বাংলা নিউজ > ঘরে বাইরে > Ludhiana Petrol Bomb Attack: দুই হিন্দু নেতার বাড়িতে বোমাবাজির ঘটনায় খলিস্তান যোগ! ৬৫,০০০ টাকায় হামলার বরাত?

Ludhiana Petrol Bomb Attack: দুই হিন্দু নেতার বাড়িতে বোমাবাজির ঘটনায় খলিস্তান যোগ! ৬৫,০০০ টাকায় হামলার বরাত?

দুই হিন্দু নেতার বাড়িতে পেট্রল বোমা ছোড়ার ঘটনায় গ্রেফতার চার। গত মঙ্গলবার (৫ নভেম্বর, ২০২৪) লুধিয়ানার পুলিশ কমিশনার কুলদীপ সিং চাহাল এই গ্রেফতারির পর একটি সাংবাদিক সম্মেলন করেন। (HT_PRINT)

police claim Khalistan Group paid only 65000 to arrange Petrol Bomb Attack on two Hindu Leaders House

মাত্র ৬৫,০০০ টাকা! কট্টর দক্ষিণপন্থী দুই হিন্দু নেতার বাড়িতে পেট্রল বোমা ছোড়ার জন্য দুষ্কৃতীদের ভাড়া করতে এটুকুই খরচ করতে হয়েছিল মূলচক্রীদের!

কোথায় কী ঘটেছিল?

প্রথমে গত ১৬ অক্টোবর এবং পরে ২ গত নভেম্বর - পঞ্জাবে দুই হিন্দু নেতার বাড়ির সামনে বোমাবাজির ঘটনা ঘটে। পরে জানা যায়, দুষ্কৃতীরা ওই দুই নেতার বাড়ি লক্ষ্য করে পেট্রল বোমা ছুড়েছে। ঘটনার তদন্তে নামে পঞ্জাবের লুধিয়ানা পুলিশ। জানা যায়, ৬৫,০০০ হাজার টাকার বিনিময়ে এই হামলা চালিয়েছে দুষ্কৃতীরা!

কীভাবে হয়েছিল টাকার লেনদেন?

পুলিশের তদন্ত আরও জানা গিয়েছে, মোট চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে এই আর্থিক লেনদেন হয়েছিল। ঘটনায় অন্যতম অভিযুক্ত, নবনশহরের রোহন এলাকার বাসিন্দা রবীন্দরপাল সিং ওরফে রবির পরিচিতরা ওই চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করেন।

কে বা কারা ওই চারটি অ্যাকাউন্ট ব্যবহার করে সংশ্লিষ্ট ৬৫,০০০ টাকার লেনদেন করেছেন, তাঁদের খোঁজ পেতে ইতিমধ্যেই ব্যাঙ্ক কর্তৃপক্ষের সাহায্য নিচ্ছে লুধিয়ানা পুলিশ।

আরও কোনও হিন্দু নেতা কি হামলাকারীদের নিশানায় রয়েছেন?

আগামী দিনে অথবা ভবিষ্যতে আর কোনও নেতার উপর হামলা চালানোর পরিকল্পনা রয়েছে কিনা, লুধিয়ানা পুলিশের তরফে তারও তদন্ত করা হচ্ছে।

উল্লেখ্য, পঞ্জাব পুলিশের লুধিয়ানা কাউন্টার-ইন্টেলিজেন্স উইং এবং লুধিয়ানা পুলিশ কমিশনারেট গত মঙ্গলবার যৌথ অভিযান চালিয়ে চার ব্যক্তিকে গ্রেফতার করে।পুলিশের দাবি, দুই হিন্দু নেতার বাড়িতে পেট্রল বোমা ছোড়ার ঘটনায় এই চারজন জড়িত রয়েছেন।

কাদের বাড়িতে হামলা চালানো হয়েছিল?

গত ১৬ অক্টোবর প্রথম হামলাটি চালানো হয়েছিল শিব সেনা (ভারত বংশী) নেতা যোগেশ বক্সীর বাড়িতে। তারপর গত ২ নভেম্বর দ্বিতীয় হামলাটি চালানো হয়েছিল শিব সেনা (হিন্দ) নেতা হরকিরন্ত সিং খুরানার বাড়ি লক্ষ্য করে।

কারা এই হামলা চালিয়েছিল?

এই ঘটনায় ইতিমধ্যেই অন্যতম প্রধান অভিযুক্ত রবিকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় ধৃত অন্য তিন অভিযুক্ত হলেন - লুধিয়ানার বুথগড় গ্রামের বাসিন্দা জসবিন্দর সিং ওরফে বিন্দর, এবং রোহনের দুই বাসিন্দা, যথাক্রমে - মণীশ শহিদ ওরফে সঞ্জু (৩০) ও অনিল কুমার ওরফে হানি।

পুলিশের দাবি, এই জোড়া হামলায় জড়িয়ে রয়েছেন আরও এক ব্যক্তি। তাঁর নাম - লভপ্রীত সিং ওরফে মনু বাবা। যদিও, নবনশহরের বাসিন্দা মনু বাবার সন্ধান এখনও পায়নি পুলিশ। তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।

এই ঘটনায় দু'টি মোবাইল ফোন এবং একটি লাল রঙের মোটরবাইক বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশের দাবি, হামলার ঘটনায় এই মোটরবাইক ও মোবাইল ফোন দু'টি ব্যবহার করা হয়েছিল।

পুলিশের দাবি, এই জোড়া হামলার নেপথ্য়ে খলিস্তানি জঙ্গি গোষ্ঠীর চক্রান্ত রয়েছে। হামলার মূলচক্রী হরজিৎ সিং লড্ডি এবং সাবি - দু'জনই 'বব্বর খালসা ইন্টারন্যাশনাল' বা বিকেআই - গোষ্ঠীর সঙ্গে যুক্ত।

