পাকিস্তানের আইএসআই গুপ্তচর সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ বৃহস্পতিবার চণ্ডীগড় থেকে তাকে গ্রেফতার করেছে পাঞ্জাব পুলিশের স্টেট স্পেশাল অপারেশন সেল। ধৃতের নাম তপিন্দর সিং। গত চার বছর ধরে আইএসআইয়ের সঙ্গে তপিন্দর যুক্ত ছিল বলে জানিয়েছে পুলিশ।
জানা গিয়েছে, চার বছর ধরে ভারতের বিভিন্ন থানা সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি, অবস্থান, সেনা ঘাঁটি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আইএসআইকে ওই ব্যক্তি সরবরাহ করেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ। তদন্তকারীদের মতে, এই ধরনের তথ্য দেশের জাতীয় নিরাপত্তার জন্য খুবই বিপজ্জনক। স্টেট স্পেশাল অপারেশন সেলের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল অশ্বনি কাপুর বলেন, গোপন সূত্রে গুপ্তচর বৃত্তির খবর পেয়ে তপিন্দরকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে দুটি মোবাইল ফোনও উদ্ধার করেছে।
তিনি জানান, উদ্ধার হওয়া ফোনগুলি থেকে আইএসআই এজেন্টদের সঙ্গে তার হোয়াটসঅ্যাপ চ্যাট, বিভিন্ন থানার ফটোগ্রাফ, অবস্থান এবং স্টেট স্পেশাল অপারেশন সেল বিল্ডিংয়ের ভিডিয়ো পাওয়া গিয়েছে। এছাড়াও তার মোবাইল থেকে পাঠানো অনেক তথ্য মুছে ফেলা হয়েছে।
ধৃতের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তাকে আদালতে তোলা পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ জানিয়েছে, তপিন্দরের জন্ম এবং বেড়ে ওঠা চণ্ডীগড়ে। পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান এবং পঞ্জাবিতে স্নাতকোত্তর তিনি। ফেসবুকের মাধ্যমে আইএসআই এজেন্টের সঙ্গে তার পরিচয় হয়েছিল। পরে তারা তাকে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে।