বাংলার হাত ধরেই বন্দে ভারতের নতুন করে পথ চলা শুরু হবে। টিটগড় রেল সিস্টেম লিমিটেডের কারখানায় তৈরি হতে চলেছে বন্দে ভারত স্লিপার ট্রেনের ৮০টি সেট। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল টিটাগড়ে তৈরি হতে চলা বন্দে ভারতের মডেলের ছবি। দ্য ওয়েস্ট বেঙ্গল ইন্ডেক্স নামক এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়, নয়া বন্দে ভারতের সম্ভাব্য এই নকশার ছবি। সেখানে দাবি করা হয়, এই সেমি হাইস্পিড ট্রেনের বডি তৈরি হবে অ্যালুমিনিয়াম দিয়ে। যদিও এই সম্ভাব্য মডেল নিয়ে টিটাগড় কর্তৃপক্ষ বা রেলের তরফ থেকে কিছু বলা হয়নি।
এর আগে গত মে মাসে মিন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে টিটগড় রেল সিস্টেম লিমিটেডের ডেপুটি সিইও প্রীতিশ চৌধুরী জানিয়ছিলেন, তাঁদের কারখানা থেকে ২০২৫ সালের জুন মাসে প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের প্রোটোটাইপ তৈরি হয়ে বেরোবে। প্রথম প্রোটোটাইপকে অনুমোদন দেওয়া হলে এরপর ২ মাসেই ট্রেন সরবরাহ শুরু করা হবে জানান টিটাগড় কর্তা। ১২ মাসের মধ্যে ১৬টি ট্রেন সেট দেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি।

তাঁর দাবি ছিল, ৪ বছরে টিটাগড় রেল সিস্টেম লিমিটেড মোট ৮০টি বন্দে ভারত স্লিপার সরবরাহ করবে রেলকে। মোট ৮০টি বন্দে ভারত স্লিপার ট্রেনের সেট তৈরি করতে প্রায় ১০ হাজার কোটি টাকার বরাদ্দ পেয়েছে টিটাগড় এবং ভেল-এর কনসোর্টিয়াম। এর জন্য মোট ১২৮০টি কামা তৈরি করবে তারা। এরপর ৩৫ বছর ধরে এই ৮০টি ট্রেন সেটের রক্ষণাবেক্ষণের জন্যেও ১৪ হাজার কোটির বরাদ্দ পেয়েছে তারা।
জানা গিয়েছে, রেল বিকাশ নিগম লিমিটেড এবং রাশিয়ার ট্রান্সমাসহোল্ডিংয়ের বিডকে 'ম্যাচ' করেই প্রতি ট্রেনসেট ১২০ কোটির বিনিময়ে তৈরি করতে সম্মত হয়েছে টিটাগড় ওয়াগন লিমিটেড এবং ভারত হেভি ইলেকট্রিকালস লিমিটেডের কনসোর্টিয়াম। উল্লেখ্য, ২০০টি স্লিপার ক্লাস বন্দে ভারত ট্রেনসেটের মধ্যে ১২০টি ট্রেনসেট তৈরির বরাত পেয়েছে রেল বিকাশ নিগম লিমিটেড এবং রাশিয়ার ট্রান্সমাসহোল্ডিং। তারা প্রতিটি ট্রেনসেটের জন্য ১২০ কোটি টাকা করে বিড করেছিল। এই আবহে ৮০টি ট্রেনসেট তৈরির জন্য সেই বিডকে 'ম্যাচ' করতে হত টিটাগড় রেল সিস্টেম লিমিটেড এবং ভারত হেভি ইলেকট্রিকালস লিমিটেডের কনসোর্টিয়ামকে।
জানা গিয়েছে, এই প্রকল্পের জন্য প্রাথমিক ভাবে ২৫ হাজার কোটির বিড করেছিল টিটাগড় এবং ভারত হেভি ইলেকট্রিকালস লিমিটেডের কনসোর্টিয়াম। তবে পরে ৮০টি স্লিপার ক্লাস বন্দে ভারত তৈরির জন্য তাদের বিড কমায়। এই আবহে এখন এই ৮০টি স্লিপার ট্রেন তৈরির জন্য রেল বোর্ডের থেকে ৯৬০০ কোটি টাকা পাবে টিটাগড় এবং ভারত হেভি ইলেকট্রিকালস লিমিটেডের কনসোর্টিয়াম। এই আবহে ৮০টি ট্রেনসেট তৈরির পাশাপাশি আগামী ৩৫ বছর সেই ট্রেনগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্বও থাকবে টিটাগড় রেল সিস্টেম লিমিটেড এবং ভারত হেভি ইলেকট্রিকালস লিমিটেডের কনসোর্টিয়ামের ওপর।