বাংলা নিউজ > ঘরে বাইরে > অবসান প্রণব মুখোপাধ্যায় যুগের, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন শেষকৃত্য

অবসান প্রণব মুখোপাধ্যায় যুগের, পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন শেষকৃত্য

লোধি রোডের শশ্মানে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন প্রণববাবুর শেষকৃত্য (ছবি সৌজন্য এএনআই)

আজ দুপুরে দিল্লির লোধি রোড মহাশ্মশানে প্রণববাবুর শেষকৃত্য সম্পন্ন হল।

ভারতের রাজনীতিতে অবসান হল যুগের। যাবতীয় কোভিড প্রোটোকল মেনে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে শেষবিদায় জানানো হল।

শেষবিদায় প্রণব মুখোপাধ্যায় : গ্যান স্যালুটে সম্পন্ন শেষকৃত্য

ভারতের রাজনীতিতে অবসান হল যুগের। যাবতীয় কোভিড প্রোটোকল মেনে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে শেষবিদায় জানানো হচ্ছে। গার্ড অফ অনার দেওয়া হচ্ছে।

লোধি রোডের শশ্মানে পৌঁছে গেল প্রণববাবুর মরদেহ, চলছে শেষকৃত্য

দিল্লির লোধি রোডের শশ্মানে পৌঁছে গেল প্রণবাবুর মরদেহ। সেখানে শেষকৃত্য চলছে।

বাসভবন থেকে লোধি রোডের শশ্মানে নিয়ে যাওয়া হচ্ছে প্রণববাবুর মরদেহ

দুপুর একটার কিছুটা পরে ১০, রাজাজি মার্গের বাসভবন থেকে লোধি রোডের শশ্মানে নিয়ে যাওয়া হচ্ছে প্রণববাবুর মরদেহ। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সেখানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

প্রণবাবুকে শেষ শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ বিভিন্ন রাজনৈতিক নেতারা

বরাবরই রাজনীতির উর্ধ্বে ছিলেন তিনি। বিভিন্ন দলের নেতানেত্রীদের সঙ্গে মধুর সম্পর্কও ছিল তাঁর। আর সেই প্রণব মুখোপাধ্যায়কে শেষ বিদায় জানানোর জন্য রাজনীতিকে দূরে সরিয়ে রেখে এগিয়ে এলেন বিভিন্ন দলের নেতানেত্রীরা। প্রাক্তন রাষ্ট্রপতিকে শেষ শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরা।

মঙ্গলবার সকালে ন'টা নাগাদ দিল্লির সেনা হাসপাতাল থেকে প্রণববাবুর মরদেহ ১০, রাজাজি মার্গের বাসভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রণববাবুর একটি ছবি রাখা হয়। সেই ছবিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে প্রাক্তন রাষ্ট্রপতিকে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি। পরে একটি টুইটবার্তায় রাষ্ট্রপতি ভবনের তরফে বলা হয়, 'ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত শ্রী প্রণব মুখোপাধ্যায়কে নয়াদিল্লির ১০, রাজাজি মার্গের বাসভবনে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।'

নিজের ‘পথপ্রদর্শক’ প্রণববাবুকে শেষ শ্রদ্ধা জানান মোদীও। তাঁর ছবির সামনে পুষ্পস্তবক রেখে মাথা নীচু করে প্রণাম করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, লোকসভার স্পিকার ওম বিড়লা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনরাও প্রণববাবুকে শেষ শ্রদ্ধা জানান। প্রণববাবুকে শেষ শ্রদ্ধা জানান চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল বিপিন রাওয়াত, সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে, বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদুরিয়া এবং নৌপ্রধান চিফ অ্যাডমিরাল করমবীর সিং।

প্রণববাবুকে শেষ শ্রদ্ধা জানান প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। যে প্রণববাবুকে 'স্যার' বলে ডাকতেন। শেষ বিদায় জানান প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, বর্ষীয়ান কংগ্রেস নেতা গুলাম নবি আজাদরা।

নয়াদিল্লির বাসভবনে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন প্রণববাবু। গত ১০ অগস্ট তাঁকে দিল্লির সেনা হাসপাতালে ভরতি করা হয়েছিল। সেদিনই জরুরি ভিত্তিতে তাঁর অস্ত্রোপচার হয়েছিল। তারপর থেকেই ভেন্টিলেশনে ছিলেন তিনি। কিন্তু তিন সপ্তাহের বেশি সময় ধরে লড়াইয়ে পর সোমবার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর করোনাভাইরাস রিপোর্টও পজিটিভ এসেছিল। আজ দুপুর আড়াইটে নাগাদ দিল্লির লোধি রোড মহাশ্মশানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রণববাবুর শেষকৃত্য সম্পন্ন হবে।

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে চিকিৎসককে খুনের হুমকি মালদা মেডিক্যালে RG করের প্রতিবাদে মণ্ডপে স্লোগান দিয়ে ধৃত ৯, হাইকোর্টে পরিবার, আগামীকাল শুনানি ব্রিটেনের যুবরাজের অনুরোধ ফিরিয়েছিলেন রতন টাটা, কারণ অবাক করার মতোই ‘আমাদের ভালোবাসার টেনিসকে তুমি গর্বিত করেছ,’ রাফার অবসরে আবেগঘন বার্তা ফেডেরারের Exclusive: ৫২টি নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমোদন দিল মোদী ক্যাবিনেট স্কুটার-মোটরবাইকে ধাক্কা বিলাসবহুল গাড়ির, প্রাণ গেল ফুড ডেলিভারি এজেন্টের কেন্দ্রীয় সরকারি কর্মীদের পেনশনের নয়া গাইডলাইন, NPS কন্ট্রিবিউশনের নতুন নিয়ম দু-হাতে ঢাকা স্তনযুগল! মা দুর্গার সামনে শরীর প্রদর্শন করায় কটাক্ষ মডেলকে গোটার বিরাট দাম,বাংলাদেশে এই প্রথম কেটে বিক্রি হচ্ছে ইলিশ, অসন্তুষ্ট ব্যবসায়ীরা ছেলেকে বলুন অনশন তুলে নিতে, শরীর খারাপ হয়ে যাবে,বাড়িতে ফোন করে চাপ দিচ্ছে পুলিশ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.