সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমিয়ে দিল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)। ১০ লাখ টাকার নীচে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে সুদের হার কমিয়ে ২.৭ শতাংশ করা হয়েছে। আবার ১০ লাখ টাকার বেশি সেভিংস অ্যাকাউন্টে ২.৭৫ শতাংশ হারে সুদ মিলবে। যে হার আজ (৪ এপ্রিল) থেকে কার্যকর হয়েছে।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) ডোমেস্টিক এবং এনআরআই সেভিংস অ্যাকাউন্টে সুদের হার:
১) সেভিংস অ্যাকাউন্টে সুদের হার (১০ লাখ টাকার নীচে): বছরে সুদের হার ২.৭ শতাংশ।
২) সেভিংস অ্যাকাউন্টে সুদের হার (১০ লাখ টাকার ঊর্ধ্বে): বছরে সুদের হার ২.৭৬ শতাংশ।
গত ফেব্রুয়ারিতেও সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমিয়েছিল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)। সেইসময় ১০ লাখ টাকার নীচে সেভিংস অ্যাকাউন্ট ক্ষেত্রে সুদের হার করা হয়েছিল ২.৭৫ শতাংশ। আবার ১০ লাখ টাকা ঊর্ধ্বে সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে সুদের হার ২.৮ শতাংশে নামিয়ে এনেছিল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। গত বছরের ডিসেম্বরেও সেভিংস অ্যাকাউন্টে সুদের হারে কাটছাঁট করা হয়েছিল।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (পিএনবি) ফিক্সড ডিপোজিট (এফডি) সুদের হার
সাতদিন থেকে ১০ বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটের (এফডি) ক্ষেত্রে ২.৯ শতাংশ থেকে ৫.২৫ শতাংশ সুদের হার পাওয়া যায়।