নয়ডা পুলিশ সোমবার ২৫ বছর বয়সি এক তরুণীকে গ্রেফতার করেছে। দিন দুয়েক আগেই তার কলেজের এক সহপাঠি আবাসনের সাত তলা থেকে ঝাঁপ দিয়ে নিজেকে শেষ করে দিয়েছেন। তারপরই আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগের গ্রেফতার করা হল ওই তরুণীকে। খবর হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে।
নয়ডার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারের বিএ এলএলবির ছাত্রী তিনি। ২৩ বছর বয়সি ওই তরুণের সঙ্গে তার সম্পর্ক ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। কিন্তু মাস দুয়েক আগে সেই সম্পর্ক ভেঙে যায়। এমনটাই জানিয়েছে পুলিশ।
ওই তরুণী দিল্লির বাসিন্দা। মৃতের পরিজনদের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে কোর্টে তোলা হয়। নয়ডার ডেপুটি কমিশনার অফ পুলিশ রাম বদন সিং বিষয়টি জানিয়েছেন।
ওই ব্যক্তির বাবার অভিযোগের ভিত্তিতে রবিবার থানায় এফআইআর করা হয়। সেকশন ১০৮ ভারতীয় ন্যায় সংহিতা অনুসারে এই অভিযোগ আনা হয়। তার বাবার দাবি, ওই তরুণী সম্পর্কে থাকার সময় কিছু টাকা তাদের ছেলের কাছ থেকে নিয়েছিল। কিন্তু এখনও পুরো টাকা ফেরত দেয়নি।
সেক্টর ৩৯ পুলিশ স্টেশনের স্টেশন হাউস অফিসার জিতেন্দ্র কুমার জানিয়েছেন, টাকা নেওয়ার বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। মহিলা টাকা নিয়েছিলেন কিনা সেটার স্টেটমেন্ট দেখা হবে।
পুলিশ জানিয়েছে, শনিবার বিকালে ওই তরুণী ও তার চার বন্ধু নয়ডা সেক্টর ৯৯ হাই রাইজের সাততলায় এক কমন ফ্রেন্ডের ফ্ল্যাটে গিয়েছিলেন। এরপর সেখানে তারা মদ খান। তারপর ওই তরুণ বার বার তরুণীকে অনুরোধ করছিলেন যাতে আবার সম্পর্ক ঠিকঠাক করা যায়। কিন্তু তিনি প্রত্য়াখান করেন। এরপরই ওই তরুণ লাফ দেন।
এদিকে স্থানীয়রাই পুলিশকে খবর দেন। পরে দেহ উদ্ধার করা হয়। এদিকে পুলিশ জানিয়েছে ওই তরুণ বার বার তরুণীকে বলতেন আমার গার্লফ্রেন্ড হও। কিন্তু কিন্ত বার বার প্রত্যাখান করতেন।