এবার অনলাইনে খোলা যাবে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটস (এনএসসি) এবং কিষান বিকাশ পত্র (কেভিপি)। ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে সেই ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটস এবং কিষান বিকাশ পত্র অ্যাকাউন্ট বন্ধও করা যাবে। এমনটাই জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের ডাক দফতরের তরফে। যে বিজ্ঞপ্তি গত বৃহস্পতিবার জারি করা হয়েছে।
কীভাবে অনলাইনে পোস্ট অফিসের ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে NSC বা KVP অ্যাকাউন্ট খুলবেন (How to open NSC/KVP account online)?
১) DOP ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে লগইন করুন।
২) 'General Services'-র অধীনে 'Services Requests' থেকে 'New Requests' বেছে নিন।
৩) ‘NSC Account - Open a NSC Account (NSC-র জন্য)’ বা ‘KVP Account - Open a KVP Account (KVP-র জন্য)’-তে ক্লিক করুন।
৪) NSC বা KVP-র জন্য ন্যূনতম ব্যালেন্স লিখুন। পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত ডেবিট অ্যাকাউন্ট বেছে নিন।
৫) টার্ম এবং কন্ডিশন পড়ে 'Click Here'-তে ক্লিক করুন। তারপর অনলাইনে আবেদনপত্র সামবিট করে দিন।
৬) তারপর Transaction পাসওয়ার্ড টাইপ করুন এবং Submit and view/download deposit receipt করুন।
৭) ব্যবহারকারীরা 'Accounts' সেকশনে গিয়ে NSC অ্যাকাউন্টের বিষয়ে জানতে পারবেন। নমিনি থাকা ব্যক্তিও অ্যাকাউন্ট খুলতে পারবেন।
আরও পড়ুন: SBI vs Post Office: SBI নাকি পোস্ট অফিস - কোথায় টাকা রাখলে বেশি লাভ? হিসাব করে রাখুন অর্থ
কীভাবে অনলাইনে পোস্ট অফিসের ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে NSC বা KVP অ্যাকাউন্ট বন্ধ করবেন (How to close NSC/KVP account online)?
১) DOP ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে লগইন করুন।
২) 'General Services'-র অধীনে 'Services Requests' থেকে 'New Requests' বেছে নিন।
৩) ‘Closure of NSC Account (NSC-র জন্য)’ বা ‘Closure of KVP Account (KVP-র জন্য)’-তে ক্লিক করুন।
৪) আপনি যেহেতু NSC বা KVP অ্যাকাউন্ট বন্ধ করবেন, তাই ডিপোজিট অ্যাকাউন্ট বেছে নিন। অর্থাৎ আপনার পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত ডিপোজিট অ্যাকাউন্ট বেছে নিন।
৫) আপনার পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত ক্রেডিট অ্যাকাউন্ট বেছে নিয়ে ‘Submit Online’-এ ক্লিক করুন।
৬) তারপর Transaction পাসওয়ার্ড টাইপ করুন। আবেদনপত্র সাবমিট করুন। সেই প্রক্রিয়া শেষ হওয়ার পর