বাংলা নিউজ > ঘরে বাইরে > PK on NDA win in Bihar: বিহার উপনির্বাচনে NDA-র জয় ‘অত্যন্ত উদ্বেগের বিষয়’! কেন বললেন পিকে?

PK on NDA win in Bihar: বিহার উপনির্বাচনে NDA-র জয় ‘অত্যন্ত উদ্বেগের বিষয়’! কেন বললেন পিকে?

শনিবার পটনার বাড়িতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রশান্ত কিশোর (Hindustan Times)

বিহারের এই উপনির্বাচনের মাধ্যমেই ভোট ময়দানে নেমেছে পিকে-র দল। কিন্তু, চারটি আসনে প্রার্থী দিলেও একটিতেও জিততে পারেনি তারা। উপরন্তু, তিনটি আসনে প্রার্থীদের জমানত পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে!

বিহার বিধানসভার উপনির্বাচনে ঝোড়ো ব্যাটিং করেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। ফলত, যে চারটি বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছিল, তার মধ্যে দু'টিতে জয়ী হয়েছে বিজেপি আর বাকি দু'টিতে জিতেছে তার শরিকরা।

শনিবার ভোটের ফল সামনে আসার পরই এ নিয়ে মুখ খোলেন একদা ভোটকুশলী এবং বর্তমানে জন সুরজ পার্টির প্রতিষ্ঠাতা নেতা প্রশান্ত কিশোর ওরফে পিকে। প্রসঙ্গত, বিহারের এই উপনির্বাচনের মাধ্যমেই ভোট ময়দানে নেমেছে পিকে-র দল। কিন্তু, চারটি আসনে প্রার্থী দিলেও একটিতেও জিততে পারেনি তারা। উপরন্তু, তিনটি আসনে প্রার্থীদের জমানত পর্যন্ত বাজেয়াপ্ত করা হয়েছে!

নিজের দলের যখন এই হাল, তখনই বিহার উপনির্বাচনের ফলাফল নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন পিকে। বলেন, বিহারের উপনির্বাচনে এনডিএ-র এই জয় 'একটি উদ্বেগের বিষয়'।

পিকে-র বক্তব্য, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-র সরকার কয়েক দশক ধরে পিছিয়ে থাকা বিহারকে আজও উন্নয়নের নিরিখে সামনের সারিতে তুলে আনতে পারেনি। এটা তাদের 'ব্যর্থতা'। তা সত্ত্বেও বিহার বিধানসভা উপনির্বাচনে এনডিএ জয়ী হওয়ায় চিন্তিত একদা বিজেপি-র নির্বাচনী পরামর্শদাতা প্রশান্ত কিশোর।

শনিবার পটনায় একটি সাংবাদিক সম্মেলন করেন পিকে। সেখানে তাঁর দলের এই প্রাথমিক পরাজয়কে সেভাবে গুরুত্ব দেননি তিনি। বরং, পিকে জোর দিয়েছেন অন্য ইতিবাচক দিকটিতে। তিনি জানান, যে চারটি আসনে তাঁরা লড়েছিলেন, তাতে সামগ্রিকভাবে মোট ভোটের নিরিখে জন সুরজ পার্টি পেয়েছে '১০ শতাংশ' ভোট।

কিন্তু, তাঁর দলের বিরুদ্ধে রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর ভাগের ভোট কাটার যে অভিযোগ উঠেছে, তা ভিত্তিহীন বলে একবাক্যে খারিজ করে দিয়েছেন প্রশান্ত কিশোর।

পিটিআই সূত্রে খবর, এই প্রসঙ্গে পিকে বলেন - 'আরজেডি ৩০ বছরের পুরোনো একটি রাজনৈতিক দল। তাদের দলের রাজ্য সভাপতির ছেলেই ভোটের লড়াইয়ে তৃতীয় হয়েছেন। এর জন্য কি জন সুরজ পার্টি দায়ী হতে পারে? বেলাগঞ্জে যত মুসলিম ভোট ছিল, তার সবই গিয়েছে জনতা দল (ইউনাইটেড)-এর প্রার্থীর ঝুলিতে। ইমামগঞ্জে বরং জন সুরজ এনডিএ-র ভোটেই ভাগ বসিয়েছে। তা না হলে কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঝির হিন্দুস্তান আবাম মোর্চা আরও বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করত।'

প্রসঙ্গত, ইমামগঞ্জ বিধানসভা কেন্দ্রটি একটি সংরক্ষিত আসন। সেই আসনে পূর্বতন বিধায়ক, বর্তমানে গয়ার সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঝির পুত্রবধূ দীপা মাত্র ৬,০০০ ভোটের ব্যবধানে আরজেডি প্রার্থীকে পরাজিত করেছেন।

ওই কেন্দ্রে জন সুরজ পার্টির প্রার্থী ছিলেন জিতেন্দ্র পাসওয়ান। তিনি তিন নম্বর স্থানে লড়াই শেষ করেন। তাঁর ঝুলিতে ৩৭ হাজারেরও বেশি ভোট পড়েছে।

এদিকে, এই বিধানসভা উপনির্বাচনে মোট চারটি কেন্দ্রের মধ্যে তিনটিতেই জন সুরজ পার্টির প্রার্থীদের জমানত জব্দ হয়। তাঁরা সব মিলিয়ে এক-ষষ্ঠাংশেরও কম ভোট পান!

