লোকসভা ভোটের আসন্ন ফলাফল নিয়ে তাঁর মূল্যায়নের সমালোচনা করায় নিন্দুকদের পাল্টা আক্রমণ করলেন ভোটকুশলী তথা সমাজকর্মী প্রশান্ত কিশোর।
সম্প্রতি প্রশান্ত কিশোর একটি সাক্ষাত্কারের সময় সাংবাদিক করণ থাপারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িত ছিলেন। যখন প্রাক্তন রাজনৈতিক পরামর্শদাতাকে জিজ্ঞাসা করা হয়ে যে তিনি তাঁর ভোটের মূল্যায়ন সম্পর্কে কতটা নিশ্চিত। কারণ হিমাচল প্রদেশ বিধানসভা নির্বাচনের ফল নিয়ে তাঁর পূর্বাভাস ভুল প্রমাণিত হয়েছিল।
এই সাক্ষাৎকার নিয়ে চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা প্রশান্ত কিশোরের একটি স্ন্যাপশট শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে তিনি এক চুমুক জল খাচ্ছেন।
"জল পান করা ভাল কারণ এটি মন এবং শরীর উভয়কেই হাইড্রেটেড রাখে। করণ থাপারের সঙ্গে তাঁর সাক্ষাৎকারের ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে শেয়ার হওয়ার পরে প্রশান্ত কিশোর এক্স-এ পোস্ট করেছেন।
প্রসঙ্গক্রমে তিনি পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফলের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘পুনশ্চ: মনে রাখবেন, ০২ মে, ২০২১ বাংলার ফলের কথা।’
আরও পড়ুন। ইন্ডি জোটট জিতলে প্রধানমন্ত্রী হতে চান না কেজরিওয়াল, তাঁর লক্ষ্য…
প্রশান্ত কিশোর জোর দিয়ে বলেন, এবারের ফলে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ২০১৯ সালের সাধারণ নির্বাচনের পুনরাবৃত্তি করতে পারে বা তাকে ছাড়িয়ে যেতে পারে।
বিজেপি কতগুলি আসন পাবে বলে তিনি আশা করছেন, এই প্রশ্নের উত্তরে প্রশান্ত কিশোর বলেন, ‘এই ক্ষেত্রে আমার যা পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতা রয়েছে, তাতে আমি বিজেপির আসন ২০১৯ সালে যেখানে ছিল তার থেকে কমে পেতে দেখছি না।’
"২০১৯ সালে তাদের যে সংখ্যা ছিল, কমবেশি আমি তারই পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি বা তার থেকে ভালও হতে পারে।
প্রশান্ত কিশোর আরও দাবি করেছেন যে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেস তিন অঙ্কের ঘরে পৌঁছতে পারবে না।
আরও পড়ুন। মোদী জিতলেই মমতাজি জেলে, HT-র সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কেজরি,'পদত্যাগ করব না, ধ্যান করতাম কারাগারে…'
তিনি বলেন, ‘ওরা কোথায় থাকবে জানি না, তবে কংগ্রেস ১০০ পাবে বলে মনে হয় না। কারণ কংগ্রেস যদি ১০০ পায়, তাহলে বিজেপি ৩০০ পাচ্ছে না।’
কংগ্রেস কবে কত আসন পাবে, তা নির্দিষ্ট করে বলতে পারবেন কিনা, এই প্রশ্নের উত্তরে প্রশান্ত কিশোর বলেন, "আমি জানি না। গর্তের কোনও তলদেশ নেই।'