প্রায় চার মাস আগে এক মহিলার গলার হার-সহ মূল্যবান সোনার গয়না চুরি হয়ে গিয়েছিল বাড়ি থেকে। সেই ঘটনার তদন্ত করেও কোনও কিনারা করতে পারেনি পুলিশ। শেষপর্যন্ত হোয়াটসঅ্যাপের মাধ্যমে ধরা পরল চোর। হোয়াটসঅ্যাপে ডিপিতে চুরি যাওয়া গলার হার পরা ছবি দিয়েছিলেন এক মহিলা। তা দেখেই শেষপর্যন্ত ওই পরিচারিকাকে চুরির অভিযোগে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড ডিভিশনে।
আরও পড়ুন: সিবিআই হেফাজত থেকে উধাও ১০০ কেজির বেশি সোনা, সংস্থার বিরুদ্ধে তদন্তের নির্দেশ
জানা গিয়েছে, ওই পরিচারিকার নাম রেণুকা। তিনি হোয়াইটফিল্ড ডিভিশনের পূর্ব ফাউন্টেন স্কোয়ার অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের ওই ওই ফ্ল্যাটে আগে পরিচারিকা কাজ করেছিলেন। গত ৩০ মার্চ চুরির অভিযোগ জানিয়েছিলেন কমপ্লেক্সের বাসিন্দা ব্রিজেশ ধামি। তাঁর অভিযোগ ছিল, বাড়ির আলমারির মধ্যে একটি ব্যাগে দুটি আংটি, এক জোড়া চুড়ি, এক জোড়া কানের দুল, একটি নেকলেস ও একটি সোনার চেইন চুরি হয়ে গিয়েছিল।
তিনি জানিয়েছিলেন, এই গয়নাগুলি স্ত্রী শেষবার ২০২৩ সালের দীপাবলিতে পরেছিলেন। পরে সেগুলি আলমারিতে রেখে দিয়েছিলেন। এরপর ২৯ মার্চ দেখেন যে সেগুলি নেই। তারপরেই তিনি স্থানীয় থানায় অভিযোগ জানান।
অভিযোগপত্রে বাড়িতে কাজ করা ৪ পরিচারিকার নাম দেওয়া হয়েছিল সন্দেহভাজন হিসেবে। তার মধ্যে রেণুকার নামও ছিল। জানা যায়, আগে ওই বাড়িতে কাজ করতেন রেণুকা। প্রাথমিক তদন্ত এবং সন্দেহভাজন চারজনকে জিজ্ঞাসাবাদ করা সত্ত্বেও পুলিশ কোনও যোগসূত্র খুঁজে পায়নি। ফলে কে আসল অপরাধী তা ধরতে পারেনি।পুলিশ।
হোয়াইটফিল্ডের ডিসিপি শিবকুমার গুনারে জানান, প্রায় ৪ মাস পরে ওই পরিচারিকা চুরি যাওয়া গলার হার পরা নিজের একটি ছবি তোলেন এবং ছবিটি তাঁর হোয়াটসঅ্যাপ ডিসপ্লেতে ব্যবহার করেন। তা দেখতে পেয়েই সঙ্গেসঙ্গে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন ব্রিজেশের স্ত্রী।
এরপরেই পুলিশ গত ৩০ জুলাই রেণুকাকে মারাঠাহল্লির মুন্নেকোলালুতে তার বাড়ি থেকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। অবশেষে পুলিশি জিজ্ঞাসাবাদে ভেঙে পড়েন ওই পরিচারিকা। তিনি অ্যাপার্টমেন্টে চুরির কথা স্বীকার করেন। এরপরেই তাঁকে গ্রেফতার করে পুলিশ।