বাংলা নিউজ > ঘরে বাইরে > Police officer flashes private parts: মদ খেয়ে পুরো বেসামাল পুলিশকর্তা! প্যান্ট খুলে দেখালেন যৌনাঙ্গ - ভাইরাল ভিডিয়ো

Police officer flashes private parts: মদ খেয়ে পুরো বেসামাল পুলিশকর্তা! প্যান্ট খুলে দেখালেন যৌনাঙ্গ - ভাইরাল ভিডিয়ো

মদ খেয়ে পুরো বেসামাল পুলিশকর্তা! প্যান্ট খুলে দেখালেন যৌনাঙ্গ। (ছবি সৌজন্যে, টুইটার ভিডিয়ো @Gagan4344)

Police officer flashes private parts: ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই পুলিশ কর্তা নিজের প্যান্ট খুলছেন। জামা তুলে অন্তর্বাস খুলে দেন। তাঁকে রীতিমতো টলতে দেখা যাচ্ছিল। সেভাবেই কিছুক্ষণ প্যান্ট খুলে দাঁড়িয়েছিলেন ওই ব্যক্তি। সেই পরিস্থিতি দেখে ওই ব্যক্তিকে সরিয়ে নিয়ে যান অপর এক ব্যক্তি।

প্যান্ট খুলে নিজের যৌনাঙ্গ দেখাচ্ছেন এক ব্যক্তি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভাইরাল হয়ে গিয়েছে। ওই ব্যক্তি আদতে অমৃতসর পুলিশের অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেক্টর বলে দাবি করা হয়েছে। ওই ভিডিয়ো ভাইরাল হতেই নেটিজেনরা ওই ব্যক্তিকে পুলিশ থেকে সাসপেন্ড করার দাবি তুলেছেন। যিনি ঘটনার সময় মদ খেয়ে বেসামাল ছিলেন বলে দাবি করা হয়েছে।

শনিবার @Gagan4344 নামে এক টুইটার ব্যবহারকারী একটি ভিডিয়ো পোস্ট করেন। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যে ব্যক্তি ওই ভিডিয়ো পোস্ট করেছেন, তিনি পঞ্জাবের সাংবাদিক। ওই ভিডিয়োর পোস্ট করে গগনদীপ বলেন, 'অমৃতসর ডিসি কমপ্লেক্সের বাইরে ডিউটি করার সময় মদ খেয়ে অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেক্টর বেসামাল হয়ে গিয়েছিলেন এবং প্যান্ট খুলে নিজের যৌনাঙ্গ দেখাতে শুরু করেন।'

আরও পড়ুন: Chinese Spy Balloon shot down by US: ফাইটার জেট থেকে গুলি, চিনা 'স্পাই বেলুন'-কে নামাল আমেরিকা, রইল রুদ্ধশ্বাস ভিডিয়ো

ওই ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই ব্যক্তি নিজের প্যান্ট খুলছেন। জামা তুলে অন্তর্বাস খুলে দেন। তাঁকে রীতিমতো টলতে দেখা যাচ্ছিল। সেভাবেই কিছুক্ষণ প্যান্ট খুলে দাঁড়িয়েছিলেন ওই ব্যক্তি। সেই পরিস্থিতি দেখে ওই ব্যক্তিকে সরিয়ে নিয়ে যান অপর এক ব্যক্তি। তারপর বাকিরাও সেখানে চলে আসেন। সেইসঙ্গে ওই ভিডিয়োয় তুমুল গালিগালাজ শোনা গিয়েছে।

(বিশেষ দ্রষ্টব্য তথা সতর্কীকরণ: ভাইরাল ভিডিয়োয় গালিগালাজ আছে)

ফ্রি প্রেস জার্নালের প্রতিবেদন অনুযায়ী, সুরিন্দর সিং নামে অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেক্টর ইতিমধ্যে নিজের দোষ স্বীকার করেছেন। অমৃতসরে ডিসি অফিসের বাইরে সেই ঘটনায় যে তাঁর দোষ ছিল, তা মেনে নিয়েছেন। তাঁকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে নেশার ঘোরে কেটে যাওয়ার পর ওই অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেক্টর দাবি করেছেন, সেখানে যে আত্মীয়রা এসেছিলেন, তাঁরাই মদ দিয়ে গিয়েছিলেন। তারপর তাঁর মেডিক্যাল পরীক্ষা হয়। ওই রিপোর্টে দেখা যায়, মদ্যপান করেছিলেন ওই অ্যাসিসট্যান্ট সাব-ইনস্পেক্টর।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন