বাংলা নিউজ > ঘরে বাইরে > হেনস্থার সময় কিশোরীর জামা ছিঁড়ে গেলেও বিশেষ কারণে পকসো আইন কার্যকর নয়: হাইকোর্ট

হেনস্থার সময় কিশোরীর জামা ছিঁড়ে গেলেও বিশেষ কারণে পকসো আইন কার্যকর নয়: হাইকোর্ট

হেনস্থার সময় কিশোরীর জামা ছিঁড়ে গেলেও বিশেষ কারণে পকসো আইন কার্যকর নয় : হাইকোর্ট (ফাইল ছবি, সৌজন্য হিন্দুস্তান টাইমস)

তরুণী অভিযোগ করেন, তাঁকে এবং তাঁর ১৭ বছরের বোনকেও হেনস্থা করা হয়। বোনের কাপড় ছিঁড়ে দেন অভিযুক্ত। দু'জনকেই খারাপভাবে স্পর্শ করেন।

যৌন অভিসন্ধি নিয়ে কোনও কাজ করা না হলে তা পকসো আইনের আওতায় পড়বে না। গত সপ্তাহে একটি মামলায় একথাই জানাল বম্বে হাইকোর্ট। সেই মামলায় পুণের এক বাসিন্দাকে আগাম জামিন মঞ্জুর করা হয়। তাঁর বিরুদ্ধে নাবালিকাকে শারীরিক হেনস্থার সময় কাপড় ছিঁড়ে দেওয়া এবং খারাপভাবে স্পর্শ করার অভিযোগ উঠেছিল।

গত ২০ অক্টোবর পুণের সাপ্তশ্রিঙ্গি থানায় রুজু হওয়া এফআইআরের ভিত্তিতে আগাম জামিন দিয়েছেন বিচারপতি ভারতী দাঙ্গরে। হাইকোর্টের পর্যবেক্ষণ, এফআইআরে এমন কোনও বিষয় ছিল না, যা থেকে প্রমাণিত হয় যে ওমকার গায়কোয়াড় নামে ওই ব্যক্তি যৌন অভিসন্ধি নিয়ে সেই কাজ করেছিলেন।

২০ বছরের এক তরুণীর অভিযোগ অনুযায়ী, একটি দোকান সংক্রান্ত চুক্তি নিয়ে ওমকারের সঙ্গে তাঁর পরিবারের সমস্যা চলছিল। তা নিয়ে একে অপরকে আইনি নোটিশও পাঠানো হয়েছিল। অভিযোগপত্রে জানানো হয়েছে, গত ১৯ অক্টোবর তরুণীদের বাড়িতে ঢুকে আসেন ওমকার, তাঁর স্ত্রী-সহ চারজন। তরুণীর বাবা-মা'কে হেনস্থা করতে থাকেন বলে অভিযোগ। তরুণী অভিযোগ করেন, তাঁকে এবং তাঁর ১৭ বছরের বোনকেও হেনস্থা করা হয়। বোনের কাপড় ছিঁড়ে দেন ওমকার। দু'জনকেই খারাপভাবে স্পর্শ করেন।

সেই অভিযোগের ভিত্তিতে ওমকারের বিরুদ্ধে পকসো আইনের সাত নম্বর ধারায় মামলা রুজু করে পুলিশ। সেই ধারা অনুয়াযী, যৌন অভিসন্ধি নিয়ে কোনও ব্যক্তি বা মহিলা যদি কোনও শিশুর গোপনাঙ্গে স্পর্শ করে বা তার নিজের গোপনাঙ্গে হাত দিতে শিশুকে বাধ্য করে বা যৌন অভিসন্ধি নিয়ে অন্য কোনও কাজ করে, যেখানে শারীরিক সংযোগ হয়, তাহলে তা যৌন হেনস্থা বলে বিবেচিত হবে।

