প্রতিদিন করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। করোনা একে একে থাবা বসাচ্ছে দেশের শীর্ষ স্তরের নেতা মন্ত্রীদের শরীরে। এবার করোনা থাবা বসাল বামেদের শীর্ষ স্তরের নেতৃত্বের শরীরে। করোনা আক্রান্ত হলেন সিপিআইএম'র পলিটব্যুরোর সদস্য প্রকাশ কারাট এবং তাঁর স্ত্রী বৃন্দা কারাট। দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন সিপিআই নেতৃত্ব।
সিপিএম সূত্রে জন যাচ্ছে, গত ৭-৯ জানুয়ারী পর্যন্ত দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক ছিল তেলেঙ্গানায়। সেই বৈঠকে সস্ত্রীক যোগ দিতে গিয়েছিলেন প্রকাশ কারাট। গত শনিবার রাত থেকেই তাঁরা দুজনেই জ্বরে আক্রান্ত হয়েছিলেন। রবিবার তারা দুজনেই করোনা পরীক্ষা করেছিলেন। সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে।
তবে দলের বৈঠকে যোগদানের জন্য সস্ত্রীক প্রকাশ কারাট সেখানে গেলেও জ্বর হওয়ার কারণে বৈঠকে যোগ দেননি। তাঁরা সেখানে পার্টির কার্যালয়ে আইসোলেশনে ছিলেন।বর্তমানে দুজনেই হায়দরাবাদের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে সিপিআইএমের তরফে জানানো হয়েছে।
তবে দলীয় সূত্রে জানা যাচ্ছে, ওই দিন বৈঠকে তাঁরা যোগ না দিলেও অনেকেই তাঁর সংস্পর্শে এসেছিলেন। সেই সমস্ত নেতারা বাড়িতে হোম আইসলেশোনে রয়েছেন। পাশাপশি, জানা যাচ্ছে, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি এবং ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ওইদিনের বৈঠকে উপস্থিত ছিলেন।