বাংলা নিউজ > ঘরে বাইরে > Odisha child murder case: ৪ বছরের শিশুর সঙ্গে অশ্লীল আচরণ করে খুন, গ্রেফতার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র

Odisha child murder case: ৪ বছরের শিশুর সঙ্গে অশ্লীল আচরণ করে খুন, গ্রেফতার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র

 গ্রেফতার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। প্রতীকী ছবি (প্রতীকী ছবি)

ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রটি ওই শিশুর সঙ্গে অশ্লীল আচরণ করেছিল। সেই কারণে গ্রেফতারের ভয়ে ওই শিশুকে এক প্রতিবেশীর একটি নির্মীয়মাণ বাড়ির ছাদে লোহার দরজা দিয়ে তার মাথায় আঘাত করে। এর ফলে ঘটনাস্থলেই শিশুর মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত ছাত্র এলাকা ছেড়ে পালিয়ে যায়। 

ওড়িশায় ৪ বছরের এক শিশুকে খুনের অভিযোগ উঠল। এই অভিযোগে পুলিশ ইঞ্জিনিয়ারিংয়ের এক ছাত্রকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে ওডিশার গঞ্জাম জেলায়। গত মঙ্গলবার এক প্রতিবেশীর বাড়ির ছাদে রক্তাক্ত অবস্থায় ওই শিশুর দেহ উদ্ধার হয়। সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই ছাত্রকে গ্রেফতার করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এখনও ময়নাতদন্তের রিপোর্ট পুলিশের হাতে এসে পৌঁছয়নি।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রটি ওই শিশুর সঙ্গে অশ্লীল আচরণ করেছিল। সেই কারণে গ্রেফতারের ভয়ে ওই শিশুকে এক প্রতিবেশীর একটি নির্মীয়মাণ বাড়ির ছাদে লোহার দরজা দিয়ে তার মাথায় আঘাত করে। এর ফলে ঘটনাস্থলেই শিশুর মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত ছাত্র এলাকা ছেড়ে পালিয়ে যায়। পরে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে অবশেষে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন এসডিপিও উমা শঙ্কর সিং।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতের বাবা-মা দীর্ঘক্ষণ শিশুকে বাড়িতে না পেয়ে চিন্তিত হয়ে পড়েন। পরে প্রতিবেশীর বাড়ির ছাদে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এরপরেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরিবারের সদস্যরা শিশুটিকে তাকে ধারাকোটের একটি কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিকে, মানবাধিকার কর্মী রবীন্দ্র মিশ্র জাতীয় মানবাধিকার কমিশনের কাছে আবেদন করেছেন যে রাজ্য সরকার যাতে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়। পাশাপাশি, মৃতের বাবা-মাকে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ যেন দেওয়া হয় সে বিষয়েও আবেদন জানিয়েছেন তিনি।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন