জাতপাত তুলে ঠিকাদারকে হুমকির মামলায় ইতিমধ্যেই জেলে রয়েছেন কর্ণাটকের বিজেপি বিধায়ক মুনিরত্ন নাইডু। এবার আরও বেকায়দায় পড়লেন বিজেপি বিধায়ক। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনলেন এক মহিলা। অভিযোগ, ২ বছর ধরে মুনিরত্ন তাকে ধর্ষণ করে গিয়েছেন। এই ঘটনায় বিজেপি বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ। এনিয়ে তীব্র বিতর্কে জড়িয়েছেন বিজেপি বিধায়ক। নাইডুর পাশাপাশি তাঁর ৬ সহযোগীর বিরুদ্ধেও অভিযোগ জানিয়েছেন বেঙ্গালুরুর ওই মহিলা।
আরও পড়ুন: গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে, জলপাইগুড়িতে আলোড়ন
জানা গিয়েছে , নির্যাতিতা মহিলা মুনিরত্নের বিরুদ্ধে রামনগর জেলার অন্তর্গত কাগগলিপুর থানায় যৌন হেনস্থার অভিযোগ জানিয়েছেন। তার ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ। মহিলারা অভিযোগ, ২০২০ সালে তাঁকে প্রথম ধর্ষণ করা হয়। এরপর টানা ২ বছর ধরে তাকে ধর্ষণ করে গিয়েছেন বিজেপি বিধায়ক। মুনিরত্নের বন্দুকধারী সহযোগী সহ বাকিরা বিজেপি বিধায়ককে সেই কাজে সহযোগিতা করতেন বলে অভিযোগ। শুধু তাই নয়, ধর্ষণের ভিডিয়ো রেকর্ডিং করার পর তা দেখিয়ে ব্ল্যাকমেইল করে বারবার বিধায়ক তাঁকে ধর্ষণ করতেন।বলে অভিযোগ। মহিলা দাবি করেছেন, ওই এলাকার একটি রিসর্টে এই ঘটনা ঘটেছে। মুনিরত্ন মোট ৭ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ধর্ষণ সহ বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে।
উল্লেখ্য, মুনিরত্ন হলেন আর আর নগরের বিজেপি বিধায়ক। এই ঘটনায় মুনিরত্ন ছাড়াও বাকি অভিযুক্তদের নাম হল বিজয় কুমার, কিরণ, লোহিত, মঞ্জুনাথ এবং লোকি। এছাড়াও মহিলা দিনকর শেঠি নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। অভিযোগ পাওয়ার পরেই পুলিশ নির্যাতিতাকে নিয়ে তল্লাশি চালায়। এদিকে, জাতপাত তুলে হুমকির ঘটনার পরেই দলিত সংগঠনগুলি মুনিরত্নের বিরুদ্ধে ধারাবাহিক বিক্ষোভ করছে। সেই আবহে মুনিরত্নের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠায় কংগ্রেসের কাছে তা এই মুহূর্তে বড় হাতিয়ার হয়ে উঠেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। যদি এ বিষয়ে এখনও পর্যন্ত বিজেপির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।