধু তাই নয়, এর জন্য সময়ও বেঁধে দেয় পিএনবি। ব্যাঙ্কের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আগামী ৩১ অগস্টের মধ্যেই KYC প্রক্রিয়া শেষ করতে হবে গ্রাহকদের। উল্লেখ্য, KYC করার মাধ্যমে, গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সক্রিয় থাকবে এবং সহজেই সেই অ্যাকাউন্টে লেনদেন করা যাবে।

অন্য গ্যালারিগুলি