এ নিয়ে প্রশ্ন করা হলে পিকে বলেন, 'এটা নিয়ে অত ভাবার বা চিন্তা করার কিছু নেই। বরং, যেটা উদ্বেগের বিষয়, তা হল - বিহারে এত দিন ধরে রাজত্ব করার পরও, পিছিয়ে পড়া এই রাজ্যকে উন্নত করতে ব্যর্থ হওয়া সত্ত্বেও এনডিএ নিরঙ্কুশ জয় পাচ্ছে!'

প্রসঙ্গত, আগামী বিধানসভা নির্বাচনেও জন সুরজ পার্টি যে এককভাবে বিহারের ২৪৩টি আসনে লড়বে, তা আরও একবার স্পষ্ট করে দিয়েছেন প্রশান্ত কিশোর।

পরবর্তী খবর

Latest News

ভুল করেও করাবেন না ফিশ স্পা! শিকার হতে পারেন ভয়ানক রোগের শরীরে একফোঁটাও মেদ থাকবে না, ঠিক ক্যাটরিনার মতো ফিগার পাবেন এভাবে ‘সবার আগে ক্রিকেটারদের ‘পিআর’ ব্যান করে দেওয়া উচিত’! BCCIকে পরামর্শ হর্ষ ভোগলের সকাত চৌথে করুন এই অব্যর্থ ব্যবস্থা, উন্নতির পথ খুলবে, আটকে থাকা কাজে আসবে গতি মৌনী অমাবস্যার বিশেষ সংযোগে করুন এই কাজ, পিতৃদোষ থেকে মিলবে মুক্তি কাটবে সব বাধা ১৭ জানুয়ারি তিল চৌথের ব্রত, জেনে নিন এই দিনের পুজোর শুভ সময় ও ব্রত বিধি আসছে ষটতিলা একাদশী, জেনে নিন দিনক্ষণ তিথি পুজোর শুভ সময় ও এই একাদশীর মাহাত্ম্য দৈত্য গুরুর মীনে প্রবেশ, ৩ রাশির বাড়বে যশ প্রতিপত্তি, না হওয়া কাজ হবে সম্পূর্ণ বিদায়ী ভাষণে 'মার্কিন অলিগার্কদের' নিয়ে সতর্ক করলেন বাইডেন, নিশানায় কি মাস্ক? একদিকে পরপর প্রাণনাশের চেষ্টা! নতুন বছরে মৃত্যু সলমন সঙ্গীর, ‘তুমি চিরকাল…’

IPL 2025 News in Bangla

‘সবার আগে ক্রিকেটারদের ‘পিআর’ ব্যান করে দেওয়া উচিত’! BCCIকে পরামর্শ হর্ষ ভোগলের ICC চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা দঃ আফ্রিকার! ছিটকে গেলেন তারকা পেসার BCCI কর্তাদের সঙ্গে গম্ভীর-রোহিত-অজিতের মিটিং! প্রকাশ্যে এল বৈঠকের ভিতরের খবর ভিডিয়ো: IPL 2025 জিতবে পঞ্জাব কিংস! শ্রেয়সকে নেতৃত্বে পেয়ে কোচ পন্টিংয়ের দাবি PSL Draft 2025-এর মঞ্চে IPL-কে শুভেচ্ছা! মাইক খারাপ, চিৎকার করেই চলল ড্রাফট IPL-এ নতুন ইতিহাস গড়লেন শ্রেয়স আইয়ার! কোনও ভারতীয় ক্রিকেটার এমনটা করতে পারেননি পিছিয়ে যাচ্ছে IPL, ইডেনের ভাগ্যে কি কোপ পড়বে? প্রথম ম্যাচ ও ফাইনাল কোথায় হবে? IPLর থেকে ঢাকা প্রিমিয়র লিগ কঠিন! অদ্ভূত কারণ দেখালেন পারভেজ রসুল!শুনে হাসি পাবে MCGতে হারের পরই অবসরের সিদ্ধান্ত নেন রোহিত! তবে মত বদলানোয় অখুশি ছিলেন গম্ভীর? ‘মাথায় হাত থাকলে সুযোগের পর সুযোগ, আর না থাকলে… ’! BCCI আর গম্ভীরকে খোঁচা মনোজের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.