‘ ইউগভপোল’ নামের একটি সমীক্ষায় দেখা গিয়েছে এখন টোরি পার্টিতে ৫৫ শতাংশ সদস্য ব্রিটেনের প্রধানমন্ত্রীর কুর্সিতে ঋষি সুনাককে দেখতে চাইছেন। যদি তাঁরা ভোটের সুযোগ এখন পান তাহলে ফলাফলে এগিয়ে থাকবেন ঋষি। আর ২৫ শতাংশের সমর্থন পাবেন লিজ।
ব্রিটেনে মিনি বাজেট ঘিরে টোরি পার্টির সদস্যদের অনেকেই লিজ ট্রাসের ওপর বেজায় ক্ষুব্ধ। কার্যত তাঁর রাজনৈতিক কেরিয়ার অনেকাংশেই সুঁতোয় ঝুলছে বলে মনে করছেন অনেকে। ইতিমধ্যেই চ্যান্সেলার পদে বিপক্ষের জেরেমি হান্টকে নিয়োগ করে বাজিমাত করতে চেয়েছিলেন ট্রাস। তবে তাঁর কর নীতি যে হান্টেরও পছন্দ নয়, তা এক টিভি সাক্ষাৎকারে জানিয়েছেন হান্ট। এদিকে, যে সমীক্ষা ঘিরে ব্রিটেনের রাজনীতি তোলপাড় হয়েছে, সেখানে তাঁকে প্রধানমন্ত্রীর কুর্সিতে আর দেখতে চাইছেন না ৫৫ শতাংশ। ৬৩ শতাংশ টোরি পার্টির সদস্য মনে করছেন ফের বরিস জনসনকে ব্রিটেনের প্রধানমন্ত্রীর মসনদে বসালে তা ভালো হবে। ৩২ শতাংশ বরিসকেই এই পদের যোগ্য বলে মনে করছেন। তবে ঋষি সুনাককে ২৩ শতাংশ সমর্থন যোগাচ্ছেন এই পদের প্রথমসারির প্রার্থী হিসাবে। সমীক্ষা বলছে, পার্টির ৬০ শতাংশ সদস্য মনে করেন যে ঋষি সুনাককে ট্রাসের জায়গায় আনাটা হবে যুক্তিযুক্ত কাজ। এদিকে, ৪৭ শতাংশ মনে করেন যে জেরেমি হান্ট এক্ষেত্রে যোগ্য ব্যক্তি।
ভুয়ো বিচারপতি সেজে খোদ পুলিশ কর্তাকে ফোন করে নির্দেশ? হাতে হাতকড়া পড়ল ৪ জনের
এদিকে, ব্রিটেনের ৫৪ শতাংশ মানুষ মনে করেন যে, পেন্নি মরডান্ট একজন যোগ্য ব্যক্তিত্ব হতে পারেন লিজের জায়গায়। উল্লেখ্য, এই সমীক্ষায় ৩১ শতাংশ টোরি পার্টি সদস্য যাঁরা ইন্টারভিউ দিয়েছেন, তাঁরা মনে করেন যে তাঁদেরই ক্ষমতা দেওয়া হোক নির্বাচনের জন্য। ২৫ শতাংশ মনে করেন যে সাংসদরাই এই ভোটের ক্ষমতার অধিকারী। এদিকে, ২৫ শতাংশ পার্টি সদস্য মনে করেন যে শেষ ফিনালের ২ জনের মধ্যে একজনকে বেছে নেওয়ার ক্ষেত্রে মনোনিবেশ করুন সাংসদরা।