বাংলা নিউজ > ঘরে বাইরে > Prashant Kishor: ‘ভালো বিকল্পের খোঁজ...’, ভোটে লড়াই করা নিয়ে বড় মন্তব্য প্রশান্ত কিশোরের

Prashant Kishor: ‘ভালো বিকল্পের খোঁজ...’, ভোটে লড়াই করা নিয়ে বড় মন্তব্য প্রশান্ত কিশোরের

প্রশান্ত কিশোর (PTI)

প্রশান্ত কিশোর বলেন, নীতীশ কুমার এবং তাঁর দালালরা আমার উপর অসন্তুষ্ট।

ভোটকুশলী এখন নিজে রাজনীতিবিদ। নিজের রাজ্য বিহারে চষে বেড়াচ্ছেন প্রশান্ত কিশোর। ক্রমাগত মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বিরুদ্ধে তোপ দেগে চলেছেন প্রশান্ত কিশোর। বদলে নীতীশও থেকে থেকে খোঁচা মারছেন প্রশান্ত কিশোরকে। জেডিইউ নেতারাও পিকে-কে ‘ধান্দাবাজ’ বলে খোটা দিয়েছেন। এই আবহে এবার ভোটে লড়াই করা নিয়ে বড় মন্তব্য করলেন প্রশান্ত কিশোর।

আইপ্যাক-এর প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর জানিয়ে দেন তিনি নির্বাচনে লড়াই করার কোনও পরিকল্পনা করছেন না। পাশাপাশি তিনি আবারও বলেন, ‘যদি জেডিইউ এবং আরজেডির জোট প্রতিশ্রুতি মতো বছরে ১০ লাখ সরকারি চাকরি দিতে পারে, তাহলে আমি আমার এই প্রচার অভিযান ছেড়ে দেব।’ তাঁর ‘জন সুরজ’ অভিযানের জেলা কনভেনশনের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন প্রশান্ত কিশোর। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়েছিল তিনি নির্বাচনে লড়বেন কি না। জবাবে পিকে বলেছিলেন, ‘আমি কেন ভোটে লড়ব? আমার এই সব নিয়ে কোনও আকাঙ্খা নেই।’

প্রশান্ত কিশোর আরও বলেন, ‘যেহেতু আমি নিজের স্বাধীন পথ বেছে নিয়েছি, তাই নীতীশ কুমার এবং তাঁর দালালরা আমার উপর অসন্তুষ্ট। জেডি(ইউ) নেতারা আমাকে তিরস্কার করতে পছন্দ করেন। তাঁদের উচিত নীতীশ কুমারকে জিজ্ঞাসা করা যে আমার রাজনৈতিক বোঝাপড়া না থাকলে আমি দুই বছর তাঁর বাসভবনে কী করছিলাম।’ পিকে আরও বলেন, ’১০ বছর আগের তিনি (নীতীশ কুমার) আর আজকের নীতীশ কুমারে পার্থক্য রয়েছে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তাঁর দলের পরাজয়ের জন্য নৈতিক দায় স্বীকার করে তিনি তাঁর চেয়ার ছেড়ে দিয়েছিলেন। এখন তিনি ক্ষমতায় থাকার জন্য যেকোনও ধরনের আপস করতে রাজি।’

উল্লেখ্য, বর্তমানে প্রশান্ত কিশোর নিজের রাজ্যে ৩৫০০ কিমি লম্বা পদযাত্রায় হাঁটছেন। বিভিন্ন জেলায় তিনি প্রচার চালাচ্ছেন। সেখানে গিয়ে গিয়ে তিনি মানুষের জনমত চাইছেন। পরবর্তীতে সেই জনমতের ভিত্তিতেই পদক্ষেপ করবেন প্রশান্ত কিশোর।

 

 

বন্ধ করুন