বাংলা নিউজ > ঘরে বাইরে > Punjab: পথ কুকুরকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি, গাড়ি চাপা দেওয়ার অভিযোগ! ধৃত ১

Punjab: পথ কুকুরকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি, গাড়ি চাপা দেওয়ার অভিযোগ! ধৃত ১

গ্রেফতার যুবক। প্রতীকী ছবি

অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। স্থানীয় থানার এক আধিকারিক জানিয়েছেন, ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৩৬ ধারা এবং অস্ত্র আইনের ২৫, ২৭, ৫৪ এবং ৫৯ নম্বর ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলার রুজু করা হয়েছে। পাশাপাশি পশুদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইনের ১১ ধারায়ও তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

পঞ্জাবে পথ কুকুরকে লক্ষ্য করে প্রকাশ্যে গুলি চালানো এবং গাড়ি চাপা দেওয়ার ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম পারমিন্দর সিং। পশুদের উপর নিষ্ঠুরতা প্রতিরোধ আইনে মামলা রুজু করা হয়েছে ধৃতের বিরুদ্ধে। তাকে আদালতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত গত ১৭ এবং ১৮ ডিসেম্বর ঘটনাটি ঘটেছিল লুধিয়ানার গ্লাডা কলোনীতে। ওই দিন রাত পৌনে ১০টা নাগাদ অভিযুক্ত পারমিন্দর গ্লাডা কলোনিতে কয়েকটি কুকুরকে লক্ষ্য করে পরপর দুদিন গুলি চালায়। অবশ্য গুলি লাগেনি কুকুরের। পরে গত ২০ ডিসেম্বর অভিযুক্ত যুবক কুকুরগুলির উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয়। ঘটনায় কয়েকটি কুকুর জখম হয়। পরে নীরজ চন্দেল নামে স্থানীয় এক বাসিন্দা গুলি চালানো এবং কুকুরের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার দৃশ্য নিজের বাড়িতে থাকা সিসিটিভিতে দেখতে পান। এমন দৃশ্য দেখে আঁতকে ওঠেন তিনি। এরপরে তিনি স্থানীয় থানায় গিয়ে অভিযোগ জানানোর পাশাপাশি সিসিটিভি ফুটেজ জমা দেন। এদিকে, বিষয়টি প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় উঠে। অভিযুক্তের গ্রেফতারির দাবিতে সরব হন পশুপ্রেমীরা।

সেই ঘটনার তদন্তে নেমে অবশেষে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে। স্থানীয় থানার এক আধিকারিক জানিয়েছেন, ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৩৬ ধারা এবং অস্ত্র আইনের ২৫, ২৭, ৫৪ এবং ৫৯ নম্বর ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলার রুজু করা হয়েছে। পাশাপাশি পশুদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইনের ১১ ধারায়ও তার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।

ঘরে বাইরে খবর

Latest News

কোথায় দ্বন্দ্ব? গম্ভীর-কোহলি ভাই-ভাই! চিন্নাস্বামী অবাক উলটপুরাণ দেখে- ভিডিয়ো 'পরীক্ষা'-র মুখে বসল রুবি-বেলেঘাটা মেট্রো! ট্রায়াল রানের কেবিন থেকে ভিডিয়ো দেখুন ৩১ মার্চ রাহু ও শুক্রের মিলন, ৩ রাশির বাড়বে আয়, দাম্পত্য জীবনে আসবে সুখ দেব-প্রসেনজিতের সংলাপ বলে দাদাগিরি খুদের, মুগ্ধ সৌরভ বললেন, 'ওহ লাভলি!' স্বামী গৌতমানন্দজি অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট, রামকৃষ্ণ মঠ ও মিশন ঘোষণা করল FOMO, SLAY-এর অর্থ বলতে ঘেমেনেয়ে একশা ঋদ্ধিমান-কেন উইলিয়ামসন! স্বামীরা ছিলেন সব ডন! সেই বাহুবলীদের স্ত্রীরাই এবার টিকিট পেলেন বিহারে মমতার স্লোগানেই জোটের আশায় বুক বাঁধছে বাম, ২ আসনে প্রার্থী দিয়ে বাঁধল ডেডলাইন শোকজের জবাব দিলেন দিলীপ–হিরণ, উত্তর দেখে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আগামিকাল শনিবার কেমন কাটবে আপনার? ৩০ মার্চের রাশিফল জেনে নিন আজ রাতেই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.