বাংলা নিউজ > ঘরে বাইরে > প্রমাদ গুনছে বাংলা, পরিযায়ীরা ঘরে ফিরতেই ৪ রাজ্যে লাফিয়ে বাড়ল সংক্রমণ

প্রমাদ গুনছে বাংলা, পরিযায়ীরা ঘরে ফিরতেই ৪ রাজ্যে লাফিয়ে বাড়ল সংক্রমণ

ট্রাকে সওয়ার হয়ে ঘরের উদ্দেশে যাত্রা পরিযায়ী শ্রমিকদের। রবিবারে লখনউয়ের রাস্তায়। ছবি: এএনআই।

পরিযায়ীদের হাত ধরেই গ্রামীণ ভারতে এখন লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন চিকিৎসকমহল।

ভিনরাজ্য থেকে পরিযায়ী শ্রমিকদের প্রত্যাবর্তনের জেরে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণের মাত্রা। সম্প্রতি এমনই হিসেব পাওয়া যাচ্ছে বিহার, জাড়খম্ড, ওডিশা ও রাজস্থান থেকে। 

গত ১ মে থেকে এই চার রাজ্যের সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তে ঘরে ফিরতে শুরু করেছেন দলে দলে পরিযায়ী শ্রমিক। আর তাঁদের হাত ধরেই গ্রামীণ ভারতেও এখন লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বিষয়টি নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন চিকিৎসকমহল।

এতদিন পর্যন্ত দেশের করোনা প্রকোপের ৮০% শিকার ছিলেন শহরবাসী ভারতীয়। গ্রামের তুলনায় চিকিৎসা পরিকাঠামো অনেক উন্নত থাকা সত্ত্বেও তার জেরেই দেশে মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৬৩,০০০ ছুঁই ছুঁই। এরপর গ্রামে রোগের প্রাদুর্ভাব বাড়লে পরিস্থিতি যে আয়ত্তের বাইরে চলে যাওয়ার বিলক্ষণ সম্ভাবনা রয়েছে, তা একবাক্যে মেনে নিচ্ছেন স্বাস্থ্য পরিষেবার সহ্গে যুক্ত সকলে।

গত ২৫ মার্চ দেশব্যাপী লকডাউন ঘোষমার পরে অসংখ্য শ্রমিক বিভিন্ন রাজ্যে বেরোজগের হয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েন। প্রাণ বাঁচাতে তাঁরা তাই দলবদ্ধ ভাবে হেঁটে নিজরাজ্যে ফেরার সংকল্প করেন। জাতীয় সড়ক, রেলপথ, মাঠ, অরণ্য, এমনকি নদী পেরিয়ে মানুষের সেই ঢল প্রতিদিন এগিয়ে চলেছে এখনও। শ্রমিকদের অনেকে আবার এই জন্য সাইকেল জোগাড় করেও ঘরমুখী যাত্রায় অংশগ্রহণ করেছেন। 

এরই মধ্যে বিপন্ন শ্রমিকদের ঘরে ফেরাতে গত সপ্তাহ থেকে বিশেষ ট্রেন ও বাসের ব্যবস্থা করেছে প্রশাসন। এই সব কিছু মিলিয়ে বিভিন্ন রাজ্যে বহিরাগতদের ভিড় আচমকা বাড়তে শুরু করেছে। ঘরে ফিরে আসা শ্রমিকদের দুই সপ্তাহ বাধ্যতামূলক বাড়িতে কোয়ারেন্টাইন রাখার বিধি চালু হলেও গ্রামাঞ্চলে তার জেরে জীবাণু সংক্রমণ নিয়ন্ত্রণে যে বড়সড় ছন্দপতন ঘটতে শুরু করেছে, তার প্রমাণ পাওয়া যাচ্ছে সাম্প্রতিক সমীক্ষাতেই। বিহার, ঝাড়খম্ড, ওডিশা ও রাজস্থানে গত এক সপ্তাহে উল্লেখযোগ্য হারে করোনা সংক্রমিতের সংখ্যাবৃদ্ধি ঘটেছে। 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক স্বীকার করেছে, দেশজুড়ে গ্রামের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং সমবায় স্বাস্থ্যকেন্দ্রে যথাক্রমে ২২% ও ৩০% ঘাটতি রয়েছে। এই ব্যাপারে তালিকার শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান ও মধ্য প্রদেশের মতো রাজ্যগুলি। ঘটনা হল, রাস্তায় নেমে পড়া পরিযায়ী শ্রমিকদের অধিকাংশ এই ছয় রাজ্যেরই বাসিন্দা। তাই এই মুহূর্তে ঝুঁকির পাল্লা একটু বেশিই রয়েছে এই রাজ্যগুলির। 

