দিল্লিতে বিধানসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে এক মহিলাকে উড়ন্ত চুম্বন বা ফ্লাইং কিস দেওয়ার অভিযোগ উঠেছে আপ বিধায়কের বিরুদ্ধে। সেই ঘটনায় এবার আপ বিধায়ক দীনেশ মোহানিয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন মহিলা। অভিযোগ, বিধায়ক উড়ন্ত চুম্বন ছাড়াও তাঁর সঙ্গে দুর্ব্যবহার এবং অনুপযুক্ত অঙ্গভঙ্গি করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে সঙ্গম বিহার থানায় ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানি এবং যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে।
আরও পড়ুন: আমাদের ক্ষমতা থাকলে আপকে ইন্ডিয়া জোট থেকে বের করে দিতাম, দাবি কংগ্রেস নেতার
জানা গিয়েছে, মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ দীনেশ মোহনিয়ার বিরুদ্ধে ৩২৩, ৩৪১ এবং ৫০৯ ধারায় মামলা রুজু করেছে।উল্লেখ্য, সঙ্গম বিহারের বর্তমান বিধায়ক দীনেশ মোহানিয়া আবারও আপ প্রার্থী হয়েছেন। একই আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির চন্দন কুমার চৌধুরী। অন্যদিকে, এই আসন থেকে কংগ্রেসের প্রার্থী হয়েছেন হর্ষ চৌধুরী। অভিযোগ, নির্বাচনী প্রচারে বেরিয়ে সমর্থকদের উদ্দেশ্যে বিধায়ক উড়ন্ত চুম্বন ছুড়ে দেন। এরপরেই সোজা থানায় গিয়ে অভিযোগ জানান মহিলা। নিজের অভিযোগের প্রমাণ হিসেবে মহিলা থানায় একটি ভিডিয়ো জমা করেছেন অভিযোগকারিণী। তাতে সমর্থকদের উদ্দেশ্যে উড়ন্ত চুম্বন ছুড়তে দেখা যায় বিধায়ককে।
উল্লেখ্য, এর আগেও বিতর্কে জড়িয়েছেন বিধায়ক। রাস্তার ধারে ফল বিক্রেতার সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছিল বিধায়কের বিরুদ্ধে। সেই ঘটনায় বিধায়কের বিরুদ্ধে মামলা দায়ের হয়। যদিও নিজের পক্ষে বিধায়ক জানিয়েছিলেন, ফল বিক্রেতা একটি বন্ধ নর্দমার সামনে দোকান করেছিলেন। এরফলে নাগরিক, কর্মীদের কাজে বাধা সৃষ্টি করছিল। বিধায়ক দাবি করেছিলেন, তিনি শুধু ফল বিক্রেতাকে সরে যেতে বলেছিলেন। এদিকে, এদিনের ঘটনায় বিধায়ক দাবি করেছেন, দিল্লি বিধানসভা নির্বাচনের আগে আরও এই ধরনের অভিযোগ আসতে পারে ।
উল্লেখ্য, আজ বুধবার দিল্লিতে ৭০টি বিধানসভা আসনের ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল ৭ টা থেকে। সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলবে চলবে ভোটগ্রহণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ আসনগুলির মধ্যে রয়েছে নয়াদিল্লি, জঙ্গপুরা, কালকাজি, ওখলা, মুস্তাফাবাদ, বিজওয়াসন, কস্তুরবা নগর, গ্রেটার কৈলাশ এবং পাটপরগঞ্জ।