সাত সকালে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। শুক্রবার সকালে দক্ষিণ ফিলিপিন্সের মিন্দানাও দ্বীপের পূর্ব উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে৷ অতি শক্তিশালী মাত্রার ভূকম্পনে পুরো অঞ্চল ভয়ানকভাবে কেঁপে ওঠে। মার্কিন ভূগর্ভ সংরক্ষণ (ইউএসজিএস) অনুসারে, স্থানীয় সময় সকাল ৯ টা ৪৩ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে এবং এর কেন্দ্রস্থল ছিল দাভাও ওরিয়েন্টাল প্রদেশের সান্তিয়াগো শহর থেকে প্রায় ২০ কিলোমিটার পূর্বে। ইতিমধ্যেই দেশজুড়ে জারি হয়েছে সুনামি সতর্কতা।
ভূমিকম্পের ফলে সে দেশে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে মিন্দানাও অঞ্চলের বিভিন্ন স্থানে ভবন দুলতে দেখা যায় এবং আতঙ্কে মানুষ রাস্তায় নেমে আসে। আফটারশকও হতে পারে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পটি ৬২ কিলোমিটার (৩৮.৫৩ মাইল) গভীরে ছিল। প্রথম সুনামির ঢেউ ১০ অক্টোবর ২০২৫ সকাল ৯:৪৩:৫৪ থেকে ১১:৪৩:৫৪ এর মধ্যে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এই ঢেউ কয়েক ঘণ্টা ধরে চলতে পারে বলে ফিলিপিন্স ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি সতর্ক করেছে। বিভাগটি জানিয়েছে, 'স্থানীয় সুনামির পরিস্থিতির ডাটাবেসের উপর ভিত্তি করে, স্বাভাবিক জোয়ারের চেয়ে এক মিটারেরও বেশি উচ্চতার তরঙ্গের উচ্চতা অনুভব করার সম্ভাবনা রয়েছে এবং আবদ্ধ উপসাগর এবং প্রণালীতে এটি বেশি হতে পারে।' মিন্দানাও অঞ্চলের দাভাও ওরিয়েন্টালের মানয় শহরের কাছে জলে আঘাত হানা শক্তিশালী উপকূলীয় ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতি এবং আফটারশকের বিষয়ে সতর্ক করেছে ফিভোলক্স সংস্থা। মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থাও সুনামির অ্যালার্ট জারি করে বলেছে যে ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে ৩০০ কিলোমিটার (১৮৬ মাইল) মধ্যে অবস্থিত উপকূলে বিপজ্জনক সুনামি আছড়ে পড়তে পারে।
এই পরিস্থিতিতে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের অবিলম্বে উঁচু স্থানে বা ভেতরের দিকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ফিভলকস। একই সঙ্গে মালিকদের নৌকা সুরক্ষিত স্থানে সরিয়ে রাখতে ও বর্তমানে যারা সমুদ্রে রয়েছেন, তাদের উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। এদিকে, ইন্দোনেশিয়ার উত্তর সুলাওয়েসি ও পাপুয়া অঞ্চলেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। যেখানে ৫০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ দেশের উপকূলে আঘাত হানতে পারে বলে সতর্ক করা হয়েছে। ভূমিকম্পের কেন্দ্র থেকে এই অঞ্চলগুলি ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত। দুই দেশের কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং উপকূলীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। গত সপ্তাহেও ফিলিপিন্সের সেবু প্রদেশ ৬.৯ মাত্রার জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে। যার জেরে কমপক্ষে ৭৪ জন নিহত এবং বহু মানুষ আহত হয়। শক্তিশালী সেই ভূমিকম্পে বান্তায়ানে অবস্থিত সেন্ট পিটার দ্য অ্যাপোস্টেলের শতাব্দী প্রাচীন প্যারিশকেও ধ্বংস করে দেয়, যা কম্পনের প্রভাবে ভেঙে পড়ে।