করোনাভাইরাস বিধি তোয়াক্কা করে মৌলবীর শেষকৃত্যে জমায়েত হয়েছিলেন কয়েক হাজার মানুষ। উত্তরপ্রদেশের বদায়ুঁর পুরনো শহরের সেই ঘটনায় এফআইআর দায়ের করল পুলিশ।
দীর্ঘদিন ধরে রোগে ভোগার পর রবিবার সকালে মৃত্যু হয় বদায়ুঁর মৌলবী আবদুল হামিদ মহম্মদ সালিমুল কাদরির। শেষকৃত্যের আগে তাঁরদেহ মসজিদে রাখা হয়েছিল। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, শেষ শ্রদ্ধা জানানোর জন্য বদায়ুঁর বিভিন্ন প্রান্ত এবং পার্শ্ববর্তী জেলা থেকে মসজিদে আসেন কাদরির অসংখ্য অনুরাগী। পরে শেষযাত্রার পরিকল্পনা করা হয়। তাতে যোগ দেন কাদরির হাজার-হাজার অনুরাগী। ভিডিয়োয় দেখা গিয়েছে, অনেকেই মাস্ক পরেননি। মানা হয়নি ন্যূনতম দূরত্ববিধিও।
বদায়ুঁর পুলিশ সুপার সংকল্প শর্মা বলেন, ‘মহামারী আইনের একাধিক ধারায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছি আমরা। তদন্ত শুরু করেছি। শেষকৃত্যে কারা যোগ দিয়েছিলেন, তা ভিডিয়ো দেখে চিহ্নিত করার চেষ্টা করছে একটি দল। চিহ্নিত করার পর পরবর্তী পদক্ষেপ করা হবে।’
উল্লেখ্য, ইতিমধ্যে উত্তরপ্রদেশে আংশিক লকডাউন চলছে। শেষকৃত্যে সর্বোচ্চ ২০ জন যোগ দিতে পারবেন বলে জানিয়েছে সরকার। মাস্ক না পরার জন্য ১,০০০ টাকা জরিমানা গুনতে হবে বলে জানানো হয়েছে। তারইমধ্যে সোমবার উত্তরপ্রদেশে ২১,৩৩১ জন নয়া আক্রান্তের হদিশ মিলেছে। তার ফলে উত্তরপ্রদেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,৫২৪,৭৬৭। গত ২৪ ঘণ্টায় ২৭৮ জনের মৃত্যু হয়েছে। তার ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫,৭৪২। আর সক্রিয় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২৫,২৭১।