স্নাতকোত্তর মেডিকেল ভর্তির জন্য জাতীয় যোগ্যতা-কাম-প্রবেশ পরীক্ষা বা নিট পিজি ২০২২ স্থগিত করার ঘোষণা করল কেন্দ্র। পরীক্ষা স্থগিত রাখা অনুরোধ পাওয়ার পর সেই আবেদনের পরিপ্রেক্ষিতে হেলথ সায়েন্সেসের ডিরেক্টর জেনারেল বৃহস্পতিবার জাতীয় পরীক্ষা বোর্ডকে প্রবেশিকা পরীক্ষা স্থগিত করার নির্দেশ দিয়েছে। এই আবহে আগামী ১২ মার্চ পরীক্ষাটি হবে না। অন্তত ছয় থেকে আট সপ্তাহ পিছিয়ে দেওয়া হবে এই পরীক্ষা।
ডিজিএইচএস-এর প্রকাশিত একটি চিঠিতে কর্মকর্তারা হাইলাইট করেন যে বিভিন্ন ক্ষেত্র থেকে আসা অনুরোধের প্রেক্ষিতেই এই পরীক্ষা স্থগিত করা হয়েছে। নিট পিজি ২০২১-এর কাউন্সেলিংয়ের সাথে নিট পিজি পরীক্ষার দিন এক হয়ে যাওয়ায় এই পরীক্ষা বিলম্বের অনুরোধ করা হচ্ছিল। এই পরীক্ষা ১২ মার্চ হলে অনেক ইন্টার্ন পিজি কাউন্সেলিংয়ে অংশগ্রহণ নিতে পারতেন না। তাই ২০২২ বছরের মে বা জুন মাসের মধ্যে অনুষ্ঠিত হবে এই বছরের নিট পিজি পরীক্ষা।
উল্লেখ্য, ক্রমবর্ধমান কোভিড সংক্রমণের কারণে ২০২১ সালে নিট পরীক্ষা দেরিতে অনুষ্ঠিত হয়েছিল। আর এর কারণেই হাজার হাজার এমবিবিএস স্নাতক এই বছরের মার্চ মাসের নিট-পিজি পরীক্ষার জন্য অযোগ্য হয়ে পড়েন। তাছাড়া যেসকল এমবিবিএস স্নাতক বর্তমানে তাদের ইন্টার্নশিপ শেষ করছেন তারাও এক বছর নষ্টের বিষয়ে চিন্তিত ছিলেন। কারণ তাদের ইন্টার্নশিপ এখনও শেষ হয়নি। এবং ইন্টার্নশিপ শেষ না হলে তারা এই বছর প্রবেশিকা পরীক্ষার জন্য যোগ্য হবেন না। এই কারণেই পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি উঠেছিল। আর তাই এবার পরীক্ষা পিছিয়ে দেওয়াতে এই এমবিবিএস ও ইন্টার্নরা পিজি পরীক্ষায় বসতে পারবেন।