মল্লিকা সোনি
সদ্য নির্বাচিত ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রুস এবার অভিবাসন সংক্রান্ত আইনকে আরও শিথিল করার পক্ষে সওয়াল করলেন। মূলত ব্রিটেনের অর্থনৈতিক ব্য়বস্থাকে আরও চাঙা করার জন্যই তাঁর এই উদ্যোগ। Guardian এর রিপোর্ট অনুসারে ইমিগ্রেশন সংক্রান্ত নিয়মকে সহজ করতে পারলে শ্রমিকের যোগান আগের তুলনায় অনেকটা বৃদ্ধি পাবে। এতে অর্থনীতির বিষয়টিও চাঙা হবে।
এদিকে এই অভিবাসন নীতিকে শিথিল করা হলে ভারত সহ বিভিন্ন দেশ থেকে শ্রমিকরা সেদেশে গিয়ে বিভিন্ন শূন্যস্থান পূরণ করতে পারবে।
রিপোর্টে দেখা যাচ্ছে, বিভিন্ন শিল্পোদ্য়োগীরা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, পরিযায়ী শ্রমিকদের আরও বেশি করে ব্রিটেনে আনতে হবে। না হলে কলে কারখানায় চরম শ্রমিক সংকট দেখা দিয়েছে। সেক্ষেত্রে পরিযায়ী শ্রমিকদের ভিসা দেওয়ার কথা বলা হয়েছে।
সানের রিপোর্ট অনুসারে, ভিসার ব্যবস্থাকে আরও সহজ করার চেষ্টা করা হচ্ছে। যাতে বিদেশি শ্রমিকরা ইউকেতে কাজ করতে যেতে পারেন। এক্ষেত্রে ভিসার ৬ মাসের মেয়াদকে আরও বৃদ্ধি করার ব্যাপারেও চিন্তাভাবনা চলছে।
তবে এবার ভোট প্রচারের সময় লিজ ট্রুস এই শ্রমিক সংকট মেটানোর আশ্বাস দিয়েছিলেন। এদিকে অতিমারি পরিস্থিতিতে সেই সংকট আরও বেড়েছে।
চলতি বছরেই এই মাইগ্রেশনের ক্ষেত্রে সংস্কার করতে চাইছে ব্রিটেনের নয়া সরকার।