ডেটিং অ্যাপের মাধ্যমে একটি চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগ সামনে এসেছে। এক যুবক দিনের বেলায় একটি বেসরকারি সংস্থায় কাজ করে আর রাত হলেই সে হয়ে যায় একজন মার্কিন মডেল। আর এভাবেই নিজেকেই মার্কিন মডেল হিসেবে জাহির করে প্রায় ৭০০ এর বেশি মহিলার সঙ্গে প্রতারণা করেছে। এই অভিযোগে শুক্রবার পূর্ব দিল্লির শকরপুর এলাকা থেকে ২৩ বছর বয়সি ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম তুষার সিং বিষ্ট।
আরও পড়ুন: ‘জল্লাদের কাজ করাটা আমার শখ’, ভাইরাল হল মার্কিন নাগরিকের ডেটিং প্রোফাইল
জানা গিয়েছে, দিল্লির বাসিন্দা তুষার বিবিএতে স্নাতক। গত তিন বছর ধরে তিনি নয়ডার একটি বেসরকারি কোম্পানিতে টেকনিক্যাল রিক্রুইটার হিসেবে নিযুক্ত ছিলেন। তার বাবা একজন চালক হিসাবে কাজ করেন, তার মা একজন গৃহবধূ এবং বোন গুরুগ্রামে চাকরি করেন। জানা যায়,
একটি অ্যাপের মাধ্যমে তথ্য সংগ্রহ করে একটি ভার্চুয়াল আন্তর্জাতিক মোবাইল নম্বর ব্যবহার করে তুষার জনপ্রিয় ডেটিং এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন বাম্বল এবং স্ন্যাপচ্যাটে জাল প্রোফাইল তৈরি করে। সেখানে নিজেকে একজন মার্কিন ভিত্তিক মডেল হিসেবে দাবি করে। এরপর ১৮ থেকে ২৫ বছর বয়সি মেয়েদের টার্গেট করত সে।তাদের সঙ্গে বন্ধুত্ব করতে। আর একবার সে তাদের বিশ্বাস অর্জন করলে ফোন নম্বর এবং অন্তরঙ্গ মুহূর্তের ছবি বা ভিডিয়ো চাইতো। বিশ্বাস করে অনেকেই ছবি ও ভিডিয়ো পাঠাতো তুষারকে। আরও তারপরেই সেগুলি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকি দিত। আর সেই সঙ্গে টাকা দাবি করত।
পুলিশের তদন্ত অনুযায়ী, তুষার বাম্বলে অ্যাপে ৫০০টিরও বেশি মহিলার সঙ্গে এবং স্ন্যাপচ্যাট ও হোয়াটসঅ্যাপে ২০০ টিরও বেশি মহিলার সঙ্গে প্রতারণা করেছিল। বিষয়টি প্রকাশ্যে আসে দিল্লি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রীর অভিযোগের ভিত্তিতে। গত ১৩ ডিসেম্বর ওই ছাত্রী সাইবার থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তাতে তিনি অভিযোগ করেছিলেন যে তুষার নিজেকে একজন মার্কিন মডেল পরিচয় দিয়ে তার সঙ্গে ভাব জমায়। আর তারপরেই তিনি একইভাবে তুষারের প্রতারণার ফাঁদে পা দেন। ঘটনায় অভিযোগ পেয়ে পশ্চিম দিল্লির সাইবার পুলিশ এসিপি অরবিন্দ যাদবের তত্ত্বাবধানে একটি দল গঠন করে। অবশেষে তুষারকে উদ্ধার করে। অভিযানের সময় পুলিশ তুষারের একটি মোবাইল ফোন, অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত একটি ভার্চুয়াল আন্তর্জাতিক মোবাইল নম্বর এবং বিভিন্ন ব্যাঙ্ক থেকে ১৩টি ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়েছে ।