পকসো আইনের সেই ধারার ভিত্তিতে বিচারপতি দাঙ্গরে জানান, অভিযোগকারীর বোনকে হেনস্থার অভিযোগ উঠেছে ওমকারের বিরুদ্ধে। সেই সময় তিনি নাবালিকার বুক ও গোপনাঙ্গ স্পর্শ করেছেন এবং তাঁকে মেঝেতে ফেলে দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। বিচারপতি বলেন, ‘নির্দিষ্টভাবে যৌন অভিসন্ধির বিষয়টি প্রমাণিত না হলে প্রাথমিকভাবে পকসো আইনের সাত নম্বর ধারায় আওতায় অপরাধ এবং আট নম্বর ধারার আওতায় শাস্তি হবে না।’ তিনি আরও বলেন, ‘এফআইআরে যেহেতু কোনও যৌন অভিসন্ধির বিষয়ে বলা নেই, তাই এটা বিচারসাপেক্ষ বিষয়।’

ওমকারের আগাম জামিনও মঞ্জুর করা হয়। হাইকোর্টের পর্যবেক্ষক, প্রাথমিকভাবে যৌন অভিসন্ধি না থাকায় এবং চুক্তির ভিত্তিতে গ্রেফতারির আশঙ্কা থেকে সুরক্ষা দেওয়া হচ্ছে আবেদনকারীকে। যে চুক্তি দু'পক্ষের মধ্যে সম্ভবত বিবাদের কারণ।

ঘরে বাইরে খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল CSK-র দুর্গে ফাটল ধরিয়ে পয়েন্ট তালিকায় লাফ LSG-র, নিঃশ্বাস ফেলছে KKR-এর ঘাড়ে মদের বোতল হাতে প্রতীক! মহারাজ-পূজারিণীর জীবনের ‘উড়ান’ এবার জলসায়,নায়িকাকে চেনেন দিল্লিতে ‘দাদাগিরি’র শ্যুটিং! সৌরভের জন্য বিশেষ বন্দোবস্ত, কবে শেষ হচ্ছে এই শো? গুহায় ঢুকে সিংহ শিকার LSG-র, স্টইনিসের দাপটে CSK-কে তাদের ঘরের মাঠে হারাল লখনউ রাতেই ৪ জেলায় বৃষ্টি, ৪০ কিমিতে ঝড়, বুধবার থেকে অপেক্ষা করে আছে ‘জ্বলন্ত কড়া’ সত্য়জিৎবাবুর হাত আমি সারা জীবন ধরতে চেয়েছি, তবে প্রতি অন্যায় করেছিলাম: মাধবী ‘‌মমতা বন্দোপাধ্যায়ের বাড়ি ঘেরাও করুন’‌, এসএসসি কাণ্ডে সুর চড়ালেন শুভেন্দু আমিই তো ‘নির্ভয়া দিদি’! গোলাপী গাড়ি চেপে প্রচারে, এমন নাম কেন প্রার্থীর?

Latest IPL News

দিল্লিতে ‘দাদাগিরি’র শ্যুটিং! সৌরভের জন্য বিশেষ বন্দোবস্ত, কবে শেষ হচ্ছে এই শো? গুহায় ঢুকে সিংহ শিকার LSG-র, স্টইনিসের দাপটে CSK-কে তাদের ঘরের মাঠে হারাল লখনউ হার্দিককে নিয়ে ক্ষোভ, নাকি বিদেশি নির্বাচনে ভুল- কোন কারণে এখনও IPL-এ নড়বড়ে MI ১৪ বছরে ধোনি পারেননি, CSK-র প্রথম অধিনায়ক হিসেবে দুরন্ত এই রেকর্ড গড়লেন রুতুরাজ বিদেশিদের ব্যর্থতা নাকি ভালো স্পিনারের অভাব! কেন ফের ডুবতে বসেছে প্রীতির পঞ্জাব IPL 2024: ক্রিকেটের ব্যাকরণকে নতুনভাবে লিখছে SRH, ফিরে দেখা তাদের কার্যকলাপ ব্যর্থতার ধারা বজায় প্রথমার্ধে, পন্তের দিল্লিকে আশার আলো দেখাচ্ছেন ম্যাকগার্ক IPL 2024: MI-র বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে অতীতের যন্ত্রণার কথা মনে করলেন সন্দীপ শর্মা RR vs MI: আমি মনে করি না ওর কারোর পরামর্শের দরকার আছে- যশস্বীর প্রশংসায় সঞ্জু IPL-এ দ্বিতীয় শতরান! MI-এর বিরুদ্ধে ভালো খেলার রহস্য ফাঁস করলেন যশস্বী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.