ঠিক আরও একটা খুন করার সময়ই তাকে ধরে ফেলে পুলিশ। রুদ্ধশ্বাস মুহূর্তে ধরা পড়ে অভিযুক্ত নবল সিং চাবড়া। ৪২ বছরের এই তান্ত্রিক রবিবার পুলিশ হেফজতেই মারা গিয়েছেন। ঘটনা গুজরাতের আমেদাবাদের। এখনও পর্যন্ত যা খবর, তাতে ঘটনায় ১২ জনকে খুন করার অভিযোগ রয়েছে ওই তান্ত্রিকের বিরুদ্ধে। আরও একটি খুন করার ঠিক আগের মুহূর্তেই তাকে পুলিশ গ্রেফতার করে। কিন্তু নবল সিং চাবড়ার এই খুনের ঘটনা ঘিরে বেশ কিছু রোমহর্ষক বিবরণ উঠে আসছে।
গুজরাটের সখরেজ পুলিশ, ৩ ডিসেম্বরের রাত ১ টা নাগাদ তান্ত্রিক নবল সিংকে গ্রেফতার করে। তখনই খুনের জন্য উদ্যত হয় নবল সিং। জানা যায়, নবল যে এই খুনটি করতে চলেছে, তা জানতে পেরেছিলেন নবলের ব্যবসার আরেক অংশীদার। তিনি সঙ্গে সঙ্গে জানিয়ে দেন পুলিশকে। জানা যায়, কালো জাদু, তান্ত্রিকবিদ্যার কাজ ছাড়াও নবলের একটি ট্যাক্সির ব্যবসা ছিল। সেই ব্যবসারই অংশীদার পুলিশকে একথা জানিয়ে দেন। এদিকে, পুলিশ গ্রেফতার করতেই নবল জেরার মুখে জানায় যে, সে ১২ জনকে খুন করেছে। আর এই খুন সোডিয়াম নাইট্রাইটের সেবন করিয়ে নবল ঘটিয়ে গিয়েছেন। তন্ত্রবিদ্যায় হাতছানি দিয়ে নবল এই হত্যাগুলি করে গিয়েছে, বলে পুলিশের তরফে জানানো হয়েছে। জানা গিয়েছে, নবল যাঁকে টার্গেট করতেন, তাঁকে 'গুপ্ত' অনুষ্ঠানগুলিতে ডেকে নিতেন। সেখানে জল খাওয়ানোর নাম করে, জলে সোডিয়াম নাইট্রাইট মিশিয়ে খাইয়ে দিত নবল। তা খেয়েই এই রাসায়নিক ২০ মিনিট ধরে মানবদেহে প্রভাব ফেলে। রিপোর্ট বলছে, এর জেরে আক্রান্তের হার্ট অ্যাটাক হত। আর এই সোডিয়াম নাইট্রাইট মেশানো দল খাইয়েই একের পর এক খুন করে গিয়েছে ওই তান্ত্রিক।
কোথা থেকে সে পেল এই সোডিয়াম নাইট্রাইট?
পুলিশের তদন্ত বলছে, গুজরাটের সুরেন্দ্রনগর থেকে এই সোডিয়াম নাইট্রাইট পেয়েছিল নবল। এই সুরেন্দ্রনগরেরই সে বাসিন্দা। সেখানের এক ল্যাবোরেটারি থেকে এই রাসায়নিক সে জোগাড় করে পর পর হত্যা করেছে। পুলিশি তদন্ত মনে করছে, বলি প্রথার উদ্দেশেই এই পর পর খুন। পুলিশ বলছে, ‘অভিযুক্ত জিজ্ঞাসাবাদের ১২টি খুনের কথা স্বীকার করেছে এবং সমস্ত মৃত্যু সোডিয়াম নাইট্রাইট সেবনের কারণে ঘটেছে।’ উল্লেখ্য, ড্রাই ক্লিনের জন্য এই সোডিয়াম নাইট্রাইট ব্যবহার করা হয়।
শেষে তাঁরও মৃত্যু:-
এই তান্ত্রিক নবল এর আগে, দাবি করেন তিনি বহু শক্তির আধার। এদিকে, রবিবার সকাল ১০ টা নাগাদ নবালের শারীরিক অবস্থার অবনতি হয়। তখনই তাঁকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। এই মৃত্যুর ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।