পাশাপাশি, পুলিশ আরও জানিয়েছে, এই জোড়া হামলায় ধৃতদের মধ্যে অন্যতম মণীশের বিরুদ্ধে আরও একটি খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

আততায়ীর হাতে প্রাণ হারিয়েছিলেন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর নেতা, নঙ্গলের বাসিন্দা বিকাশ প্রভাকর। অভিযোগ, সেই ঘটনায় বিকাশকে খুন করার জন্য দুষ্কৃতীদের ব্যবস্থা করেছিলেন এই মণীশই।

লুধিয়ানা পুলিশের এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই ঘটনার যাঁরা মূলচক্রী, তাঁদের কাছ থেকে চারটি ব্যাঙ্ক অ্য়াকাউন্টের মাধ্যমে ৬৫,০০০ টাকা পেয়েছিলেন রবি।

পুলিশের ওই আধিকারিক বলেন, 'এই চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্টই রবির পরিচিতদের। পুলিশ ইতিমধ্যেই এই সংক্রান্ত তথ্যাবলী হাতে পেয়েছে। সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলির কর্তৃপক্ষকে ওই চারটি লেনদেন সম্পর্কে সমস্ত তথ্য পুলিশের হাতে তুলে দিতে বলা হয়েছে।'

এই 'অপারেশন' চালানোর বিনিয়ে সংশ্লিষ্ট প্রত্যেক দুষ্কৃতীকে ওই ৬৫,০০০ টাকা ভাগ করে দিতে বলা হয়েছিল বলেও জানতে পেরেছে পুলিশ।

পুলিশের তদন্তে আরও উঠে এসেছে, ধৃত মণীশের সঙ্গে অন্যতম মূল চক্রী সাবির সঙ্গে দীর্ঘদিন ধরে যোগাযোগ ছিল। তবে, প্রথম হামলার আগেই অপর চক্রী লড্ডির সঙ্গে সরাসরি কথা বলেছিলেন রবি।

তারপর থেকে রবি এবং লড্ডির মধ্যে নিয়মিত যোগাযোগ হত। এই কারণেই রবির পরিচিতদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ওই ৬৫,০০০ টাকা পাঠানো হয়েছিল এবং তাঁকেই ওই টাকা দুষ্কৃতীদের মধ্যে ভাগ করে দিতে বলা হয়েছিল।

 

 

 

পরবর্তী খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল আগামিকাল রাজকুমারের উদয়, তিন রাশির ভাগ্য হবে উজ্জ্বল, কর্মজীবনে আসবে পরিবর্তন টানটান থ্রিলারে শেষ ওভারে জিম্বাবোয়েকে হারাল আফগানরা! নবির ব্যাটিংয়ে সিরিজ জয়… আগামিকাল শুভ যোগে মোক্ষদা একাদশী, করুন এই কাজ, জীবনে খুলবে উন্নতির রাস্তা এবার শুক্র প্রদোষে ৩ বিশেষ শুভ সংযোগ, এইভাবে শিবের উপাসনায় কাটবে সমস্ত দুর্ভোগ রেফারির ভুলে বাঁচল মোহনবাগান? পেনাল্টি দেওয়া হল না? নেটপাড়া বলল ‘সার্কাস লিগ’ ৯০ বছরে পা শ্যাম বেনেগালের, এই বয়সেও একসঙ্গে ২-৩ টি প্রজেক্টে কাজ করছেন! স্বামী বিবেকানন্দ-মাদার টেরেজার টিফো যুবভারতীতে! বাংলাদেশকে ভদ্রতা শেখাল বাগান হাসিনা ‘মা’ হলে ইউনুস ‘বাবা’! পাল্টি খেতে চাপ নেই জয়ের সাহায্য করতে গিয়ে বিপত্তি!অ্যাডিলেডে লোডশেডিংকাণ্ডে গার্ডের ভুলের দায় নিলেন লিয়ন

IPL 2025 News in Bangla

তাঁর নেতৃত্বে SMAT 2024-র ফাইনালে MP, এবার কি RCB-র দায়িত্ব নেবেন রজত পতিদার? IPL-এ দল না পাওয়া তারকা ক্রিকেটাররা PSL-এ খেলতে চাইছেন না! কারণ জানলে অবাক হবেন রাজস্থানে যোগ দিয়েই গুরু দ্রাবিড়ের কাছে আর্জি নীতীশের! ‘জাতীয় দলে ফিরতে চাই…’ অধিনায়কত্ব থেকে ছাঁটাই করেছিলেন ধোনিকে! এখন গোয়েঙ্কার মুখেই মাহি স্তুতি! বিতর্ক ও বড্ড ভদ্র...রাহুলের সঙ্গে মন কষাকষির দিন শেষ, ভালো কথাই বললেন সঞ্জীব গোয়েঙ্কা KKR অধিনায়কের দৌড়ে রাহানে,বেঙ্কি,রিঙ্কুরা! SMATতে কেমন পারফরমেন্স? নজর রাখা যাক ২৭ কোটিতে LSGতে পন্ত…তবু কিসের আক্ষেপ গোয়েঙ্কার? কেন টানলেন মোহনবাগানের উদাহরণ? ১৭ বছরেও জেতা হয়নি IPL… খরা কাটাতে সবার আগে মাঠে নামল RCB! মাঠে ক্রুণাল,জিতেশরা… ধোনির সঙ্গে খেলতে চাই: CSK-কে ষষ্ঠবার চ্যাম্পিয়ন করতে চান KKR এর প্রাক্তনী আমায় KKR-এ ফেরাতে যা দরকার করবেন…CEO বেঙ্কিকে ফোনে বলেছিলেন বেঙ্কি!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.