বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘ইতিবাচকতার ভান করে অন্ধ মিথ্যাচারী হতে পারব না’, মোদী সরকারকে তোপ PK-র

‘ইতিবাচকতার ভান করে অন্ধ মিথ্যাচারী হতে পারব না’, মোদী সরকারকে তোপ PK-র

প্রশান্ত কিশোর। ফাইল ছবি (HT_PRINT)

প্রশান্তের সুরে মোদী সরকারকে আক্রমণ রাহুলের।

করোনা সংকটকালে ফের সরকারের ভূমিকার কড়া সমালোচনা করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। সরকারের বিভিন্ন কাজে ইতিবাচক ভূমিকার কথা বলে মিথ্যা প্রচার রটানো হচ্ছে, সেই বিষয়ে টুইটে নিজের ক্ষোভ উগড়ে দেন প্রশান্ত। এই বিষয়ে প্রশান্ত কিশোরকে পূর্ণ সমর্থন করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।তাঁর মতে, ইতিবাচক ভাবনাচিন্তার কথা বলে যেভাবে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, তাতে সেই সব পরিবারকে অপমান করা হচ্ছে ,যাঁরা করোনা সংকটকালে প্রাণ হারিয়েছেন।

সারা দেশে করোনা সংক্রমণ বাড়ছে। করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে বেড নেই। অক্সিজেন নেই। অক্সিজেনের অভাবে একের পর এক রোগীর মৃত্যু হচ্ছে। প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে। মৃতদেহ সৎকার না করে দেহ গঙ্গায় ভাসিয়ে দেওয়ার অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে টুইটে সরকারের ভূমিকার কড়া সমালোচনা করলেন প্রশান্ত কিশোর। টুইটে প্রশান্ত লেখেন,‘‌আমাদের চারপাশে ঘটে চলা চরম অরাজকতা ও দুর্দশার মধ্যেও যাঁরা ইতিবাচকতার নামে মিথ্যা প্রচার ও ভুয়ো তথ্য রটিয়ে বেড়াচ্ছেন, তাঁদের এই কাজের ঘোর নিন্দা করছি। ইতিবাচক চিন্তাভাবনা করতে গিয়ে এভাবে সরকারের অন্ধ প্রচারক হতে পারব না।’‌

উল্লেখ্য, গত সপ্তাহেই সরকারের বিভিন্ন ইতিবাচক ভূমিকার কথা তুলে ধরে সরকারের যুগ্ম সচিব পদমর্যাদার অফিসাররা একটি ওয়ার্কশপ করেন। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী যেভাবে সরকারের ভ্যাকসিন নীতি থেকে শুরু করে বিভিন্ন কাজের সমালোচনা করেছেন, তাকে খণ্ডন করে কড়া চিঠি লিখেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। আরএসএসও সরকারের ইতিবাচক ভূমিকার সমর্থনে প্রচারে নামছে।

এই পরিস্থিতিতে প্রশান্ত কিশোরের এই টুইট বার্তা যে তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে, প্রশান্তের টুইটের সমর্থনেই যেখানে রাহুল টুইট করেছেন, তা আরও বেশি গুরুত্ব বহন করে। রাহুল বলেন,‘‌বালির মধ্যে মাথা ঢুকিয়ে রাখা কোনও ইতিবাচক ভূমিকার পরিচায়ক নয়।এটা সাধারণ মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা।’‌

ঘরে বাইরে খবর

Latest News

বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ NDA-তে যোগের ৮ মাসে প্রফুলকে ক্লিনচিট CBI-এর, 'ওয়াশিং মেশিনে ধোলাই', খোঁচা TMC-র ২৩৮ বার হেরেও ‘ঘায়েল’ হননি, লড়াকু পদ্মরাজন এবারও দাঁড়াচ্ছেন ভোটে ‘স্ত্রী হিসেবে ০...’ প্রেম করে বিয়ে, তবুও কেন টিকল না রচনা-সিদ্ধান্তের সংসার? হাজিরা দেওয়া সত্ত্বেও শোকজ ভোটকর্মীরা, অভিযোগ নির্বাচন কমিশনের বিরুদ্ধে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.