বাংলা নিউজ > ঘরে বাইরে > 'নরেন্দ্র মোদী বাঁচান',পাক অধিকৃত কাশ্মীর থেকে কেন এল এই কাতর বার্তা?

'নরেন্দ্র মোদী বাঁচান',পাক অধিকৃত কাশ্মীর থেকে কেন এল এই কাতর বার্তা?

মুজ্জাফরাবাদের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

স্ত্রী,সন্তানদের নিয়ে তিনি রাস্তায় এসে দাঁড়িয়েছেন। অভিযোগ, পাক অধিকৃত কাশ্মীরের মুজাফ্ফরাবাদ পুলিশ কেড়ে নিয়েছে তাঁর মাথা গোঁজার ঠাই। ভিডিয়োতে মুজাফ্ফরাবাদের ওয়াসিম বশির বলছেন,'নরেন্দ্র মোদী আসুন, এই অত্যাচার থেকে বাঁচান।'

প্রবল ঠান্ডার মধ্যে রাস্তায় এসে দাঁড়িয়েছে তাঁর পরিবার। কিন্তু ব্যক্তির দাবি তিনি বুঝে উঠতে পারছেন না, যে কেন মুজাফ্ফরাবাদ পুলিশ এসে তাঁর বাড়ি সিল করে দিয়ে যাচ্ছে। এক ভাইরাল ভিডিয়োতে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) এই বক্তব্য তুলে ধরেছেন পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজাফ্ফরাবাদের এক ব্যক্তি। এই ভিডিয়ো রকেট গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, পাকিস্তান অধিকৃত কাশ্মীর সীমান্ত থেকে যে ব্যক্তি নিজের এই করুণ পরিস্থিতির চিত্র তুলে ধরেছেন, তাঁর নাম ওয়াসিম বশির।

স্ত্রী,সন্তানদের নিয়ে তিনি রাস্তায় এসে দাঁড়িয়েছেন। অভিযোগ, পাক অধিকৃত কাশ্মীরের মুজাফ্ফরাবাদ পুলিশ কেড়ে নিয়েছে তাঁর মাথা গোঁজার ঠাই। কিন্তু কেন এমন করা হল? উঠছে প্রশ্ন। ভিডিয়োতে মুজাফ্ফরাবাদের ওয়াসিম বশির বলছেন, যদি দু ঘণ্টার মধ্যে মুজফ্ফরাবাদ পুলিশ এসে তাঁর বাড়ির সিল না খোলে, তাহলে তিনি ভারত সরকারের কাছে সাহায্যের আবেদন করবেন। তিনি বলছেন, 'নরেন্দ্র মোদী আসুন, এই অত্যাচার থেকে বাঁচান।' ভিডিয়োতে তাঁকে বলতে শোনা যাচ্ছে, 'পুলিশ আর প্রশাসন আমাদের বাড়ি সিল করে দিয়েছে। আমার বক্তব্য যদি আমাদের কিছু হয়ে যায়, তাহলে তার জন্য দায়ী থাকবে মুজাফ্ফরাবাদের কমিশনার ও তেহসিল।' ভিডিয়োতে দেখা যাচ্ছে ওয়াসিম মালিক ছাড়াও তাঁর পরিবারের মহিলা ও শিশুরা রাস্তায় এসে বসেছেন। তাঁরাও আতঙ্কে চিৎকার করছেন।

 

কিন্তু কেন ঘটল এমন ঘটনা? এর উত্তর খুঁজেছে সংবাদসংস্থা এএনআই। জানা গিয়েছে, মুজাফ্ফরাবাদের ওই ব্যক্তির বাড়ি বাইরে থেকে সিল করে দিয়েছে সেখানকার পুলিশ। এও জানা গিয়েছে যে, ওই ব্যক্তির বাড়ি এলাকার এক প্রভাবশালী কবজা করছে। পুলিশের সাহায্য নিয়ে ওই প্রভাবশালী ওয়াসিম বশিরের জমি দখলের চেষ্টায় রয়েছে বলে খবর। এদিকে, ভিডিয়োর শেষ অংশে দেখা যাচ্ছে ওয়াসিম প্রশ্ন তুলছেন যে, কোন আইনের নিরিখে এইভাবে বাড়ি সিল করা হচ্ছে? যার উত্তর এখনও সামনে আসেনি। উল্লেখ্য, পাকিস্তান অধিকৃত কাশ্মীরে একাধিক অত্যাচারের ঘটনা বহুবার সামনে এসেছে। এই অংশে পাক সরকারের অত্যাচারের বিরুদ্ধে অনেকেই গর্জে উঠেছেন এর আগেও।

ঘরে বাইরে খবর

Latest News

নতুন প্রজন্মের অভিনেতাদের কটাক্ষ রচনার, স্ট্রাগলের কথা মনে করে বললেন কী? হুগলির দইয়ের পর ঘুগনিতে মজলেন রচনা! উঠল 'মন থেকে' রাজনীতি করা নিয়ে কথা উপোস করা, আস্তে ঘণ্টা বাজানো: বিশ্বের কোন প্রান্তে কীভাবে গুড ফ্রাইডে পালিত হয় আগামিকাল কেমন কাটবে আপনার? কারা পাবেন ভালো খবর? কী বলছে ২৯ মার্চের রাশিফল রাজ্যে BJP ৩৬টা আসন পেলে ৬ মাসে রাজ্য সরকারকে বঙ্গোপসাগরে বিসর্জন দেব: শুভেন্দু ‘অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে, থাকবে’, বেজিংকে ধারালো জবাব দিল্লির BJP নয়, CPMই আসলে সাম্প্রদায়িক, কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু IPL-এ এখনই পাওয়া যাবে না সূর্যকে- হার্দিকের চিন্তা বাড়িয়ে সামনে এল বড় আপডেট কলকাতা মেট্রো এবার ছুটবে বিমানবন্দর পর্যন্ত, দুর্গাপুজোর আগে চালুর সম্ভাবনা স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.