ঘরে বাইরে খবর

Latest News

প্রথম সেক্স কবে, প্রশ্ন ছেলেকে! আরবাজের সঙ্গে আরহানের মিল, নাক সিঁটকোলেন মালাইকা 'এটা দেশরক্ষার লড়াই, আপনারা…' কংগ্রেস নেতা কর্মীদের আবেগঘন বার্তা রাহুলের IPL-এ বেঙ্গালুরুতে RCB-র ম্যাচের টিকিটের থেকে সস্তা ভারত-তুরস্কের বিমানের ভাড়া! মুর্শিদাবাদে রাম নবমীর মিছিলকে কেন্দ্র করে হিংসা পরিকল্পিত, বিস্ফোরক দাবি মমতার টাইমস পত্রিকার বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় আলিয়া, কী বললেন উচ্ছ্বসিত নায়িকা অক্ষয় তৃতীয়া ২০২৪ এ বহু শুভ যোগ! তারিখ তিথি দেখে নিন, লাকি মীন সহ ৩ রাশি ধোনি আমেরিকায় যাবে কিন্তু… মাহিকে নিয়ে মস্করা রোহিতের, জানালেন নতুন শখের কথা ডায়মন্ড হারবারে ‘হেরো প্রার্থী' না পসন্দ, বদলের দাবিতে BJP রাজ্য সভাপতিকে চিঠি মেশানো হচ্ছে চিনি, ভারতে বেবি-ফুড তৈরিতে আন্তর্জাতিক বিধি লঙ্ঘন করছে নেসলে! ৩৪% জেনারেল পাশ করলেন UPSC সিভিল সার্ভিসেসে! ‘মেধা হারানোর উদযাপন’, বলল নেটপাড়া

Latest IPL News

IPL-এ বেঙ্গালুরুতে RCB-র ম্যাচের টিকিটের থেকে সস্তা ভারত-তুরস্কের বিমানের ভাড়া! ধোনি আমেরিকায় যাবে কিন্তু… মাহিকে নিয়ে মস্করা রোহিতের, জানালেন নতুন শখের কথা 2024 IPL-এও বেটিংয়ের ছায়া, রাজস্থান, মুম্বই থেকে গ্রেফতার চার বুকি কিপিং এবং নেতৃত্বের জন্য ম্যাচের সেরা, নজির গড়ে বোলারদের বাহবা পন্তের জিততে বোলারদের ডাবল হ্যাটট্রিক করতে হত-পিচ নিয়ে অভিযোগ নেই,ব্যাটারদের দুষলেন গিল সব থেকে দামি প্লেয়ার দলের দুর্বলতা হতে পারে না- ঘুরিয়ে স্টার্ককে কটাক্ষ পাঠানের বেঙ্গালুরুতে বিরাটদের খেলা দেখার টিকিটের থেকে সস্তা ভারত-তুরস্কের বিমানের টিকিট DC-র বিরুদ্ধে ৮৯রানে অলআউট হয় GT, IPL-এর সর্বনিম্ন রানের তালিকায় কোথায় জায়গা হল? পাগল নাকি? মুকেশের উপর বেজায় চটলেন কুলদীপ, পরিস্থিতি সামলাতে ছুটে আসতে হল পন্তকে নিজেদের ডেরায় ল্যাজেগোবরে গিলরা, GT-কে ১০০-র কমেই গুটিয়ে দিয়ে বিরাট জয় পন্তদের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.